Daily Current Affairs in BengaliCurrent Affairs

16-18th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

16-18th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৬-২৮ই এপ্রিল – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16-18th April Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 13th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩ এর কোন সংস্করণ মণিপুরে অনুষ্ঠিত হয়েছে?

(A) ৫৮
(B) ৬০
(C) ৫৯
(D) ৬১

উত্তর
(C) ৫৯

  • রাজস্থানের নন্দিনী গুপ্তা ১৬ই এপ্রিল ২০২৩-এ ৫৯তম ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩-এর মুকুট পরেছিলেন।
  • দিল্লির শ্রেয়া পুঞ্জাকে ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩-এর প্রথম রানার আপ ঘোষণা করা হয়েছিল এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছিলেন।
  • ২০২২ সালের মিস ইন্ডিয়া বিজয়ী হয়েছিলেন কর্ণাটকের সিনি শেঠি।

২. মহারাষ্ট্র সরকার কর্তৃক ২০২২ সালের মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে ভূষিত হলেন কে?

(A) রশ্মি শুক্লা
(B) ললিত কুমার গুপ্ত
(C) দীপক মোহান্তি
(D) ডাঃ আপাসাহেব ধর্মাধিকারী

উত্তর
(D) ডাঃ আপাসাহেব ধর্মাধিকারী

  • ১৯৯৫ সালে ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ প্রবর্তিত হয়েছিল এবং তারপর থেকে মহারাষ্ট্র ও দেশের সামাজিক জীবনে অবদান রেখেছেন এমন অনেক ব্যক্তিকে পুরস্কৃত করা হয়েছে।
  • পুরুষোত্তম লক্ষ্মণ দেশপান্ডে, স্বর কোকিলা লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, বিজ্ঞানী বিজয় ভাটকর, রঘুনাথ মাশেলকর, জয়ন্ত নারলিকার, অনিল কাকোদকর, শিবশাহির বাবাসাহেব পুরন্দরে, সুপরিচিত শিল্পী সুলোচনা জি এবং নানাসাহেব মহারাষ্ট্র ভূষণে ভূষিত হয়েছেন।

৩. ১৭ থেকে ১৯শে এপ্রিল ২০২৩ পর্যন্ত দ্বিতীয় হেলথ ওয়ার্কিং গ্রুপের সভা কোথায় অনুষ্ঠিত হবে?

(A) পাঞ্জাব
(B) গোয়া
(C) কেরালা
(D) মধ্য প্রদেশ

উত্তর
(B) গোয়া

  • ১৯টি G20 সদস্য দেশ, ১০টি আমন্ত্রিত রাষ্ট্র এবং ২২টি আন্তর্জাতিক সংস্থার ১৮০ টিরও বেশি প্রতিনিধি এই সভায় অংশগ্রহণ করবেন।

৪. বাংলাদেশের কোন শহরে ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে?

(A) ঢাকা
(B) খুলনা
(C) রংপুর
(D) কুমিল্লা

উত্তর
(A) ঢাকা

  • এর আগে ১৯৬৫ সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।
  • ১৯৬৪ সালে যশোরে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি।
  • মধ্য-পশ্চিমাঞ্চলীয় শহর চুয়াডাঙ্গায় ১৫ই এপ্রিল ২০২৩ এ সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

৫. সম্প্রতি কারা মন্টে-কার্লো মাস্টার্স ডাবলস শিরোপা জিতেছে?

(A) ও যাবেউর এবং কোকো গাউফ
(B) অ্যাশলে বার্টি এবং এন. কিরগিওস
(C) ইভান ডডিগ এবং অস্টিন ক্রাজিসেক
(D) রাফায়েল নাদাল ও ক্যাসপার রুড

উত্তর
(C) ইভান ডডিগ এবং অস্টিন ক্রাজিসেক

  • ইভান ডোডিগ এবং অস্টিন ক্রাজিসেক জুটি হিসেবে তাদের প্রথম ATP মাস্টার্স ১০০০ মুকুট দখল করেছেন।
  • মন্টে-কার্লো মাস্টার্স হল ফ্রান্সের রোকব্রুন-ক্যাপ-মার্টিন-এ অনুষ্ঠিত পুরুষ পেশাদার খেলোয়াড়দের জন্য একটি বার্ষিক টেনিস টুর্নামেন্ট।

৬. কোন রাজ্য ১৭-১৮ই এপ্রিল, ২০২৩ থেকে G20 স্পেস ইকোনমি লিডারস মিট আয়োজন করতে চলেছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) মেঘালয়
(C) দিল্লী
(D) তামিলনাড়ু

উত্তর
(B) মেঘালয়

  • এই সম্মেলনে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) ছাড়াও মহাকাশ অর্থনীতি সেক্টরের বিভিন্ন স্টার্টআপগুলির প্রদর্শনী থাকবে।

 

৭. সম্প্রতি ফিনল্যান্ডে চালু হওয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক চুল্লির নাম কী?

