Daily Current Affairs in BengaliCurrent Affairs

22nd March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

22nd March Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২শে মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd March Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. বিশুদ্ধ জলের তাৎপর্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য কোন দিনটিকে বিশ্ব জল দিবস হিসেবে পালন করা হয়?

(A) ২১শে মার্চ
(B) ২৪শে মার্চ
(C) ২৩শে মার্চ
(D) ২২শে মার্চ

[spoiler title=”উত্তর : “] (D) ২২শে মার্চ

  • দিনটির লক্ষ্য হল পানীয় জলের (সুপেয় জল) তাৎপর্য এবং এর সংরক্ষণ সম্পর্কে মানুষকে সচেতন করা।
  • ২০২২ সালের বিশ্ব জল দিবসের থিম হল ‘Groundwater: Making The Invisible Visible’।
  • আনুষ্ঠানিকভাবে বিশ্ব জল দিবসের ধারণাটি ১৯৯২ সালে রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে গৃহীত হয়।
  • দিনটি প্রথম ১৯৯৩ সালে পর্যবেক্ষণ করা হয়েছিল।
[/spoiler]

২. নিম্নোক্তদের মধ্যে কে তার দ্বিতীয় মেয়াদের জন্য গোয়ার মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন?

(A) মনোহর আজগাঁওকর
(B) প্রমোদ সাওয়ান্ত
(C) শ্রী মহারাজা সানজাওবা
(D) শ্রীমতী এম.সি. মেরি

[spoiler title=”উত্তর : “] (B) প্রমোদ সাওয়ান্ত

  • তিনি ২০১৯ সাল থেকে গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • রাজনৈতিক জীবনের বাইরে তিনি একজন আয়ুর্বেদ চিকিৎসকও।

গোয়া :

  • রাজ্যপাল : শ্রী পি.এস. শ্রীধরন পিল্লাই
  • রাজধানী : পানাজি
[/spoiler]

৩. ২য় ভারত-অস্ট্রেলিয়া ভার্চুয়াল সামিট সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কার মধ্যে অনুষ্ঠিত হয়েছে?

(A) স্কট মরিসন
(B) ম্যালকম টার্নবুল
(C) জুলিয়া গিলার্ড
(D) টনি অ্যাবট

[spoiler title=”উত্তর : “] (A) স্কট মরিসন

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মাননীয় স্কট মরিসন ২১শে মার্চ ২০২২-এ দ্বিতীয় ভারত-অস্ট্রেলিয়া ভার্চুয়াল সামিটের আয়োজন করেছিলেন।
  • তারা দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্ক পর্যালোচনা করেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
  • প্রথম ভারত-অস্ট্রেলিয়া ভার্চুয়াল শীর্ষ সম্মেলন ৪ঠা জুন, ২০২০ এ অনুষ্ঠিত হয়েছিল।
[/spoiler]

৪. সম্প্রতি কোন দেশের সাথে ভারতের নবম যৌথ সামরিক মহড়া ‘LAMITIYE-2022’ অনুষ্ঠিত হচ্ছে?

(A) মাদাগাস্কার
(B) সেশেলস
(C) মরিশাস
(D) মালদ্বীপ

[spoiler title=”উত্তর : “] (B) সেশেলস

  • ২২-৩১শে মার্চ ২০২২ পর্যন্ত এই সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।

সেশেলস :

  • প্রেসিডেন্ট : ওয়াভেল রামকালাওয়ান
  • রাজধানী : ভিক্টোরিয়া
  • অবস্থান : পূর্ব আফ্রিকা
[/spoiler]

৫. উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন?

(A) ত্রিবেন্দ্র সিং রাওয়াত
(B) হরিশ রাওয়াত
(C) পুষ্কর সিং ধামি
(D) রাজীব গৌনিহাল

[spoiler title=”উত্তর : “] (C) পুষ্কর সিং ধামি

  • পুষ্কর সিং ধামি ২১শে মার্চ ২০২২-এ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।
  • ২৩ মার্চ ২০২২-এ রাজ্যের ১১ তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ধমি।
  • তিনি এর আগে ২০২১ সালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
  • তিনি ১০ বছর ধরে ‘অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ’-এর (ABVP) সদস্যও ছিলেন।
[/spoiler]

৬. ‘শ্রী ধর্মজীবন গাথা’ গ্রন্থটির রচয়িতা কে?

