Daily Current Affairs in BengaliCurrent Affairs

26th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

26th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৬শে এপ্রিল – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি কেন তানাকা (বয়স ১১৯) সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন?

(A) ইন্দোনেশিয়া
(B) জাপান
(C) দক্ষিণ কোরিয়া
(D) উত্তর কোরিয়া

[spoiler title=”উত্তর : “] (B) জাপান

  • বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি কেন তানাকা ১৯শে এপ্রিল ২০২২ এ ১১৯ বছর বয়সে মারা যান।
  • তিনি ১৯০৩ সালের ২রা জানুয়ারি জন্মগ্রহণ করেন।
  • তিনি ২০১৯ সালের জানুয়ারিতে ১১৬ বছর ২৮ দিন বয়সে সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির রেকর্ড গড়ে ছিলেন।
  • জিয়ানে ক্যালমেন্টের (১২২ বছর) পর তিনি বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দিন জীবিত দ্বিতীয় ব্যক্তি।
[/spoiler]

২. সম্প্রতি কোন দেশে ‘ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ ২০২২’ শুরু হয়েছে?

(A) ইন্দোনেশিয়া
(B) ফিলিপাইন
(C) ভারত
(D) জাপান

[spoiler title=”উত্তর : “] (B) ফিলিপাইন

  • ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ ২০২২, ২৬শে এপ্রিল ২০২২ এ ফিলিপাইনের ম্যানিলায় শুরু হয়েছিল।
  • ইভেন্টটি ১লা মে ২০২২-এ শেষ হবে এবং এটি টুর্নামেন্টের ৪০ তম সংস্করণ।
  • প্রতিটি বিভাগে বিজয়ীরা ১২,০০০ BWF ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং পয়েন্ট অর্জন করবে।
[/spoiler]

৩. খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে সাঁতারের কে ২০০-মিটার বাটারফ্লাই ইভেন্টটি ২:০৪:৭২ মিনিটে সম্পন্ন করে স্বর্ণপদক জিতেছে?

(A) দীপক পুনিয়া
(B) আংশু মালিক
(C) আরিয়ান পাঞ্চাল
(D) গোবিন্দ সুনীল মহাজন

[spoiler title=”উত্তর : “] (C) আরিয়ান পাঞ্চাল

  • মল্লখম্ব (Mallakhamb) দলগত ইভেন্টে, মুম্বাই বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অর্জন করে এবং সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে।
  • ৯৮-কেজি সিনিয়র ভারোত্তোলন ইভেন্টে, পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ের বৈষ্ণব ঠাকুর স্বর্ণপদক জিতেছেন।
[/spoiler]

৪. টুইটার (Twitter) তার সোশ্যাল মিডিয়া কোম্পানি সম্প্রতি কার কাছে বিক্রি করার ঘোষণা করেছে?

(A) জেফ বেজোস
(B) বার্নার্ড আর্নল্ট
(C) ওয়ারেন বাফেট
(D) এলন মাস্ক

[spoiler title=”উত্তর : “] (D) এলন মাস্ক

  • বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের কাছে টুইটার তার সোশ্যাল মিডিয়া কোম্পানি বিক্রয় করেছে।
  • এর জন্য এলন মাস্ক প্রায় ৪৪ বিলিয়ন ডলারে এবং ৫৪.২০ ডলার শেয়ার মূল্যে সোশ্যাল নেটওয়ার্কটি অধিগ্রহণ করবে।
  • টুইটার ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
[/spoiler]

৫. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার সাথে EU-India Trade and Technology Council চালু করতে সম্মত হয়েছেন?

(A) উরসুলা ভন ডার লেইন
(B) রবার্টা মেটসোলা
(C) হেইকো ভন ডার লেইন
(D) জোসেপ বোরেল

[spoiler title=”উত্তর : “] (A) উরসুলা ভন ডার লেইন

  • ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৫শে এপ্রিল ২০২২-এ নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন।
  • এই আলোচনাতেই উক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[/spoiler]

৬. ফোর্বসের রিপোর্ট অনুযায়ী কে সম্প্রতি ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি হয়ে উঠেছেন?

(A) মুকেশ আম্বানি
(B) বিল গেটস
(C) গৌতম আদানি
(D) বার্নার্ড আর্নল্ট

[spoiler title=”উত্তর : “] (C) গৌতম আদানি

  • আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ওয়ারেন বাফেটকে পেছনে ফেলে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি হয়েছেন।
  • ফোর্বসের মতে, বাফেটের মোট সম্পদ ১২১.৭ বিলিয়ন ডলার এবং গৌতম আদানির মোট সম্পদ ১২৩.৭ বিলিয়ন।
[/spoiler]

৭. ইমানুয়েল ম্যাক্রন সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?

(A) কানাডা
(B) ফ্রান্স
(C) জার্মানি
(D) মেক্সিকো

[spoiler title=”উত্তর : “] (B) ফ্রান্স

  • তিনি ২০১৭ সাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • মাত্র ৩৯ বছর বয়সে, তিনি ফরাসি ইতিহাসের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি হয়েছিলেন।
[/spoiler]

৮. কে সম্প্রতি ‘এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২২’ এ পুরুষদের ফ্রিস্টাইল ৮৬ কেজিতে রৌপ্য পদক পেয়েছেন?

(A) সজন প্রকাশ
(B) দীপক পুনিয়া
(C) মিঠুন মঞ্জুনাথ
(D) আশীষ কুমার

[spoiler title=”উত্তর : “] (B) দীপক পুনিয়া

  • টোকিও অলিম্পিয়ান দীপক পুনিয়া ২৪শে এপ্রিল এ ২০২২ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল ৮৬ কেজিতে রৌপ্য পদক পেয়েছেন।
  • ভিকি ৯২ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছে।
  • টোকিও পদক বিজয়ী রবি কুমার দাহিয়া পুরুষদের ৫৭ কেজি ওজন শ্রেণিতে একক সোনা জিতেছেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button