20th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
20th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২০শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 16th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন দেশ ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে FIFA Club World Cup আয়োজন করবে?
(A) ফ্রান্স
(B) মরক্কো
(C) ইতালি
(D) স্পেন
- FIFA ঘোষণা করেছে যে মরক্কো পরবর্তী ফুটবল ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে।
- টুর্নামেন্টটি ১-১১ই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- এর আগে ২০১৩ এবং ২০১৪ সালের ক্লাব বিশ্বকাপের আয়োজন করেছিল মরক্কো।
- স্পেনের রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব সর্বোচ্চ ৪ বার কাপ জিতেছে।
২. কোন দিনটিকে আন্তর্জাতিক মানব সংহতি দিবস হিসেবে পালন করা হয়?
(A) ১৯শে ডিসেম্বর
(B) ২২শে ডিসেম্বর
(C) ২১শে ডিসেম্বর
(D) ২০শে ডিসেম্বর
- এটি ২০০৫ সালের বিশ্ব সম্মেলনের সময় জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারা এই দিনটি প্রবর্তিত হয়েছিল।
- ২০২২ সালের থিম হল “Promote solidarity among all and encourage people to work together towards eliminating hunger on a global scale”।
৩. নিম্নোক্তদের মধ্যে কে ব্রিসবেন ২০৩২ অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের CEO হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) গ্যাব্রিয়েলা স্মিথ
(B) সিন্ডি হুক
(C) মোহাম্মদ নুরুল
(D) উইলিয়াম টাকার
- আমেরিকান এক্সিকিউটিভ সিন্ডি হুককে সম্প্রতি ব্রিসবেন ২০৩২ অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের CEO হিসাবে নিযুক্ত করা হয়েছে।
- তিনি বর্তমানে গ্রেট ব্যারিয়ার রিফ ফাউন্ডেশন এবং সিঙ্গাপুর ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক গেমসের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন।
৪. নিম্নোক্তদের মধ্যে কে “The Light We Carry: Overcoming in Uncertain Times” বইটির লেখক?
(A) মিশেল ওবামা
(B) জেনিস হ্যালেট
(C) লুসি ক্যাল্ডওয়েল
(D) দানিয়া কুকাফকা
- মিশেল লাভন রবিনসন ওবামা হলেন একজন আমেরিকান অ্যাটর্নি এবং লেখিকা যিনি ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের First Lady ছিলেন তিনি।
- তিনি আমেরিকার প্রথম আফ্রিকান-আমেরিকান First LAdy ছিলেন।
- তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী।
৫. সম্প্রতি ভারতীয় রেলওয়ের দ্বারা নির্মিত ভারতের দীর্ঘতম Escape Tunnel কোন রাজ্য অবস্থিত?
(A) জম্মু ও কাশ্মীর
(B) হিমাচল প্রদেশ
(C) সিকিম
(D) অরুণাচল প্রদেশ
- ভারতের দীর্ঘতম এস্কেপ টানেলটি ভারতীয় রেলওয়ে দ্বারা ১৫ই ডিসেম্বর ২০২২-এ সম্পন্ন হয়েছে।
- টানেলটির দৈর্ঘ ১২.৮৯ কিলোমিটার।
- জরুরী পরিস্থিতিতে উদ্ধারকাজের সুবিধার্থে এই টানেলটি নির্মিতহয়েছে, যার নাম ‘T-13’।
৬. ২০২২ সালের গ্লোবাল ফুড সিকিউরিটি ইনডেক্সে (GFSI) ভারতের স্থান কত?
(A) ৬৮তম
(B) ৭৭তম
(C) ৬৫তম
(D) ৭৮তম
- ২০২২ সালের গ্লোবাল ফুড সিকিউরিটি ইনডেক্স (GFSI) রিপোর্টটি ২০২২ সালের ডিসেম্বরে ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট দ্বারা প্রকাশিত হয়েছিল।
- ফিনল্যান্ড এই তালিকার শীর্ষে রয়েছে।
৭. খেলো ইন্ডিয়া ওমেন’স টুর্নামেন্টে নিচের কোন খেলাটি প্রথমবারের মতো আয়োজিত হবে?
(A) ট্র্যাক সাইক্লিং
(B) ওয়াটার পোলো
(C) ম্যারাথন সাঁতার
(D) অশ্বারোহী ঘটনা
প্রথম বারের জন্য, Khelo India Women’s Track Cycling Tournament আয়োজিত হবে। [/spoiler]
৮. সম্প্রতি কে কাউন্টার ইনসারজেন্সি ফোর্স কিলোর জেনারেল অফিসার কমান্ডিং (GOC) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?
(A) সঞ্জীব সিং
(B) সঞ্জয় কুমার
(C) গৌরব জয়সওয়াল
(D) মোহিত শেঠ
- জেনারেল অফিসার কমান্ডিং (GOC) হিসাবে মেজর জেনারেল মোহিত শেঠ কাউন্টার-ইন্সরজেন্সি ফোর্স কিলোর কমান্ড গ্রহণ করেছেন।
- তিনি মেজর জেনারেল সঞ্জীব সিং স্ল্যারিয়ার স্থলাভিষিক্ত হলেন।
To check our latest Posts - Click Here