(A) স্বামী শ্রী মাধবপ্রিয় দাসজী
(B) স্বামী শ্রী ভক্তন্যা দাসজী
(C) স্বামী শ্রী আনন্দপ্রিয়া দাসজী
(D) স্বামী শ্রী মুকুন্দমুনি দাসজী

[spoiler title=”উত্তর : “] (A) স্বামী শ্রী মাধবপ্রিয় দাসজী

  • শাস্ত্রীজি মহারাজের জীবনী ‘শ্রী ধর্মজীবন গাথা’ ২০শে মার্চ ২০২২ এ প্রকাশিত হয়েছিল।
  • এটি আহমেদাবাদে ভব বন্দনা পর্ব উপলক্ষে প্রকাশিত হয়েছিল, যা প্রধানমন্ত্রী মোদী দ্বারা সম্বোধন করা হয়েছিল।
  • গুরুদেব শাস্ত্রীজী মহারাজ প্রাচীন গুরুকুল শিক্ষা ব্যবস্থাকে সমাজে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।
[/spoiler]

৭. সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত ১৯তম সিনিয়র এবং ১৪তম জুনিয়র National Para Powerlifting Championship-এ উত্তর প্রদেশের ক্রীড়াবিদরা কতগুলি পদক জিতেছিল?

(A)
(B)
(C)
(D)

[spoiler title=”উত্তর : “] (D)

  • ভারতীয় প্যারালিম্পিক কমিটির দ্বারা আয়োজিত এই ন্যাশনাল গেমসে ২৪টি রাজ্যের ১৫০ টিরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল।
  • সুমিত কুমার সিনিয়র ৯৭ কেজি বিভাগে সোনা জিতেছেন।
[/spoiler]

৮. প্রতি বছর ২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস পালন করা হয়। কত সালে UNESCO দিবসটি প্রথম শুরু করেছিল?

(A) ১৯৯৭
(B) ২০০৩
(C) ২০০১
(D) ১৯৯৯

[spoiler title=”উত্তর : “] (D) ১৯৯৯

  • প্রতি বছর ২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস পালন করা হয়।
  • ১৯৯৯ সালে প্যারিসে অনুষ্ঠিত UNESCO এর ৩০তম সাধারণ সম্মেলনে দিবসটি প্রথম শুরু করে।
  • দিবসটির উদ্দেশ্য কাব্যিক অভিব্যক্তির মাধ্যমে ভাষাগত বৈচিত্র্যকে সমর্থন করা এবং বিপন্ন ভাষা শোনার সুযোগ বৃদ্ধি করা।
[/spoiler]

৯. বিহার দিবস কবে পালিত হয়?

(A) ২২শে মার্চ
(B) ২৫শে মার্চ
(C) ২৪শে মার্চ
(D) ২৩শে মার্চ

[spoiler title=”উত্তর : “] (A) ২২শে মার্চ

  • বিহার রাজ্য গঠন উপলক্ষে প্রতি বছর ২২শে মার্চ বিহার দিবস পালিত হয়।
  • ২৩শে মার্চ, ১৯১২ সালে ব্রিটিশরা বাংলা থেকে রাজ্যটি তৈরি করেছিল।
  • বিহার দিবস সারা রাজ্যে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়।
  • ২০২২ সালের বিহার দিবসের থিম হল ‘জল, জীবন, হরিয়ালি’।
[/spoiler]

১০. কোন রাজ্য ২৩শে মার্চ সরকারি ছুটি ঘোষণা করেছে?

(A) পাঞ্জাব
(B) গোয়া
(C) উত্তর প্রদেশ
(D) পশ্চিমবঙ্গ

[spoiler title=”উত্তর : “] (A) পাঞ্জাব

  • পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ২৩শে মার্চ শহীদ দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছেন।
  • পাঞ্জাব রাজ্য বিধানসভায় শহীদ ভগৎ সিং এবং বাবাসাহেব আম্বেদকরের মূর্তি স্থাপনের একটি প্রস্তাব পাস করেছে।
  • শহীদ দিবস প্রতি বছর ২৩শে মার্চ স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং, শিবরাম রাজগুরু এবং সুখদেব থাপারকে শ্রদ্ধা জানাতে পালিত হয়। ১৯৩১ সালের এই দিনে ব্রিটিশরা তাদের ফাঁসি দিয়েছিল।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button