Daily Current Affairs in BengaliCurrent Affairs

6th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

6th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৬ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 5th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ভারতের জাতীয় পরিসংখ্যান কমিশনের (NSC) খণ্ডকালীন চেয়ারপার্সন হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) বিজেন্দ্র শর্মা
(B) প্রশান্ত কুমার
(C) রাজীব লক্ষ্মণ করন্দিকার
(D) হংসরাজ গঙ্গারাম আহির

উত্তর
(C) রাজীব লক্ষ্মণ করন্দিকার

  • ভারত সরকার তিন বছরের জন্য ভারতের জাতীয় পরিসংখ্যান কমিশনের (NSC) খণ্ডকালীন চেয়ারপার্সন হিসাবে প্রফেসর রাজীব লক্ষ্মণ করন্দিকরকে নিযুক্ত করেছে।
  • NSC ২০০৫ সালের জুনে গঠিত হয়েছিল।
  • প্রথম নির্বাহী: সুরেশ তেন্ডুলকার

২. টেকনিক্যাল টেক্সটাইলের উপর ভারতের প্রিমিয়ার শো – ‘Technotex 2023’ কোন শহরে অনুষ্ঠিত হবে?

(A) নতুন দিল্লি
(B) কলকাতা
(C) চেন্নাই
(D) মুম্বাই

উত্তর
(D) মুম্বাই

  • টেকনিক্যাল টেক্সটাইলের উপর ভারতের প্রিমিয়ার শো – ‘Technotex 2023’ মুম্বাইতে ২২ থেকে ২৪শে ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
  • এটি ভারতের প্রযুক্তিগত টেক্সটাইল শিল্পের বৃহত্তম ইভেন্ট।

৩. ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ICAO) দ্বারা প্রকাশিত ‘গ্লোবাল এভিয়েশন সেফটি র‌্যাঙ্কিং’-এ ভারতের স্থান কত?

(A) ২৪তম
(B) ৬০তম
(C) ৪৮তম
(D) ৩৬তম

উত্তর
(C) ৪৮তম

  • ৫ই ডিসেম্বর ২০২২-এ এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।
  • চার বছর আগে, ভারতের র‍্যাঙ্ক ছিল ১০২তম।
  • র‍্যাঙ্কিং-এ শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।

৪. কার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভারত ৬ই ডিসেম্বরকে মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালন করে?

(A) ডঃ বি আর আম্বেদকর
(B) ক্ষুদিরাম বসু
(C) মহাত্মা গান্ধী
(D) ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

উত্তর
(A) ডঃ বি আর আম্বেদকর

  • ডঃ বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভারত ৬ই ডিসেম্বর মহাপরিনির্বাণ দিবস পালন করে।
  • ১৯৫৬ সালের ৬ই ডিসেম্বর তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেছিলেন।
  • সমাজে তার অবদানকে স্মরণ করার জন্য দিবসটি পালন করা হয়।
  • ভারতীয় সংবিধানের জনক বিআর আম্বেদকর ১৪ই এপ্রিল, ১৮৯১ সালে জন্মগ্রহণ করেছিলেন।

৫. এক বিশাল এবং দীর্ঘ প্রতিবাদের পর, ইরান নিম্নোক্ত কোন পুলিশ ইউনিটটি বিগঠিত করতে সম্মত হয়েছে?

(A) Guidance Patrol
(B) Muṭawwa
(C) Morality Police
(D) SAVAK

উত্তর
(C) Morality Police

  • ইরানের ইসলামিক ড্রেস কোড কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছিল এই পুলিশ ইউনিটকে।

ইরান:

  • রাজধানী: তেহরান
  • সভাপতি: ইব্রাহিম রাইসি
  • সর্বোচ্চ নেতা: আলী খামেনি

৬. সম্প্রতি নিচের কোন ইন্দোনেশিয়ান পর্বতটিতে অগ্ন্যুৎপাত হয়েছে?

(A) মাউন্ট মারাপি
(B) মাউন্ট আগুং
(C) আগম পর্বত
(D) মাউন্ট সেমেরু

উত্তর
(D) মাউন্ট সেমেরু

  • ইন্দোনেশিয়ার মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে সম্প্রতি অগ্ন্যুৎপাত হয়েছে।
  • সেমেরু জাভার সর্বোচ্চ আগ্নেয়গিরি যা ৩,৬৭৬ মিটার উচ্চ।
  • ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইডোডো।

৭. নিম্নোক্ত কে নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেলে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন?

(A) স্টিভেন স্পিলবার্গ
(B) এস এস রাজামৌলি
(C) জিনা প্রিন্স-ব্লাইথউড
(D) সারাহ পলি

উত্তর
(B) এস এস রাজামৌলি

  • চলচ্চিত্র পরিচালক এসএস রাজামৌলি ২রা ডিসেম্বর, ২০২২-এ নিউইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেলে RRR-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন।
  • RRR আন্তর্জাতিক বাজারেও একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে।
  • সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ১২০০ কোটি আয় করেছে ।

৮. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের সাথে ২০০ মিলিয়ন ইউরোর চুক্তি স্বাক্ষর করেছেন?

(A) জুভেন্টাস
(B) চেলসি
(C) আল-নাসর
(D) আর্সেনাল

উত্তর
(C) আল-নাসর

  • বিখ্যাত ফুটবলার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল-নাসরে প্রতি সিজনে ২০০ মিলিয়ন ইউরো মূল্যের আড়াই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন।
  • রোনাল্ডো তার পূর্ববর্তী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নিয়েছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button