Daily Current Affairs in BengaliCurrent Affairs

5th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

5th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৫ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 3nd December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ই ডিসেম্বর ২০২২-এ নিম্নোক্ত কোন শহরে ষষ্ঠম ‘বন্দে ভারত’ ট্রেনের উদ্বোধন করবেন?

(A) নাগপুর
(B) ইন্দোর
(C) মথুরা
(D) জয়পুর

উত্তর
(A) নাগপুর

  • ১১ই ডিসেম্বর নাগপুরে ৬তম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন হবে।
  • এই ট্রেনটি বিলাসপুর (ছত্তিশগড়)-নাগপুর (মহারাষ্ট্র) রুটে পরিচালিত হবে।
  • ট্রেনটি সপ্তাহে ছয় দিন চলবে এবং প্রায় সাড়ে পাঁচ ঘণ্টায় একটি যাত্রা শেষ করবে।
  • ট্রেনটি পরিচালনা করবে দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে (SECR)।

২. সম্প্রতি কে প্রাক্তন ব্যাটার এম. আজহারউদ্দিনকে টপকে ODI ক্রিকেটে ভারতের পক্ষে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন?

(A) শিখর ধাওয়ান
(B) শ্রেয়াস আইয়ার
(C) বিরাট কোহলি
(D) রোহিত শর্মা

উত্তর
(D) রোহিত শর্মা

  • ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ODI ক্রিকেটে ভারতের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে প্রাক্তন ব্যাটার এম. আজহারউদ্দিনকে ছাড়িয়ে গেছেন।
  • ৪ঠা ডিসেম্বর ২০২২-এ ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ODI এর সময় তিনি এই রেকর্ডটি অর্জন করেছেন।

৩. কোন দিনটিতে বিশ্ব মৃত্তিকা দিবস (WSD) পালিত হয়?

(A) ৫ই ডিসেম্বর
(B) ১লা ডিসেম্বর
(C) ৩রা ডিসেম্বর
(D) ৪ঠা ডিসেম্বর

উত্তর
(A) ৫ই ডিসেম্বর

  • ২০১৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৫ই ডিসেম্বর ২০১৪ কে প্রথম সরকারী বিশ্ব মৃত্তিকা দিবস হিসাবে মনোনীত করেছিল।
  • বিশ্ব মৃত্তিকা দিবস ২০২২-এর থিম: “Soils: where food begins”।

৪. সম্প্রতি এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদক জয়ী প্রথম ভারতীয় অনূর্ধ্ব-১৭ শাটলার কে হলেন?

(A) সিমরনপ্রীত কৌর ব্রার
(B) সিফ্ট কৌর সামরা
(C) জ্যোতি ইয়ারাজি
(D) উন্নতি হুদা

উত্তর
(D) উন্নতি হুদা

  • ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, উন্নতি হুদা ৪ঠা ডিসেম্বর ২০২২-এ এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদক জয়ী প্রথম ভারতীয় অনূর্ধ্ব-১৭ শাটলার হয়েছিলেন।
  • তিনি মহিলাদের একক বিভাগে স্বর্ণপদকের ম্যাচে থাইল্যান্ডের সারুনরাক ভিতিদসর্নের কাছে হেরে গিয়ে রৌপ্য পদক পদক পেয়েছেন।
  • থাইল্যান্ডের ননথাবুরিতে চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হচ্ছে।

৫. আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস (IVD) কবে পালিত হয়?

(A) ৭ই ডিসেম্বর
(B) ১২ই নভেম্বর
(C) ১১ই নভেম্বর
(D) ৫ই ডিসেম্বর

উত্তর
(D) ৫ই ডিসেম্বর

  • জাতিসংঘের সাধারণ পরিষদ তার ২০ নভেম্বর ১৯৯৭ এর রেজুলেশনে ২০০১ কে স্বেচ্ছাসেবকদের আন্তর্জাতিক বছর (IYV) হিসাবে ঘোষণা করে।
  • আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস (IVD) ২০২২-এর থিম হল “solidarity through volunteering”।

৬. ৪ঠা ডিসেম্বর ২০২২ এ নয়া দিল্লিতে ‘Employees’ State Insurance Corporation’-এর ১৮৯তম সভায় সভাপতিত্ব করেছেন কে?

(A) ভূপেন্দর যাদব
(B) নিতিন গড়করি
(C) মনসুখ মান্ডাভিয়া
(D) ওম প্রকাশ মাথুর

উত্তর
(A) ভূপেন্দর যাদব

  • কর্মচারীদের রাজ্য বীমা কর্পোরেশনের ১৮৯তম সভা ৪ঠা ডিসেম্বর ২০২২ এ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।
  • ESIC প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫২ সালে।

৭. ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে নিম্নোক্ত কোন জুটি মিশ্র দলের পিস্তল ইভেন্টে শিরোপা জিতেছে?

(A) অঞ্জলি ও সাগর
(B) দিব্যা ও ইমরোজ
(C) মনু ভাকের ও সরবজোত
(D) যশস্বী ও অভিনব

উত্তর
(C) মনু ভাকের ও সরবজোত

  • মনু ভাকের এবং সরবজোত সিং ৪ঠা ডিসেম্বর, ২০২২ এ ভোপালের MP শ্যুটিং একাডেমি রেঞ্জে ৬৫তম ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ১০-মিটার এয়ার পিস্তল মিশ্র দলের ইভেন্টে শিরোপা জিতেছেন।
  • এই জুটি কর্ণাটকের দিব্যা টিএস এবং ইমরোজকে ১৬-৪-এ পরাজিত করে স্বর্ণপদক জিতেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button