Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

22nd March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd March Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘World Air Quality Report 2021’ অনুসারে, নিচের কোনটি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর?

(A) বেইজিং
(B) দিল্লী
(C) ইসলামাবাদ
(D) ঢাকা

[spoiler title=”উত্তর : “] (B) দিল্লী

  • ২২শে মার্চ প্রকাশিত Swiss organisation IQAir দ্বারা তৈরি ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট ২০২১ অনুসারে বিশ্বের ১০০টি সবচেয়ে দূষিত শহরের মধ্যে ৬৩টিই ভারতে৷দিল্লি টানা চতুর্থ বছরে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর।
  • বিশ্বের ১১৭টি দেশের ৬,৪৭৫টি শহরের PM2.5 ডেটার উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
[/spoiler]

২. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তার সরকার একটি দুর্নীতিবিরোধী হেল্পলাইন (anti-corruption helpline) নম্বর চালু করবে?

(A) উত্তরাখণ্ড
(B) পাঞ্জাব
(C) উত্তর প্রদেশ
(D) বিহার

[spoiler title=”উত্তর : “] (B) পাঞ্জাব

  • পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘোষণা করেছেন যে তার সরকার ২৩শে মার্চ ২০২২-এ একটি দুর্নীতিবিরোধী হেল্পলাইন নম্বর চালু করবে।
  • এটি জনগণকে ঘুষ চাওয়া বা অন্যান্য অপকর্মে লিপ্ত হওয়ার ভিডিও উল্লিখিত নম্বরে আপলোড করার অনুমতি দেবে।
[/spoiler]

৩. টেনিসে সম্প্রতি কে ২৫ বছর বয়সে তার আকস্মিক অবসর ঘোষণা করেছেন?

(A) ড্যানিয়েল কলিন্স
(B) নাওমি ওসাকা
(C) অ্যাশলে বার্টি
(D) ম্যাডিসন কীস

[spoiler title=”উত্তর : “] (C) অ্যাশলে বার্টি

  • বিশ্বের নং ১ টেনিস খেলোয়াড় অ্যাশলে বার্টি সম্প্রতি ২৫ বছর বয়সে তার আকস্মিক অবসর ঘোষণা করেছেন।
  • তিনি বর্তমানে মহিলাদের একক র‍্যাঙ্কিং-এ বিশ্বের এক নম্বরে রয়েছেন।
[/spoiler]

৪. একাডেমি পুরষ্কারের কোন সংস্করণটি ২৭শে মার্চ, ২০২২ এ অনুষ্ঠিত হতে চলেছে?

(A) ৯৩তম
(B) ৯৬তম
(C) ৯৫তম
(D) ৯৪তম

[spoiler title=”উত্তর : “] (D) ৯৪তম

  • ৯৪তম একাডেমি পুরস্কার ২৭ মার্চ, ২০২২-এ অনুষ্ঠিত হতে চলেছে৷
  • ‘অস্কার ২০২২’ (একাডেমী পুরস্কার) পুরষ্কার লস অ্যাঞ্জেলেসে ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে।
  • এই পুরষ্কারগুলিকে বিশ্বব্যাপী বিনোদন শিল্পের সর্বোচ্চ সম্মান হিসাবে বিবেচনা করা হয়।
[/spoiler]

৫. সম্প্রতি প্রকাশিত পুরুষদের একক ব্যাডমিন্টন বিশ্ব র‍্যাঙ্কিং-এ লক্ষ্য সেনের স্থান কত?

(A)
(B) ১৫
(C) ১৩
(D) ১১

[spoiler title=”উত্তর : “] (A)

  • অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের রানার্সআপ, লক্ষ্য সেন প্রথমবারের মতো পুরুষদের একক ব্যাডমিন্টন বিশ্ব র‍্যাঙ্কিং-এর শীর্ষ ১০-এ উঠে এসেছেন।
  • তিনি এখন পুরুষদের একক ব্যাডমিন্টনে সর্বোচ্চ র‍্যাঙ্কিংযুক্ত ভারতীয়।
[/spoiler]

৬. ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২২’-এ কে ‘স্পোর্টস আইকন’ পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) হরভজন সিং
(B) সুরেশ রায়না
(C) রোহিত শর্মা
(D) যুবরাজ সিং

