Daily Current Affairs in BengaliCurrent Affairs

24th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

24th March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৪শে মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th March Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়?

(A) ২২শে মার্চ
(B) ২৪শে মার্চ
(C) ১৮শে মার্চ
(D) ২৩শে মার্চ

উত্তর :
(B) ২৪শে মার্চ

  • ১৮৮২ সালে যেদিন ডাঃ রবার্ট কচ তার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া আবিষ্কারের কথা ঘোষণা করেছিলেন, সেই দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর ২৪শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়।
  • এই দিবসটি বিশ্বজুড়ে যক্ষ্মার প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য পালন করা হয়।
  • বিশ্ব যক্ষ্মা দিবস ২০২২-এর থিম – ‘Invest to End TB. Save Lives.’

২. সম্প্রতি প্রয়াত ম্যাডেলিন আলব্রাইট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা হিসাবে কোন পদে যুক্ত ছিলেন?

(A) Secretary of State
(B) House Minority Leader
(C) Shuttle pilot
(D) Senator

উত্তর :
(A) Secretary of State

  • ম্যাডেলিন আলব্রাইট প্রথম মহিলা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন (Secretary of State)।
  • তিনি ২৩শে মার্চ ২০২২-এ ক্যান্সারে মারা গেছেন।
  • তিনি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
  • ২০১২ সালে, আলব্রাইট মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে ‘Presidential Medal of Freedom’ পান।

৩. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ‘বিপ্লবী ভারত গ্যালারি’-এর উদ্বোধন করেছেন?

(A) রাজনাথ সিং
(B) এস জয়শঙ্কর
(C) নরেন্দ্র মোদি
(D) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

উত্তর :
(C) নরেন্দ্র মোদি

  • প্রধানমন্ত্রী ২৩শে মার্চ ২০২২-এ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিপ্লবী ভারত গ্যালারির উদ্বোধন করেন।
  • গ্যালারিতে স্বাধীনতা সংগ্রামে বিপ্লবীদের অবদান এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তাদের সশস্ত্র প্রতিরোধ প্রদর্শিত হবে।

৪. বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day) কোন দিনটিতে পালিত হল?

(A) ১৪ই মার্চ
(B) ২৩শে মার্চ
(C) ২২শে মার্চ
(D) ১৮ই মার্চ

উত্তর :
(B) ২৩শে মার্চ

  • ১৯৫০ সালের এই দিনে বিশ্ব আবহাওয়া সংস্থা (World Meteorological Organization) প্রতিষ্ঠিত হয়।
  • WMO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে।
  • ২০২২ সালের এই দিনটির থিম হল “Early Warning and Early Action”।

৫. ভারতীয় সেনা এবং এবং কোন দেশের সেনাবাহিনীর মধ্যে সম্প্রতি যৌথ সামরিক মহড়া ‘EX-DUSTLIK’-এর ৩য় সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে?

(A) উজবেকিস্তান
(B) শ্রীলংকা
(C) মরিশাস
(D) সেশেলস

উত্তর :
(A) উজবেকিস্তান

  • ২২ থেকে ৩১শে মার্চ অবদি এই সামরিক মহড়া চলবে।
  • DUSTLIK এর সর্বশেষ সংস্করণটি (দ্বীতিয়) ২০২১ সালের মার্চ মাসে রানিক্ষেতে (উত্তরাখণ্ড) আয়োজিত হয়েছিল।

৬. নিম্নোক্ত ফটোগ্রাফারদের মধ্যে কে সম্প্রতি ১৩তম ‘গ্রীনস্টর্ম গ্লোবাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’-এ জিতেছেন?

(A) রাকায়েত উল করিম রাকিম
(B) জিমি নেলসন
(C) রিচার্ড অ্যাভেডন
(D) মোহাম্মদ রেজা মাসুমী

উত্তর :
(D) মোহাম্মদ রেজা মাসুমী

  • ইরানের মোহাম্মদ রেজা মাসুমি গ্রিনস্টর্ম গ্লোবাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের ১৩তম সংস্করণ জিতেছেন।
  • এটি United Nations Environment Programme (UNEP)-এর সহযোগিতায় আয়োজিত হয়।
  • গ্রীনস্টর্ম গ্লোবাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ডের আয়োজন করেছে গ্রীনস্টর্ম ফাউন্ডেশন এবং ২০২২ সালের থিম হল ‘Restore Green Lineage’।

৭. সেরদার বেরদিমুহামেদো সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন?

(A) ইরান
(B) থাইল্যান্ড
(C) তুর্কমেনিস্তান
(D) কুয়েত

উত্তর :
(C) তুর্কমেনিস্তান

তুর্কমেনিস্তান :

  • অবস্থান : মধ্য এশিয়া
  • মুদ্রা : মানাত
  • রাজধানী : আশখাবাদ

৮. কোন দল সম্প্রতি ICC মহিলা বিশ্বকাপ ২০২২ পয়েন্ট টেবিলে শীর্ষে আছে?

(A) ভারত
(B) দক্ষিণ আফ্রিকা
(C) অস্ট্রেলিয়া
(D) ইংল্যান্ড

উত্তর :
(C) অস্ট্রেলিয়া

  • পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
  • তৃতীয়তে ভারত ও চতুর্থত ওয়েস্ট ইন্ডিজ।

৯. কোন শহরে, “Step-Up to End TB- World TB Day Summit 2022” আয়োজিত হয়েছে?

(A) নয়াদিল্লি
(B) চেন্নাই
(C) মুম্বাই
(D) কোচি

উত্তর :
(A) নয়াদিল্লি

  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া নয়াদিল্লিতে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে “Step-Up to End TB- World TB Day Summit”-এর উদ্বোধন করেছেন।
  • এই সম্মেলনের প্রধান অতিথি উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button