Daily Current Affairs in BengaliCurrent Affairs

20th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

20th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 16th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশ ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে FIFA Club World Cup আয়োজন করবে?

(A) ফ্রান্স
(B) মরক্কো
(C) ইতালি
(D) স্পেন

[spoiler title=’উত্তর ‘ ] (B) মরক্কো

  • FIFA ঘোষণা করেছে যে মরক্কো পরবর্তী ফুটবল ক্লাব বিশ্বকাপ আয়োজন করবে।
  • টুর্নামেন্টটি ১-১১ই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
  • এর আগে ২০১৩ এবং ২০১৪ সালের ক্লাব বিশ্বকাপের আয়োজন করেছিল মরক্কো।
  • স্পেনের রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব সর্বোচ্চ ৪ বার কাপ জিতেছে।
[/spoiler]

২. কোন দিনটিকে আন্তর্জাতিক মানব সংহতি দিবস হিসেবে পালন করা হয়?

(A) ১৯শে ডিসেম্বর
(B) ২২শে ডিসেম্বর
(C) ২১শে ডিসেম্বর
(D) ২০শে ডিসেম্বর

[spoiler title=’উত্তর ‘ ] (D) ২০শে ডিসেম্বর

  • এটি ২০০৫ সালের বিশ্ব সম্মেলনের সময় জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বারা এই দিনটি প্রবর্তিত হয়েছিল।
  • ২০২২ সালের থিম হল “Promote solidarity among all and encourage people to work together towards eliminating hunger on a global scale”।
[/spoiler]

৩. নিম্নোক্তদের মধ্যে কে ব্রিসবেন ২০৩২ অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের CEO হিসাবে নিযুক্ত হয়েছেন?

(A) গ্যাব্রিয়েলা স্মিথ
(B) সিন্ডি হুক
(C) মোহাম্মদ নুরুল
(D) উইলিয়াম টাকার

[spoiler title=’উত্তর ‘ ] (B) সিন্ডি হুক

  • আমেরিকান এক্সিকিউটিভ সিন্ডি হুককে সম্প্রতি ব্রিসবেন ২০৩২ অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমসের CEO হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি বর্তমানে গ্রেট ব্যারিয়ার রিফ ফাউন্ডেশন এবং সিঙ্গাপুর ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ডের সদস্য।
  • আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক গেমসের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছেন।
[/spoiler]

৪. নিম্নোক্তদের মধ্যে কে “The Light We Carry: Overcoming in Uncertain Times” বইটির লেখক?

(A) মিশেল ওবামা
(B) জেনিস হ্যালেট
(C) লুসি ক্যাল্ডওয়েল
(D) দানিয়া কুকাফকা

[spoiler title=’উত্তর ‘ ] (A) মিশেল ওবামা

  • মিশেল লাভন রবিনসন ওবামা হলেন একজন আমেরিকান অ্যাটর্নি এবং লেখিকা যিনি ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের First Lady ছিলেন তিনি।
  • তিনি আমেরিকার প্রথম আফ্রিকান-আমেরিকান First LAdy ছিলেন।
  • তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী।
[/spoiler]

৫. সম্প্রতি ভারতীয় রেলওয়ের দ্বারা নির্মিত ভারতের দীর্ঘতম Escape Tunnel কোন রাজ্য অবস্থিত?

(A) জম্মু ও কাশ্মীর
(B) হিমাচল প্রদেশ
(C) সিকিম
(D) অরুণাচল প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (A) জম্মু ও কাশ্মীর

  • ভারতের দীর্ঘতম এস্কেপ টানেলটি ভারতীয় রেলওয়ে দ্বারা ১৫ই ডিসেম্বর ২০২২-এ সম্পন্ন হয়েছে।
  • টানেলটির দৈর্ঘ ১২.৮৯ কিলোমিটার।
  • জরুরী পরিস্থিতিতে উদ্ধারকাজের সুবিধার্থে এই টানেলটি নির্মিতহয়েছে, যার নাম ‘T-13’।
[/spoiler]

৬. ২০২২ সালের গ্লোবাল ফুড সিকিউরিটি ইনডেক্সে (GFSI) ভারতের স্থান কত?

(A) ৬৮তম
(B) ৭৭তম
(C) ৬৫তম
(D) ৭৮তম

[spoiler title=’উত্তর ‘ ] (A) ৬৮তম

  • ২০২২ সালের গ্লোবাল ফুড সিকিউরিটি ইনডেক্স (GFSI) রিপোর্টটি ২০২২ সালের ডিসেম্বরে ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্ট দ্বারা প্রকাশিত হয়েছিল।
  • ফিনল্যান্ড এই তালিকার শীর্ষে রয়েছে।
[/spoiler]

৭. খেলো ইন্ডিয়া ওমেন’স টুর্নামেন্টে নিচের কোন খেলাটি প্রথমবারের মতো আয়োজিত হবে?

(A) ট্র্যাক সাইক্লিং
(B) ওয়াটার পোলো
(C) ম্যারাথন সাঁতার
(D) অশ্বারোহী ঘটনা

[spoiler title=’উত্তর ‘ ] (A) ট্র্যাক সাইক্লিং
প্রথম বারের জন্য, Khelo India Women’s Track Cycling Tournament আয়োজিত হবে। [/spoiler]

৮. সম্প্রতি কে কাউন্টার ইনসারজেন্সি ফোর্স কিলোর জেনারেল অফিসার কমান্ডিং (GOC) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) সঞ্জীব সিং
(B) সঞ্জয় কুমার
(C) গৌরব জয়সওয়াল
(D) মোহিত শেঠ

[spoiler title=’উত্তর ‘ ] (D) মোহিত শেঠ

  • জেনারেল অফিসার কমান্ডিং (GOC) হিসাবে মেজর জেনারেল মোহিত শেঠ কাউন্টার-ইন্সরজেন্সি ফোর্স কিলোর কমান্ড গ্রহণ করেছেন।
  • তিনি মেজর জেনারেল সঞ্জীব সিং স্ল্যারিয়ার স্থলাভিষিক্ত হলেন।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button