Daily Current Affairs in BengaliCurrent Affairs

21st May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21st May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. দিল্লির ইউনিফাইড মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের নতুন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সিন্ধু গঙ্গাধরন
(B) নরেশ কুমার
(C) অলকেশ কুমার শর্মা
(D) জ্ঞানেশ ভারতী

উত্তর :
(D) জ্ঞানেশ ভারতী

  • ২০শে মে, IAS অফিসার জ্ঞানেশ ভারতী দিল্লির একীভূত মিউনিসিপ্যাল কর্পোরেশনের নতুন কমিশনার হিসাবে নিযুক্ত হন।

দিল্লী :

  • মুখ্যমন্ত্রী : অরবিন্দ কেজরিওয়াল
  • জেলা সংখ্যা : ১১টি

২. বাংলাদেশের প্রথম পেশাদার আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?

(A) খুলনা
(B) সিলেট
(C) ঢাকা
(D) চট্টগ্রাম

উত্তর :
(C) ঢাকা

  • বাংলাদেশের প্রথম পেশাদার আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট ১৯ শে মে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।
  • ইভেন্টে বাংলাদেশের ১১ জন, নেপালের দুজন এবং ভারতের একজনসহ মোট ১৪ জন বক্সার অংশ নেন।
  • একদিনের এই টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশন।

৩. সম্প্রতি কে তার বই ‘The Hardest Place’ লেখার জন্য William E. Colby Award 2022 জিতলেন?

(A) আলবার্ট বোরলা
(B) ওয়েসলি মরগান
(C) ডিবেদো ফ্রান্সিস কেরে
(D) আরদেশীর বি.কে. দুবাশ

উত্তর :
(B) ওয়েসলি মরগান

  • তিনি তার বই The Hardest Place: The American Military Adrift in Afghanistan’s Pech Valley এর জন্য পুরস্কারটি পেয়েছেন।
  • এই পুরস্কারটি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থফিল্ড নরউইচ বিশ্ববিদ্যালয় দ্বারা উপস্থাপিত হয়।

৪. জোসে রামোস-হোর্তা সম্প্রতি কোন দেশের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন?

(A) East Timor
(B) Brunei
(C) Eritrea
(D) Papua New Guinea

উত্তর :
(A) East Timor

  • পূর্ব তিমোরের স্বাধীনতা সংগ্রামী এবং নোবেল পিস পুরস্কার বিজয়ী হোসে রামোস-হোর্তা ২০শে মে দেশের পঞ্চম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন।
  • পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ।
  • পূর্ব তিমুরের রাজধানী : দিলি
  • পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী : তাউর মাতান রুয়াক

৫. বিশ্ব মেট্রোলজি দিবস প্রতি বছর কবে পালিত হয়?

(A) ১৭ই মে
(B) ২০শে মে
(C) ১৯শে মে
(D) ১৮ই মে

উত্তর :
(B) ২০শে মে

  • বিশ্ব মেট্রোলজি দিবস প্রতি বছর ২০শে মে পালিত হয়।
  • এবছরের মেট্রোলজি দিবসের থিম ‘Metrology in the Digital Era’।
  • ২০শে মে ১৮৭৫ সালে প্রথম এই দিবস পালিত হয়।

৬. ২০২২ সালে কোন দিনটিতে জাতীয় বিপন্ন প্রজাতি দিবস পালন করা হলো?

(A) ২০শে মে
(B) ২২শে মে
(C) ২১শে মে
(D) ১৯শে মে

উত্তর :
(A) ২০শে মে

  • প্রতি বছর মে মাসের তৃতীয় শুক্রবার, জাতীয় বিপন্ন প্রজাতি দিবস পালন করা হয় এবং এই বছর এটি ২০শে মে পালিত হয়েছে।
  • দিবসটি বন্যপ্রাণীর আবাসস্থল এবং তাদের রক্ষার জন্য নেওয়া পদক্ষেপ সম্পর্কে জনসচেতনতা বাড়ায়।
  • এই বছরের থিম হল “Recovering key species for ecosystem restoration”।

৭. বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ম্যাচে ৫০০০ রান করার গৌরব অর্জন করলেন কে?

(A) মুশফিকুর রহিম
(B) সাকিব আল হাসান
(C) মাহমুদউল্লাহ
(D) তামিম ইকবাল

উত্তর :
(A) মুশফিকুর রহিম

  • বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলার ২২ বছর পর এই কৃতিত্ব অর্জন করেছে।
  • বিশ্বের ৯৯তম ক্রিকেটার হিসেবে এই লক্ষ্য অর্জন করেছেন তিনি।
  • শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ১৮ই মে ২০২২-এ সেঞ্চুরি করেছিলেন মুশফিক।

৮. IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে নিম্নোক্ত কে ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন?

(A) রিয়া জাদন
(B) জ্যোতি ইয়ারাজি
(C) মনীষা মঈন
(D) সিফ্ট কৌর সামরা

উত্তর :
(C) মনীষা মঈন

  • ভারতীয় বক্সার মনীষা মঈন ৫৭ কেজি এবং পারভীন হুডা ৬৩ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন ।
  • বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের মোট পদক সংখ্যা ৩৯ এ পৌঁছেছে, যার মধ্যে ১০টি স্বর্ণ, আটটি রৌপ্য এবং ২১টি ব্রোঞ্জ রয়েছে ৷

৯. কোন দিনটিতে প্রতিবছর Anti Terrorism Day পালিত হয়?

(A) ২০শে মে
(B) ১৯শে মে
(C) ২১শে মে
(D) ২২শে মে

উত্তর :
(C) ২১শে মে

  • প্রতি বছর ২১শে মে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে সন্ত্রাসবিরোধী দিবস পালন করা হয়।
  • ১৯৯১ সালের ২১শে মে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে কংগ্রেস পার্টির পক্ষে প্রচারণা চালানোর সময় LTTE সন্ত্রাসীদের দ্বারা তাকে হত্যা করা হয়।
  • রাজীব গান্ধী ৪০ বছর বয়সে শপথ নিয়ে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন ।
  • ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর তিনি দেশের ষষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
  • তিনি ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button