Daily Current Affairs in BengaliCurrent Affairs

18th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

18th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৮ই জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কে ‘সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এ মহিলাদের একক শিরোপা জিতলেন?

(A) পিভি সিন্ধু
(B) ক্যারোলিনা মারিন
(C) সাইনা নেহওয়াল
(D) একজন সে-তরুণ

[spoiler title=”উত্তর : “] (A) পিভি সিন্ধু

  • ভারতীয় শাটলার পিভি সিন্ধু ১৭ই জুলাই ২০২২-এ সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে তার প্রথম মহিলা একক শিরোপা জিতেছেন।
  • সিঙ্গাপুর ওপেনের ফাইনালে তিনি চীনের ওয়াং ঝি ইকে পরাজিত করেছেন।
  • তিনি ২০২২ সালে এই নিয়ে তিনটি ওপেন জিতলেন – সুইস ওপেন, সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এবং সিঙ্গাপুর ওপেন।
[/spoiler]

২. রাজ্যে নিজস্ব ইন্টারনেট পরিষেবা সহ ভারতের প্রথম রাজ্য হয়ে উঠলো কোনটি?

(A) কর্ণাটক
(B) রাজস্থান
(C) কেরালা
(D) পশ্চিমবঙ্গ

[spoiler title=”উত্তর : “] (C) কেরালা

  • কেরালা ঘোষণা করেছে যে এটি দেশের প্রথম এবং একমাত্র রাজ্য হয়ে উঠেছে যার নিজস্ব ইন্টারনেট পরিষেবা রয়েছে।
  • KFON স্কিমে BPL পরিবার এবং রাজ্যের ৩০,০০০ সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট প্রদানের পরিকল্পনা করা হয়েছে।
[/spoiler]

৩. Indigo এর অ-স্বাধীন অ-নির্বাহী পরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রাহুল ভাটিয়া
(B) মেলাভেটিল দামোদরন
(C) উলফগ্যাং প্রক-শাউয়ার
(D) রনজয় দত্ত

[spoiler title=”উত্তর : “] (B) মেলাভেটিল দামোদরন

  • ১৬ই জুলাই ২০২২-এ এই নিয়োগ করা হয়েছে।
  • তিনি ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBI) চেয়ারম্যান ছিলেন।
[/spoiler]

৪. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এর নতুন MD এবং CEO হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সমীর গুপ্ত
(B) রোহিত সেমওয়াল
(C) সতীশ গুপ্ত
(D) আশীষ কুমার চৌহান

[spoiler title=”উত্তর : “] (D) আশীষ কুমার চৌহান

  • সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) আশিস কুমার চৌহানকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) নতুন MD এবং CEO হিসাবে নিয়োগ করেছে।
  • তিনি বিক্রম লিমায়ের স্থলাভিষিক্ত হবেন যার ৫ বছরের মেয়াদ ১৬ জুলাই ২০২২-এ শেষ হয়েছে।
  • মিঃ চৌহান বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এর বর্তমান MD এবং CEO।
  • তিনি NSE এর প্রতিষ্ঠাতাদের একজন।
[/spoiler]

৫. সম্প্রতি কে সার্বিয়ায় অনুষ্ঠিত ১৫তম ‘International Chess Open Paracin’-এ জয়লাভ করেছেন?

(A) আলীরেজা ফিরোজ্জা
(B) ম্যাগনাস কার্লসেন
(C) আর প্রজ্ঞানান্ধা
(D) ডি. গুকেশ

[spoiler title=”উত্তর : “] (C) আর প্রজ্ঞানান্ধা

  • তরুণ ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানান্ধা ১৬ই জুলাই ২০২২-এ সার্বিয়ার প্যারাসিন শহরে অনুষ্ঠিত ১৫ তম International Chess Open Paracin-এ জয়লাভ করেছেন।
  • তিনি নয় রাউন্ড থেকে ৮ পয়েন্ট স্কোর করেছেন।
  • ৭.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন আলেকজান্ডার প্রেডকে।
[/spoiler]

৬. National Institutional Ranking Framework (NIRF) 2022-এ কোন প্রতিষ্ঠানটি প্রথম স্থান পেয়েছে?

(A) IIT দিল্লি
(B) IIT বম্বে
(C) IIT মাদ্রাজ
(D) IIT কানপুর

[spoiler title=”উত্তর : “] (C) IIT মাদ্রাজ

  • শিক্ষা মন্ত্রক ২০২২ সালের জন্য ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) প্রকাশ করেছে।
  • IIT মাদ্রাজ সামগ্রিক বিভাগে টানা চতুর্থ বছর এবং ইঞ্জিনিয়ারিংয়ে টানা সপ্তম বছরের জন্য প্রথম অবস্থান ধরে রেখেছে।
  • IIT দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে এবং IIT বোম্বে তৃতীয় স্থানে রয়েছে।
[/spoiler]

৭. প্রতি বছর কোন দিনটিতে ‘নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’ পালিত হয়?

(A) ১৮ই জুলাই
(B) ১লা অগস্ট
(C) ২২শে জুন
(D) ২১শে জুলাই

[spoiler title=”উত্তর : “] (A) ১৮ই জুলাই

  • প্রতি বছর ১৮ই জুলাই দিনটি দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার স্মরণে এই দিনটি পালিত হয়।
  • ২০২২ সালের থিম “Do what you can, with what you have, where you are”।

দক্ষিণ আফ্রিকা : 

  • রাষ্ট্রপতি : সিরিল রামাফোসা
  • রাজধানী : কেপ টাউন, প্রিটোরিয়া, ব্লুমফন্টেইন
[/spoiler]

৮. ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস’ (FIFS)-এর মহাপরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সুধাকর দলেলা
(B) জয় ভট্টাচার্য
(C) পরমেশ্বরন আইয়ার
(D) অতুল সিং

[spoiler title=”উত্তর : “] (B) জয় ভট্টাচার্য

  • তিনি Prime Volleyball League-এর CEO এবং একজন ক্রিকেট বিশ্লেষক।
  • ২০১৭ সালে গঠিত, ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস (FIFS) হল ভারতের এক এবং একমাত্র ডেডিকেটেড ফ্যান্টাসি স্পোর্টস সংস্থা।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button