Daily Current Affairs in BengaliCurrent Affairs

14-15th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

14-15th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪-১৫ই এপ্রিল – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14-15th April Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 13th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. “Courting India: England, Mughal India and the Origin of Empire” বইটির লেখক কে?

(A) সালমান রুশদি
(B) মেঘনাদ দেশাই
(C) নন্দিনী দাস
(D) পালাগুম্মি সাইনাথ

উত্তর
(C) নন্দিনী দাস

  • বইটি ১৬১৫ সালে ভারতে সম্রাট জাহাঙ্গীরের দরবারে রাষ্ট্রদূত হিসাবে টমাস রো-এর ৪ বছরের মিশনের উপরও আলোকপাত করে।
  • নন্দিনী দাস লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের একজন অধ্যাপক।
  • বইটি প্রাচীন আধুনিক যুগে ইংল্যান্ড এবং মুঘল ভারতের মধ্যে জটিল সম্পর্কের অন্বেষণ করে সাংস্কৃতিক এবং সাহিত্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে।

২. LIC (লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন) এর নতুন প্রধান বিনিয়োগ কর্মকর্তা (CIO) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রত্নাকর পট্টনায়েক
(B) বি গোপকুমার
(C) এস এস দুবে
(D) শৈলেশ পাঠক

উত্তর
(A) রত্নাকর পট্টনায়েক

  • রত্নাকর পট্টনায়েক পি আর মিশ্রের স্থলাভিষিক্ত হবেন।

LIC :

  • এটি ভারত সরকারের মালিকানাধীন একটি ভারতীয় পাবলিক সেক্টর জীবন বীমা কোম্পানি।
  • এটি ভারতের বৃহত্তম বীমা কোম্পানির পাশাপাশি বৃহত্তম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী।
  • এটি ১লা সেপ্টেম্বর ১৯৫৬ এ প্রতিষ্ঠিত হয়েছিল।

৩. ডক্টর এস জয়শঙ্কর সম্প্রতি কোন দেশে ভারত দ্বারা তৈরী ‘বুজি ব্রিজ’ উদ্বোধন করেছেন?

(A) মাদাগাস্কার
(B) মোজাম্বিক
(C) তানজানিয়া
(D) কেনিয়া

উত্তর
(B) মোজাম্বিক

  • বুজি ব্রিজ হল একটি 700 মিটার দীর্ঘ ঝুলন্ত সেতু যা বুজি নদীর উপর তৈরী এবং চিবাবাবা এবং মাফাম্বিসে শহরগুলিকে সংযুক্ত করে।
  • প্রকল্পটি মোজাম্বিক সরকারের সহযোগিতায় ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি (NHAI) দ্বারা সম্পাদিত হয়েছিল।

৪. কাজাখস্তানের আস্তানায় এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ভারতের প্রথম স্বর্ণপদক জিতলেন কে?

(A) ডি গুকেশ
(B) ভরলী বেদব্রতে
(C) অরবিন্দ চিতাম্বরম
(D) আমান সেহরাওয়াত

উত্তর
(D) আমান সেহরাওয়াত

  • আমান সেহরাওয়াত প্রতিযোগিতার শেষ দিনে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে পডিয়ামে শীর্ষে ছিলেন।
  • তিনি কিরগিজস্তানের আলমাজ স্মানবেকভকে ৯-৪ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক জিতেছেন।

৫. ভারত কোন দেশে ১০,০০০ মেট্রিক টন গম পাঠানোর জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (WFP) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) ভুটান
(B) আফগানিস্তান
(C) সিরিয়া
(D) শ্রীলংকা

উত্তর
(B) আফগানিস্তান

  • আফগানিস্তানে ভারতের মানবিক সহায়তার অংশ হিসেবে এটি পাঠানো হবে।
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং WFP-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
  • ভারত আফগানিস্তানে WFP-এর জরুরি অপারেশনের অধীনে ৫০,০০০ মেট্রিক টন গম পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

৬. ১৩ই এপ্রিল ২০২৩-এ IS বিন্দ্রা স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কে তার ১০০তম IPL উইকেট নিলেন?

