Current AffairsCurrent Topics

আইপিএল ২০২১। IPL 2021 – Facts, Stats and More

IPL 2021 : Facts, Stats and More

আইপিএল ২০২১ | IPL 2021

প্রিয় পাঠকরা,বাংলা কুইজের পক্ষ থেকে দেয়া রইল আইপিএলের ১৪ তম সংকলন আইপিএল ২০২১ (IPL 2021 ) সম্পর্কিত কিছু তথ্য।

কোরোনার প্রকোপ কিছুটা কমায় ৯ ই এপ্রিল ২০২১ ভারতে  শুরু হয়েছে আইপিএল ২০২১। কিন্তু কিছু খেলোয়াড় টুর্নামেন্ট চলাকালীন করোনাতে আক্রান্ত হওয়ায় মাঝ পথেই বন্ধ করতে হয় আইপিএল । এরপর বহু  প্রতীক্ষা ও চর্চার  পর ১৯ শে সেপ্টেম্বর আইপিএলের বাকি ম্যাচ গুলি শুরু হয় সংযুক্ত আরব আমিরাতে।  ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২১ সম্পর্কে এই লেখা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টে জানিও।

আইপিল ২০২১ এর  জন্য বিসিসিআই লঞ্চ করে থিম সংগ: ‘ইন্ডিয়া কা আপনা মন্ত্র ‘.

ভেন্যু :

করোনা অতিমারির কারণে আইপিএলের ১৪ তম পর্বের প্রথম কিছু ম্যাচ ভারতে অনুষ্ঠিত হলেও পরে বাকি টুর্নামেন্টটি আরব আমিরাতে অনুষ্ঠিত হয় ।
এবারের আইপিএলের শেষভাগের  ম্যাচগুলি খেলা হয় কেবলমাত্র ৩ টি শহরের স্টেডিয়ামে।এগুলি হল :দুবাই, শারজাহ ও আবুধাবি।ভারতের  ম্যাচগুলির  ক্ষেত্রেই মাঠগুলি ছিল দর্শক শূন্য কিন্তু সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ হয়েছিল দর্শকযুক্ত মাঠে ।
১৫ ই অক্টোবর  দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২১ এর ফাইনাল অনুষ্ঠিত হয়।

আইপিএল ২০২০ এবং কিছু রেকর্ডস :

  • রুতুরাজ গায়কোয়াড় : দ্বিতীয়  ব্যাটসম্যান হিসেবে আইপিএলের ইতিহাসে একই টুর্নামেন্টে অরেঞ্জ ক্যাপ ও আইপিএল ট্রফি জিতলেন ।
  • হার্শাল প্যাটেল : আইপিলের একটি সেশনে সর্বোচ্চ উইকেট (৩২ টি ) নেওয়ার রেকর্ড করলেন।
  • মহেন্দ্র সিং ধোনি  : বরিষ্ঠ ক্যাপ্টেন হিসেবে (৪০ বছর ) আইপিএলের ফাইনাল জিতলেন।
  • বিরাট কোহলি  : প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে ৬০০০+ রান করার রেকর্ড করলেন।
  • রুতুরাজ গায়কোয়াড় : উনক্যাপড ভারতীয় প্লেয়ার হিসেবে অরেঞ্জ ক্যাপ অর্জন করলেন ।
  • কলকাতা নাইট রাইডার্স  : আট দলের টুর্নামেন্টে ১ থেকে ৮ পর্যন্ত সমস্ত স্থানে থেকে মরশুম শেষ করার রেকর্ড গড়লো কলকাতা নাইট রাইডার্স।
  • রুতুরাজ গায়কোয়াড় :আইপিলের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে অরেঞ্জ ক্যাপ জিতলেন।

আইপিএল কুইজ । IPL Quiz

সংখ্যায় আইপিএল ২০২০ (Stats):

