20th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
20th May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২০শে মে – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th May Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. মহিলা ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২২-এ ৫২ কেজি বিভাগে সম্প্রতি কে স্বর্ণপদক জিতেছেন?
(A) মেরি কম
(B) নিখাত জারিন
(C) সারজুবালা দেবী
(D) গোলাপি জাংরা
- ভারতের নিখাত জারিন মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫২ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছেন।
- তিনি ১৯শে মে তুরস্কের ইস্তাম্বুলে ফ্লাই-ওয়েট ফাইনালে থাইল্যান্ডের জিটপং জুটামাসকে পরাজিত করেছেন।
- এই জয়ের মাধ্যমে, মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল এবং লেখা কেসি-এর পরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী পঞ্চম ভারতীয় মহিলা বক্সার তিনি।
২. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি রয়্যাল এনফিল্ডের নতুন CEO হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) বি গোবিন্দরাজন
(B) নিশান্ত জৈন
(C) মোহিত গয়াল
(D) কিরণ আইয়ার
- রয়্যাল এনফিল্ডের সিইও হওয়ার পাশাপাশি, গোবিন্দরাজন Eicher মোটরস লিমিটেডের (EML) বোর্ডে পরিচালক হিসেবেও কাজ করবেন।
৩. কোন দেশে Quad Leaders’ Summit অনুষ্ঠিত হতে চলেছে?
(A) জাপান
(B) তাজিকিস্তান
(C) ভারত
(D) অস্ট্রেলিয়া
- জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৪শে মে টোকিওতে Quad Leaders’ Summit-এ অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সম্মেলনে অংশ নেবেন।
- Quad হল অস্ট্রেলিয়া, ভারত, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি কৌশলগত নিরাপত্তা সংলাপ।
৪. Tata Projects Limited-এর MD এবং CEO হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) সাইরাস মিস্ত্রি
(B) এন চন্দ্রশেখরন
(C) বিনায়ক পাই
(D) রতন টাটা
- টাটা প্রজেক্টস লিমিটেড ১৮ই মে, বিনায়ক পাইকে CEO এবং ব্যবস্থাপনা পরিচালক হিসাবে মনোনীত করার ঘটনা করেছে।
- তিনি বর্তমানে কোম্পানির বোর্ডে নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন।
৫. কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া কোন রাজ্যে একটি ‘All India Institute Of Medical Science’ (AIIMS) প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন?
(A) কেরালা
(B) কর্ণাটক
(C) ওড়িশা
(D) নাগাল্যান্ড
- নতুন ইনস্টিটিউটটি বেঙ্গালুরুতে তৈরী হবে।
কর্ণাটক:
- মুখ্যমন্ত্রী : বাসভরাজ বোমাই
- রাজ্যপাল : থাওয়ারচাঁদ গেহলট
- জেলার সংখ্যা : ৩১টি।
- লোকসভা আসন : ২৮টি।
- রাজ্যসভার আসন : ১২টি।
- জাতীয় উদ্যান : আনশি জাতীয় উদ্যান, বান্দিপুর জাতীয় উদ্যান, ব্যানারঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, রাজীব গান্ধী (নাগারহোল) জাতীয় উদ্যান।
৬. কোন দেশ সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে BRICS-এর পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক হোস্ট করেছে?
(A) রাশিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) জাপান
(D) চীন
- বৈঠকে ভারতের হয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন।
- BRICS ২০২২-এর থিম হল ‘Foster High-Quality BRICS Partnership Usher in a New Era for Global Development’।
- BRICS হল পাঁচটি প্রধান উদীয়মান অর্থনীতির একটি গ্রুপ – ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা।
৭. কে সম্প্রতি Bharti Airtel এর MD এবং CEO হিসাবে পুনঃনিযুক্ত হলেন?
(A) গোপাল ভিত্তাল
(B) নিশান্ত জৈন
(C) মোহিত গয়াল
(D) ললিতা লেনিন
- ভারতী এয়ারটেল বোর্ড গোপাল ভিট্টলকে ৩১শে জানুয়ারী, ২০২৮-অবধি আরও পাঁচ বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালক এবং CEO হিসাবে পুনরায় নিযুক্ত করেছে।
Bharti Airtel :
- প্রতিষ্ঠা : ৭ই জুলাই ১৯৯৫
- প্রতিষ্ঠাতা : সুনীল ভারতী মিত্তাল
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here