(A) ডেভিড মিলার
(B) আরশদীপ সিং
(C) কাগিসো রাবাদা
(D) সোহেল তানভীর

উত্তর
(C) কাগিসো রাবাদা

  • খেলার পরিপ্রেক্ষিতে তিনি দ্রুততম বোলার হিসেবে এই লক্ষ্যে পৌঁছান।
  • তিনি মাত্র ৬৪তম আইপিএল ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছেন, লাসিথ মালিঙ্গার ৭০তম ম্যাচে তার ১০০ তম উইকেট নিয়েছিলেন।
  • লাসিথ মালিঙ্গা এখন দ্বিতীয় স্থানে রয়েছেন।
  • ভুবনেশ্বর কুমার, IPL এ দ্রুততম ভারতীয় হিসেবে ১০০ উইকেট ছুঁয়েছেন, রিনি সামগ্রিকভাবে তৃতীয় দ্রুততম বোলার।

৭. তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও সম্প্রতি হায়দ্রাবাদের হুসেন সাগর লেকে ড. বি আর আম্বেদকরের কত ফুট লম্বা একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেছেন?

(A) ১৩৫
(B) ১২৫
(C) ১৩০
(D) ১২০

উত্তর
(B) ১২৫

  • এটি বিআর আম্বেদকরের ভারতের সবচেয়ে উঁচু মূর্তি।
  • এটি বুদ্ধ মূর্তির বিপরীতে এবং তেলেঙ্গানা শহীদ স্মৃতিস্তম্ভের পাশে অবস্থিত।
  • বিশালাকার মূর্তিটির ওজন ৪৭৪ টন।
  • মূর্তিটির আর্মেচার স্ট্রাকচার তৈরিতে ৩৬০ টন স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছিল, ১১৪ টন ব্রোঞ্জও মূর্তিটি ঢালাইয়ের জন্য ব্যবহার করা হয়েছিল।

৮. ভারতের সাতলুজ জল বিদ্যুৎ নিগম (SJVN) কোন দেশে ৬৬৯ মেগা ওয়াটের ‘লোয়ার অরুণ হাইড্রো প্রজেক্ট’ তৈরি করতে চলেছে?

(A) নেপাল
(B) শ্রীলংকা
(C) আফগানিস্তান
(D) উগান্ডা

উত্তর
(A) নেপাল

  • ৯০০ মেগাওয়াট অরুণ-III এবং ৬৯৫ মেগাওয়াট অরুণ-IV জলবিদ্যুৎ প্রকল্পের পর অরুণ নদীর উপর এটি তৃতীয় প্রকল্প।
  • তিনটি প্রকল্প শঙ্খুয়াসভা জেলায় নদী থেকে প্রায় ২,৩০০
  • মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।
৯. বিশ্ব শিল্প দিবস কবে পালিত হয়?

(A) ১৫ই এপ্রিল
(B) ১৬ই এপ্রিল
(C) ১৭ই এপ্রিল
(D) ১৮ই এপ্রিল

উত্তর
(A) ১৫ই এপ্রিল

  • ইউনেস্কোর পার্টনার ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ আর্ট, সারা বিশ্বে সৃজনশীল কার্যকলাপের প্রচারের জন্য দিবসটি চালু করেছে।
  • লিওনার্দো দা ভিঞ্চির জন্মদিনে ২০১২ সাল থেকে এই দিনটি পালিত হয়ে আসছে।

১০. নিচের কোন সংস্থা বৃহস্পতি গ্রহের চাঁদে তার মিশন সফলভাবে লঞ্চ করেছে?

(A) European Space Agency
(B) Japan Aerospace Exploration Agency
(C) Indian Space Research Organisation
(D) National Aeronautics and Space Administration

উত্তর
(A) European Space Agency

  • Ariane 5 রকেটটি নির্ধারিত সময় অনুযায়ী ফরাসি গুয়ানার কৌরোতে ESA এর মহাকাশ বন্দর থেকে উৎক্ষেপণ করা হয়েছে।
  • এই প্রজেক্টের নাম ‘জুপিটার আইসি মুনস এক্সপ্লোরার’ (JUICE)।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button