  • ৮৯ : আইপিএল ২০২১ তে মোট অর্ধশত রানের সংখ্যা।
  • ৫ : আইপিএল ২০২১ তে মোট শতকের সংখ্যা।
  • ৬৮৭: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ তে মোট ৬ এর সংখ্যা।
  • ৩০ (লোকেশ রাহুল ) : আইপিএল ২০২১ তে একটি ব্যাটসম্যানের সর্বোচ্চ ছয় মারার রেকর্ড।
  • ৬৪ (রুতুরাজ গায়কোয়াড়):আইপিএল ২০২১ তে একটি ব্যাটসম্যানের সর্বোচ্চ চার মারার রেকর্ড।
  • ১২৪ (জস বাটলার ) : ২০২১ সালের আইপিলের এক ইনিংসে ব্যাক্তিগত সর্বোচ্চ স্কোর।
  • ১: আইপিএল ২০২১ তে মোট সুপার ওভার সংখ্যা।
  • ৩২: হার্শাল প্যাটেল  (রয়াল চ্যালেঞ্জের ব্যাঙ্গালুরু ) আইপিএল ২০২১ তে সর্বোচ উইকেটের অধিকারী।
  • ৬৩৫: রুতুরাজ গায়কোয়াড় (চেন্নাই সুপার কিংস ) আইপিএল ২০২১ তে সর্বোচ্চ  রান স্কোরার ।

আইপিএল ২০২০। IPL 2020 – Facts, Stats and More

ফাইনাল ও  চ্যাম্পিয়ন :

১৫ ই অক্টোবর  দুবাই এ অনুষ্ঠিত হয় ১৪ তম আইপিএলের ফাইনাল,যেটি ছিল এই সেশনের ৬০ তম তথা শেষ ম্যাচ।
চেন্নাই সুপার কিংস  নবম বারের জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে পৌঁছালেও কলকাতা নাইট রাইডার্সের জন্য এটি ছিল তৃতীয়  আইপিএল ফাইনাল।

IPL 2021 Winner : Chennai Super Kings

মরগানের  অধিনায়কত্বে ফাইনালে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কলকাতা নাইট রাইডার্স ।
ফাফ ডুপ্লেসি ও রুতুরাজ গায়কোয়ারের দুর্দান্ত ব্যাটিং এর দাপটে ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯২ রান করে চেন্নাই সুপার কিংস ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটি ভালো করলেও পরে দ্রুত উইকেট হারাতে থাকে কলকাতা নাইট রাইডার্স।  ফলে ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে  মাত্র ১৬৫ রান করে কলকাতার দল । ২৭ রানে  আইপিএল ২০২১ এর ফাইনাল ম্যাচ জিতে রেকর্ড চতুর্থ  বারের জন্য ইন্ডিয়ান প্রেমিয়ার লীগের চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস

আইপিএলের পুরস্কার তালিকা | IPL Prize Winners List Year Wise

আইপিএল ২০২১ পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা :

IPL 2021 at a Glance

আইপিএল ২০২১ চ্যাম্পিয়ন (IPL 2021 Champions) – চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK)

আইপিএল ২০২১ রানার আপ (IPL 2021 Runner up ) Kolkata Knight Riders  (Kolkata Knight Riders,KKR)

বেগুনি টুপি (Purple cap)হর্ষল প্যাটেল (Harshal Patel, RCB) ৩২ উইকেট।

কমলা টুপি (Orange Cap)রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad, Chennai Super Kings, CSK ) ৬৩৫ রান।  

মরসুমের উঠতি প্লেয়ার (Emerging Player of the Season) – রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad, CSK)

মরসুমের পারফেক্ট ক্যাচ (Perfect Catch of the Season) – রবি বিশনোই (Ravi Bishnoi, PBKS)

মরসুমে যে খেলা বদলে দিয়েছেন (Game Changer of the Season)– হর্ষল প্যাটেল (Harshal Patel, RCB)

মরসুমের পাওয়ার প্লেয়ার (Power Player of the Season) – ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer, KKR)

আরো দেখে নাও : 

আইপিএল ২০২০। IPL 2020 – Facts, Stats and More

আইপিএলের বিজয়ী দলের তালিকা

আইপিএলের পুরস্কার তালিকা | IPL Prize Winners List Year Wise

আইপিএল কুইজ । IPL Quiz

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button