(A) সাইজওয়েল
(B) ক্যাটেনম
(C) ফেসেনহেইম
(D) ওলকিলুটো 3

উত্তর
(D) ওলকিলুটো 3

  • ফিনল্যান্ডের পরবর্তী প্রজন্মের Olkiluoto 3 পারমাণবিক চুল্লি, ইউরোপের বৃহত্তম পারমাণবিক চুল্লি।
  • Olkiluoto 3 এর ১,৬০০ মেগাওয়াট উৎপাদনের ক্ষমতা রয়েছে এবং ২০০৫ সালে নির্মাণ শুরু হওয়ার পর প্রথমবার ২০২২ সালের সেপ্টেম্বরের শেষের দিকে পূর্ণ শক্তিতে পৌঁছেছে।

৮. আমেরিকার মোটোজিপি স্প্রিন্টের গ্র্যান্ড প্রিক্স জিতলেন কে?

(A) মার্ক মার্কেজ
(B) ভ্যালেন্টিনো রসি
(C) ফ্যাবিও কোয়ার্তারো
(D) ফ্রান্সেসকো বাগনাইয়া

উত্তর
(D) ফ্রান্সেসকো বাগনাইয়া

  • ১৫ই এপ্রিল ২০২৩-এ আমেরিকাস মটোজিপি স্প্রিন্টের গ্র্যান্ড প্রিক্সে জয়লাভ করেছেন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সেস্কো বাগনাইয়া।
  • MotoGP এই বছর ফর্মুলা ওয়ান-স্টাইলের স্প্রিন্ট ফর্ম্যাট চালু করেছে, প্রথম দুটি সংস্করণ দ্রুত এবং ক্ষিপ্ত বিষয়গুলির সাথে।

৯. গ্রুপ অফ সেভেন (G7) দেশগুলি ২০৩৫ সালের মধ্যে কার্বন-মুক্ত বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করেছে। G7 এর অন্তর্গত দেশ গুলি কি কি?

(A) ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা
(B) যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা এবং রাশিয়া
(C) যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র
(D) মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকা

উত্তর
(C) যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র

  • ১৬ই এপ্রিল, ২০২৩-এ গ্রুপ অফ সেভেন (G7) দেশগুলি ২০৩৫ সালের মধ্যে কার্বন-মুক্ত বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।
  • পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবও ভারতকে ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ জানিয়ে সম্মেলনে অংশ নিয়েছিলেন।

১০. ভারতের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম লং জাম্প দিয়ে কে এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছে?

(A) শৈলী সিং
(B) দুতি চাঁদ
(C) অঞ্জু ববি জর্জ
(D) পি.টি. উষা

উত্তর
(A) শৈলী সিং

  • শৈলি সিং ভারতের দ্বিতীয় দীর্ঘতম লং জাম্পের রেকর্ড করেছেন।
  • শৈলি সিং ৬.৪৮ মিটার লাফ দিয়ে এশিয়ান গেমসের জন্য যোগ্যতা অর্জন করেছেন।
  • এই লাফটি অঞ্জু ববি জর্জের ৬.৮৩ মিটারের পরে ভারতের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম।

১১. প্রথম গ্লোবাল বৌদ্ধ সম্মেলন কবে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে?

(A) ১৯শে এপ্রিল
(B) ২২শে এপ্রিল
(C) ২১শে এপ্রিল
(D) ২০শে এপ্রিল

উত্তর
(D) ২০শে এপ্রিল

  • ২০শে এপ্রিল, ২০২৩-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন দিল্লিতে ৩-দিনের বৈশ্বিক বৌদ্ধ সম্মেলনের উদ্বোধন করবেন।
  • সামিটে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং এই অঞ্চলের বৌদ্ধ স্থান পরিদর্শন করানো হবে।

১২. মর্যাদাপূর্ণ ম্যালকম আদিশেশিয়া পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে?

(A) উত্সা পট্টনায়েক
(B) বিক্রম শেঠ
(C) শশী থারুর
(D) অরুন্ধতী রায়

উত্তর
(A) উত্সা পট্টনায়েক

  • ম্যালকম আদিশেশিয়া পুরস্কার ভারতের সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি দেয়।
  • ২০২৩ সালের পুরস্কারের প্রাপক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং লেখক উত্সা পাটনায়েক।
  • তিনি বেশ কয়েকটি বই লিখেছেন।

১৩. নারীর ক্ষমতায়নের জন্য ভারত জাতিসংঘের একটি সংস্থাকে কত টাকা দিয়েছে?

(A) ৪.২৯ কোটি টাকা
(B) ৪.০১ কোটি টাকা
(C) ৪.০৯ কোটি টাকা
(D) ৪.১৯ কোটি টাকা

উত্তর
(C) ৪.০৯ কোটি টাকা

  • লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের অগ্রগতির দিকে জাতিসংঘের নারীদের প্রচেষ্টাকে সমর্থন করার লক্ষ্যে এই অনুদান দেওয়া হয়েছে।

১৪. ব্রাজিল প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালের মহিলাদের একক ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন কে?

