Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4/5 - (156 votes)

13th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১১-১২ই এপ্রিল – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th April Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 11-12th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছে যে হাকুটো-R মিশন 1 লুনার ল্যান্ডার, ২৫শে এপ্রিল চাঁদে অবতরণ করবে। রোভারটির নাম কী?

(A) Curiosity
(B) JUNO
(C) Zephyr
(D) Rashid

উত্তর
(D) Rashid

  • সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার, ঘোষণা করেছে যে রশিদ রোভার, হাকুটো-আর মিশন 1 লুনার ল্যান্ডারে, ২৫শে এপ্রিল ২০২৩ এ রাত ৮:৪০ এ (UAE সময়) চাঁদে অবতরণ করবে।
  • রশিদ রোভারটি বর্তমানে চাঁদকে প্রদক্ষিণ করছে ।

২. ২০২৩ সালের মার্চ মাসে ICC পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন কে?

(A) হ্যারি ব্রেক
(B) সাকিব আল হাসান
(C) শ্রেয়াস আইয়ার
(D) জস বাটলার

উত্তর
(B) সাকিব আল হাসান

  • সাকিব আল হাসান প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দুবার এই পুরস্কার জিতেছেন।
  • মার্চে খেলা ১২টি ম্যাচে সাকিব ৩৫৩ রান করেছেন এবং ১৫টি উইকেট নিয়েছেন।

৩. বিশ্বের সবচেয়ে অপরাধী দেশের ২০২৩ সালের র‍্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত?

(A) ১২৬
(B) ১৩৫
(C) ৮৫
(D) ৭৭

উত্তর
(D) ৭৭

  • তালিকায় শীর্ষে রয়েছে ভেনেজুয়েলা, তারপরে পাপুয়া নিউগিনি (২), আফগানিস্তান (৩), দক্ষিণ আফ্রিকা (৪), হন্ডুরাস (৫), ত্রিনিদাদ (৬), গায়ানা (৭), সিরিয়া (৮)। সোমালিয়া (9) এবং জ্যামাইকা (10), যথাক্রমে।
  • ভারত ৭৭ তম স্থানে রয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য অপরাধের মাত্রায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে।

৪. ১২ই এপ্রিল ২০২৩-এ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে ২০০ ম্যাচ সম্পূর্ণ করার জন্য কাকে সংবর্ধিত করা হয়েছিল?

(A) রোহিত শর্মা
(B) শ্রেয়াস আইয়ার
(C) মহেন্দ্র সিং ধোনি
(D) হার্দিক পান্ডিয়া

উত্তর
(C) মহেন্দ্র সিং ধোনি

  • তিনি প্রাক্তন BCCI সভাপতি এন শ্রীনিবাসনের কাছ থেকে একটি বিশেষ স্মারক পেয়েছেন।
  • তিনি ২০০৮ থেকে ২০২১ সালের মধ্যে টানা ১১টি সিজনের জন্য ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছিলেন।
  • MS ধোনি চেন্নাই সুপার কিংসের সাথে ২০০৮ সালের প্রথম সিজনে তার IPL ক্যারিয়ার শুরু করেছিলেন।

৫. UK-ভিত্তিক ব্র্যান্ড ফাইন্যান্সের সর্বশেষ প্রতিবেদন অনুসারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী টায়ার ব্র্যান্ডের পরিপ্রেক্ষিতে MRF লিমিটেডের র‍্যাঙ্ক কত?

(A)
(B)
(C)
(D)

উত্তর
(B)

  • MRF প্রায় সব প্যারামিটারে উচ্চ স্কোর করেছে এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম বর্ধনশীল টায়ার ব্র্যান্ড হয়ে উঠেছে।
  • প্রতিবেদনে MRF- সবচেয়ে মূল্যবান ভারতীয় টায়ার ব্র্যান্ড।

৬. ভারতে প্রথম আন্ডারওয়াটার মেট্রো ট্রেন ট্রায়াল চালানো হল কোন শহরে?

(A) চেন্নাই
(B) কর্ণাটক
(C) মুম্বাই
(D) কলকাতা

উত্তর
(D) কলকাতা

  • ভারতের কলকাতায় প্রথমবারের মতো জলের নিচে একটি মেট্রো রেলের পরীক্ষা সফলভাবে চালানো হয়েছে।
  • এই ট্রায়ালের সময়, মেট্রো রেল হুগলি নদীর তলদেশে ৫২০ মিটার টানেল থেকে পরিচালিত হয়েছিল।
  • কলকাতা মেট্রো চালু হওয়ার প্রায় ৪০ বছর পর এই ইতিহাস রচিত হল।

৭. ADR-এর রিপোর্ট অনুযায়ী, দেশে সবচেয়ে বেশি সম্পদের অধিকারী মুখ্যমন্ত্রী কে?

(A) মমতা বন্দ্যোপাধ্যায়
(B) পেমা খান্ডু
(C) জগন মোহন রেড্ডি
(D) যোগী আদিত্যনাথ

উত্তর
(C) জগন মোহন রেড্ডি

  • অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR) সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা অনুসারে ভারতের ২৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৩০টি মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জন মুখ্যমন্ত্রী কোটিপতি।
  • অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ৫১০ কোটি টাকার সম্পদের সাথে তালিকার শীর্ষে রয়েছেন।
  • অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ১৬৩ কোটি টাকা সহ এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
  • এছাড়াও, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বনিম্ন সম্পদ রয়েছে প্রায় ১৫ লাখ টাকা।

৮. সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) বিচারপতি অপরেশ কুমার সিং
(B) বিচারপতি সৌরভ শ্রীবাস্তব
(C) বিচারপতি উমেশ চন্দ্র শর্মা
(D) বিচারপতি ওম প্রকাশ শুক্লা

উত্তর
(A) বিচারপতি অপরেশ কুমার সিং

  • ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি অপরেশ কুমার সিংকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।
  • তিনি বিচারপতি টি অমরনাথ গৌরের স্থলাভিষিক্ত হলেন, যিনি গত নভেম্বর থেকে ত্রিপুরা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন।
  • ত্রিপুরা হাইকোর্ট ২৩শে মার্চ, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল৷ ত্রিপুরা রাজ্যের বর্তমান রাজ্যপাল হলেন সত্যদেব নারায়ণ আর্য এবং মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা৷

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Alert: Content is protected !!
উপগ্রহের সংখ্যায় শনিকে ছাড়িয়ে গেলো বৃহস্পতি। ১০০টি বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর UNSC দ্বারা বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত হলেন আবদুল রহমান মক্কি বন্দে ভারত এক্সপ্রেস সম্পর্কিত ১০টি তথ্য Nobel 2022 Winner List in Bengali