Daily Current Affairs in BengaliCurrent Affairs

18th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

18th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৮ই জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কে ‘সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’-এ মহিলাদের একক শিরোপা জিতলেন?

(A) পিভি সিন্ধু
(B) ক্যারোলিনা মারিন
(C) সাইনা নেহওয়াল
(D) একজন সে-তরুণ

উত্তর :
(A) পিভি সিন্ধু

  • ভারতীয় শাটলার পিভি সিন্ধু ১৭ই জুলাই ২০২২-এ সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে তার প্রথম মহিলা একক শিরোপা জিতেছেন।
  • সিঙ্গাপুর ওপেনের ফাইনালে তিনি চীনের ওয়াং ঝি ইকে পরাজিত করেছেন।
  • তিনি ২০২২ সালে এই নিয়ে তিনটি ওপেন জিতলেন – সুইস ওপেন, সৈয়দ মোদি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এবং সিঙ্গাপুর ওপেন।

২. রাজ্যে নিজস্ব ইন্টারনেট পরিষেবা সহ ভারতের প্রথম রাজ্য হয়ে উঠলো কোনটি?

(A) কর্ণাটক
(B) রাজস্থান
(C) কেরালা
(D) পশ্চিমবঙ্গ

উত্তর :
(C) কেরালা

  • কেরালা ঘোষণা করেছে যে এটি দেশের প্রথম এবং একমাত্র রাজ্য হয়ে উঠেছে যার নিজস্ব ইন্টারনেট পরিষেবা রয়েছে।
  • KFON স্কিমে BPL পরিবার এবং রাজ্যের ৩০,০০০ সরকারি অফিসে বিনামূল্যে ইন্টারনেট প্রদানের পরিকল্পনা করা হয়েছে।

৩. Indigo এর অ-স্বাধীন অ-নির্বাহী পরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রাহুল ভাটিয়া
(B) মেলাভেটিল দামোদরন
(C) উলফগ্যাং প্রক-শাউয়ার
(D) রনজয় দত্ত

উত্তর :
(B) মেলাভেটিল দামোদরন

  • ১৬ই জুলাই ২০২২-এ এই নিয়োগ করা হয়েছে।
  • তিনি ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBI) চেয়ারম্যান ছিলেন।

৪. ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) এর নতুন MD এবং CEO হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সমীর গুপ্ত
(B) রোহিত সেমওয়াল
(C) সতীশ গুপ্ত
(D) আশীষ কুমার চৌহান

উত্তর :
(D) আশীষ কুমার চৌহান

  • সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) আশিস কুমার চৌহানকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) নতুন MD এবং CEO হিসাবে নিয়োগ করেছে।
  • তিনি বিক্রম লিমায়ের স্থলাভিষিক্ত হবেন যার ৫ বছরের মেয়াদ ১৬ জুলাই ২০২২-এ শেষ হয়েছে।
  • মিঃ চৌহান বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এর বর্তমান MD এবং CEO।
  • তিনি NSE এর প্রতিষ্ঠাতাদের একজন।

৫. সম্প্রতি কে সার্বিয়ায় অনুষ্ঠিত ১৫তম ‘International Chess Open Paracin’-এ জয়লাভ করেছেন?

(A) আলীরেজা ফিরোজ্জা
(B) ম্যাগনাস কার্লসেন
(C) আর প্রজ্ঞানান্ধা
(D) ডি. গুকেশ

উত্তর :
(C) আর প্রজ্ঞানান্ধা

  • তরুণ ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানান্ধা ১৬ই জুলাই ২০২২-এ সার্বিয়ার প্যারাসিন শহরে অনুষ্ঠিত ১৫ তম International Chess Open Paracin-এ জয়লাভ করেছেন।
  • তিনি নয় রাউন্ড থেকে ৮ পয়েন্ট স্কোর করেছেন।
  • ৭.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন আলেকজান্ডার প্রেডকে।

৬. National Institutional Ranking Framework (NIRF) 2022-এ কোন প্রতিষ্ঠানটি প্রথম স্থান পেয়েছে?

(A) IIT দিল্লি
(B) IIT বম্বে
(C) IIT মাদ্রাজ
(D) IIT কানপুর

উত্তর :
(C) IIT মাদ্রাজ

  • শিক্ষা মন্ত্রক ২০২২ সালের জন্য ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) প্রকাশ করেছে।
  • IIT মাদ্রাজ সামগ্রিক বিভাগে টানা চতুর্থ বছর এবং ইঞ্জিনিয়ারিংয়ে টানা সপ্তম বছরের জন্য প্রথম অবস্থান ধরে রেখেছে।
  • IIT দিল্লি দ্বিতীয় স্থানে রয়েছে এবং IIT বোম্বে তৃতীয় স্থানে রয়েছে।

৭. প্রতি বছর কোন দিনটিতে ‘নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’ পালিত হয়?

(A) ১৮ই জুলাই
(B) ১লা অগস্ট
(C) ২২শে জুন
(D) ২১শে জুলাই

উত্তর :
(A) ১৮ই জুলাই

  • প্রতি বছর ১৮ই জুলাই দিনটি দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার স্মরণে এই দিনটি পালিত হয়।
  • ২০২২ সালের থিম “Do what you can, with what you have, where you are”।

দক্ষিণ আফ্রিকা : 

  • রাষ্ট্রপতি : সিরিল রামাফোসা
  • রাজধানী : কেপ টাউন, প্রিটোরিয়া, ব্লুমফন্টেইন

৮. ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস’ (FIFS)-এর মহাপরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সুধাকর দলেলা
(B) জয় ভট্টাচার্য
(C) পরমেশ্বরন আইয়ার
(D) অতুল সিং

উত্তর :
(B) জয় ভট্টাচার্য

  • তিনি Prime Volleyball League-এর CEO এবং একজন ক্রিকেট বিশ্লেষক।
  • ২০১৭ সালে গঠিত, ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস (FIFS) হল ভারতের এক এবং একমাত্র ডেডিকেটেড ফ্যান্টাসি স্পোর্টস সংস্থা।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button