(A) নিথ্যা শ্রী সুমথি
(B) কারিনা সুটের-এরাত
(C) লিয়ানি রাত্রি ওকটিলা
(D) হেলে সোফি সাগয়

উত্তর
(A) নিথ্যা শ্রী সুমথি

  • ভারতের নিথ্যা শ্রী সুমাথি সিভান ব্রাজিল প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল-এ জোড়া স্বর্ণপদক জিতেছেন।১৮ বছর বয়সী নিথ্যা মহিলাদের একক বিভাগের ফাইনালে পেরুর গিউলিয়ানা পোভেদা ফ্লোরেসকে হারিয়ে স্বর্ণপদক জিতেছে৷

    প্রমোদ ভগত এবং সুকান্ত কদমও পুরুষদের ডাবলসে কোরিয়ান জু ডংজায়ে এবং শিন কিয়ং হাওয়ানকে হারিয়ে সোনা জিতেছেন।

১৫. কোন মন্ত্রণালয় চিন্তন শিবিরের আয়োজন করে?

(A) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
(B) পররাষ্ট্র মন্ত্রণালয়
(C) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
(D) অর্থ মন্ত্রণালয়

উত্তর
(C) স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়:

  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA) অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গার্হস্থ্য নীতি রক্ষণাবেক্ষণের জন্য দায়ী ভারত সরকারের অন্যতম প্রধান মন্ত্রক।
  • মন্ত্রকের নেতৃত্বে রয়েছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন সিনিয়র সদস্য।

১৬. Nike, Adidas এর মতো বড় বড় ব্রান্ডের জুতোর নির্মাতা Pou Chen কর্পোরেশন ভারতে কত টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেছে?

(A) ২৮১ মিলিয়ন ডলার
(B) ১৮১ মিলিয়ন ডলার
(C) ৩৮১ মিলিয়ন ডলার
(D) ৮১ মিলিয়ন ডলার

উত্তর
(A) ২৮১ মিলিয়ন ডলার

  • Nike এবং Adidas এর মতো ব্র্যান্ডের জুতা প্রস্তুতকারক তাইওয়ান-ভিত্তিক পাউ চেন কর্পোরেশন ভারতে প্রায় ২৮১ মিলিয়ন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা ঘোষণা করেছে।

১৭. কোন শহর ২০২৩ মেন্’স হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে?

(A) মুম্বাই
(B) হায়দ্রাবাদ
(C) নতুন দিল্লি
(D) চেন্নাই

উত্তর
(D) চেন্নাই

  • ২০২৩ সালের পুরুষদের হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের চেন্নাইয়ে আয়োজিত হবে।
  • এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং ভারত ২০১১ এবং ২০১৬ সালে দুইবার টুর্নামেন্ট জিতেছে।

১৮. ইন্ডিয়া স্টিল ২০২৩ কোথায় অনুষ্ঠিত হবে?

(A) নতুন দিল্লি
(B) কলকাতা
(C) ব্যাঙ্গালোর
(D) মুম্বাই

উত্তর
(D) মুম্বাই

  • ইস্পাত মন্ত্রক ১৯-২১শে এপ্রিল, ২০২৩ পর্যন্ত মুম্বাইতে ইন্ডিয়া স্টিল ২০২৩ নামক একটি বড় আন্তর্জাতিক প্রদর্শনী এবং সম্মেলন আয়োজন করতে চলেছে।
  • অনুষ্ঠানটি ইস্পাত শিল্পের স্টেকহোল্ডারদের একত্রিত হওয়ার এবং সেক্টর সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার একটি সুযোগ হবে।

১৯. কোন দেশ বিশ্বের বৃহত্তম মাদক-রাষ্ট্রে পরিণত হয়েছে?

(A) আফগানিস্তান
(B) কলম্বিয়া
(C) মেক্সিকো
(D) সিরিয়া

উত্তর
(D) সিরিয়া

  • সিরিয়াকে বিশ্বের বৃহত্তম ড্রাগস্ উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে।
  • সিরিয়া মধ্যপ্রাচ্যের এশিয়ার একটি দেশ।
  • সিরিয়ার রাজধানী দামাস্কাস।

২০. কোন ব্যাঙ্ক সেখর রাওকে অন্তর্বর্তীকালীন CEO নিযুক্ত করেছে?

(A) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) অ্যাক্সিস ব্যাঙ্ক
(C) কর্ণাটক ব্যাঙ্ক
(D) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

উত্তর
(C) কর্ণাটক ব্যাঙ্ক

  • পূর্ববর্তী CEO, মহাবালেশ্বরা MS, ৩১ শে মার্চ, ২০২৩-এ চার দশকেরও বেশি সময় ধরে ব্যাঙ্কে সেবা করার পরে অবসর নেওয়ার পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
  • সেখর রাও এর আগে ব্যাঙ্কের চিফ জেনারেল ম্যানেজার ছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button