[spoiler title=”উত্তর : “] (B) সুরেশ রায়না

  • মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২২-এ সুরেশ রায়নাকে ‘স্পোর্টস আইকন’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
  • তিনি রিয়াল মাদ্রিদের প্রাক্তন খেলোয়াড় রবার্তো কার্লোস, জ্যামাইকান স্প্রিন্টার আসাফা পাওয়েল এবং আরও অনেক কিছু সহ ১৬জন আন্তর্জাতিক ক্রীড়াবিদদের সাথে মনোনীত হন।
  • তিনি প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৬০০০ এবং ৮০০০ রান করেছেন এবং IPL-এ ৫,০০০ রান ছুঁয়েছেন এমন প্রথম ক্রিকেটার।
[/spoiler]

৭. ১৩ তম Fazza International Championships World Para Athletics Grand Prix সম্প্রতি কোন শহরে শুরু হয়েছে?

(A) কায়রো
(B) দুবাই
(C) রিয়াদ
(D) লিমা

[spoiler title=”উত্তর : “] (B) দুবাই

  • ২১শে মার্চ ২০২২ এ দুবাইতে ১৩ তম Fazza International Championships World Para Athletics Grand Prix শুরু হয়েছে।
  • প্যারালিম্পিয়ান ধরমবীরের নেতৃত্বে ২৯ সদস্যের ভারতীয় দল এতে অংশ নিচ্ছে।
  • এতে অংশ নিচ্ছেন ৪৩টি দেশের প্রায় ৫০০জন প্যারা-অ্যাথলেট।
[/spoiler]

৮. কোন প্যারা-অ্যাথলিট সম্প্রতি প্রথম দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, পদ্মভূষণ এ ভূষিত হলেন?

(A) সুন্দর সিং গুর্জার
(B) দেবেন্দ্র ঝাঝারিয়া
(C) সুমিত আন্তিল
(D) মারিয়াপ্পান থাঙ্গাভেলু

[spoiler title=”উত্তর : “] (B) দেবেন্দ্র ঝাঝারিয়া

  • দেবেন্দ্র ঝাঝারিয়া দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ প্রাপ্ত প্রথম প্যারা-অ্যাথলিট হয়েছেন।
  • এথেন্সে ২০০৪ প্যারালিম্পিকে তার প্রথম স্বর্ণ  পদকসহ তিনি অনেক প্যারালিম্পিক পদক জিতেছেন।
  • প্যারা-শুটার অবনী লেখারাও ক্রীড়া বিভাগে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি একই গেমসে দুটি প্যারালিম্পিক পদক জিতেছেন।
[/spoiler]

৯. সম্প্রতি বহুপাক্ষিকতার (multilateralism) উপর জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে কে নিযুক্ত করেছেন?

(A) জয়তী ঘোষ
(B) বিনা আগরওয়াল
(C) রোহিনী পান্ডে
(D) অভিজিৎ সেন

[spoiler title=”উত্তর : “] (A) জয়তী ঘোষ

  • ভারতীয় উন্নয়ন অর্থনীতিবিদ জয়তি ঘোষকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস কার্যকর বহুপাক্ষিকতার উপর একটি নতুন উচ্চ-স্তরের উপদেষ্টা বোর্ডে নিযুক্ত করেছেন।
  • তিনি ম্যাসাচুসেটস আমহার্স্ট বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক।
  • তিনি আগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
[/spoiler]

১০. তালাইমান্নার (শ্রীলঙ্কা) থেকে ধনুসকোডি (ভারত) পর্যন্ত পাল্ক স্ট্রেইট বরাবর সাঁতারে সম্প্রতি কে বিশ্বের সর্বকনিষ্ঠ এবং দ্রুততম মহিলা সাঁতারু হয়েছেন?

(A) শিবানী কাটারিয়া
(B) জিয়া রাই
(C) নিশা মিলেট
(D) শিখা ট্যান্ডন

[spoiler title=”উত্তর : “] (B) জিয়া রাই

  • তিনি ২০ মার্চ ২০২২ এ ২৯ কিমি দূরত্ব ১৩ ঘন্টা ১০ মিনিটে অতিক্রম করেছেন।
  • তিনি ১৩ বছর ১০ মাস বয়সে এই কৃতিত্ব অর্জন করেছেন।
  • রেকর্ডটি এর আগে বুলা চৌধুরীর দখলে ছিল, যিনি ২০০৪ সালে ১৩ ঘন্টা ৫২ মিনিটে এই দূরত্ব সাঁতরেছিলেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button