বাংলা ব্যাকরণ

880+ লিঙ্গ পরিবর্তন – সংজ্ঞা, শ্রেণীবিভাগ, নিয়ম উদাহরণ

Gender Change in Bengali PDF

880+ লিঙ্গ পরিবর্তন – সংজ্ঞা, শ্রেণীবিভাগ, নিয়ম উদাহরণ

আজকে আমরা আলোচনা করবো বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় লিঙ্গ পরিবর্তন বা জেন্ডার চেঞ্জ বা লিঙ্গান্তর নিয়ে (Gender Change in Bengali PDF )। এই পোস্টে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন কাকে বলে, লিঙ্গ পরিবর্তনের নিয়মাবলী, শ্রেণীবিভাগ, লিঙ্গ পরিবর্তন তালিকা নিয়ে আমরা আলোচনা করবো।

লিঙ্গের শ্রেণীবিভাগ

বস্তুজগতে প্রাণী বা অপ্রাণীবাচক শব্দকে চিনে নেবার চার ধরণের লক্ষণ বা চিহ্ন থাকায় লিঙ্গকেও চার ভাগে ভাগ করা হয়। এগুলি হল –

  • পুংলিঙ্গ
  • স্ত্রীলিঙ্গ
  • ক্লীবলিঙ্গ
  • উভয়লিঙ্গ।

পুংলিঙ্গ কাকে বলে ?

শব্দের যে লক্ষণ দিয়ে শুধুমাত্র পুরুষ জাতীয় কোনো কিছুকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে।

উদাহরণ – শিক্ষক, বাবা, স্বামী, চাকর, সাহেব ইত্যাদি।

স্ত্রীলিঙ্গ কাকে বলে ?

শব্দের যে লক্ষণ দিয়ে শুধুমাত্র স্ত্রী জাতীয় কোনো কিছুকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে।

উদাহরণ – শিক্ষিকা, মা, বৌ, চাকরানী, বিবি ইত্যাদি।

ক্লীবলিঙ্গ কাকে বলে ?

শব্দের যে লক্ষণ দিয়ে পুরুষ-স্ত্রী কোনো কিছুকে না বুঝিয়ে অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে।

উদাহরণ – সাইকেল, ট্রেন, মোবাইল, টেবিল, চেয়ার ইত্যাদি।

উভয়লিঙ্গ কাকে বলে ?

শব্দের যে লক্ষণ দিয়ে পুরুষ-স্ত্রী উভয়কেই বোঝায় বোঝায় তাকে উভয়লিঙ্গ বলে।

উদাহরণ – শিশু, সন্তান, রাষ্ট্রপতি, মন্ত্রী, রাজ্যপাল ইত্যাদি।

লিঙ্গের শ্রেণীবিভাগ
লিঙ্গের শ্রেণীবিভাগ

লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন

পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গে বা স্ত্রীলিঙ্গ থেকে পুংলিংগে রূপান্তর করাকে লিঙ্গান্তর বলা হয়।

লিঙ্গান্তর করার নিয়মাবলী –

  • (১) পুরুষ বা স্ত্রীবাচক পৃথক শব্দদ্বারা। যেমন—বাবা-মা, রাজা-রানী, ছেলে-মেয়ে ইত্যাদি।
  • (২) পুরুষবাচক শব্দের সঙ্গে বিভিন্ন স্ত্রী প্রত্যয় যোগ করে। যেমন—অনাথ-অনাথা, ছাত্র-ছাত্রী ইত্যাদি।
  • (৩) মূল শব্দের আগে স্ত্রী বা পুরুষ বাচক শব্দ বসিয়ে। যেমন— এঁড়ে বাছুর – বকনা বাছুর , মদ্দা কুকুর-মাদী কুকুর ইত্যাদি।

নিত্য পুংলিঙ্গ : অকৃতদার, বিপত্নীক ইত্যাদি।

নিত্য স্ত্রীলিঙ্গ : সধবা, ললনা ইত্যাদি।

স্ত্রীবাচক শব্দের দ্বারা লিঙ্গান্তর –

স্ত্রীবাচক শব্দের দ্বারা লিঙ্গান্তর তালিকা নিচে দেওয়া রইলো।

নংপুরুষস্ত্রী
গয়লাগয়লা-বৌ
বেনেবেনে-বৌ
এঁড়ে বাছুরবকনা বাছুর
ঘোষঘোষ জায়া
কবিমহিলা কবি
ডাক্তারলেডি ডাক্তার
রায়রায়গিন্নি
চাষিচাষি বৌ
শ্রমিকনারী শ্রমিক
১০মাঝিমাঝি বৌ
১১হুলো বেড়ালমেনি বেড়াল
১২ঠাকুরপোঠাকুরঝি
১৩বেটা ছেলেমেয়ে ছেলে
১৪এঁড়ে গোরুগাই গোরু
১৫ভদ্রলোকভদ্রমহিলা
১৬যাত্রী(পুরুষ)মেয়ে যাত্রী
১৭পুত্র সন্তানকন্যা সন্তান
১৮নাপিতনাপিত বউ
১৯কিশোর বালককিশোরী বালিকা
২০রূপবান পুত্ররূপবতী কন্যা
২১স্নেহময় পিতাস্নেহময়ী মাতা

স্ত্রীবাচক আলাদা শব্দ দ্বারা লিঙ্গান্তর

স্ত্রীবাচক আলাদা শব্দ দ্বারা লিঙ্গান্তর তালিকা নিচে দেওয়া রইলো।

নংপুরুষস্ত্রী
কর্তাগিন্নি
খানাসামাআয়া
চাকরঝি
ছেলেমেয়ে
জনকজননী
ঠাকুরদাঠাকুরমা
দাদাবৌদি
দেওরজা
ননদাইননদ
১০নাতিনাতবৌ
১১পিতামাতা
১২পুত্রকন্যা
১৩পুরুষমহিলা
১৪বরকনে
১৫বরবধূ
১৬বলদগাই
১৭বাপমা
১৮বিদ্বানবিদূষী
১৯বিপত্নীকবিধবা
২০বেয়াইবেয়ান
২১ভাইবোন
২২ভাসুরননদ
২৩ভূতপেত্নী
২৪রাজারাণী
২৫শুকসারি
২৬শ্বশুরশাশুড়ি
২৭সখাসখি
২৮সভাপতিসভানেত্রী
২৯সম্রাটসম্রাজ্ঞী
৩০সাহেবমেম
৩১স্বামীস্ত্রী

‘আ’ যোগে লিঙ্গান্তর

‘আ’ যোগে লিঙ্গান্তর তালিকা নিচে দেওয়া রইলো।

নংপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
অনাথঅনাথা
অশ্বঅশ্বা
অসহায়অসহায়া
আধুনিকআধুনিকা
ওরুণঅরুণা
কনিষ্ঠকনিষ্ঠা
কুশকুশা
কৃপণকৃপণা
কৃপণকৃপণা
১০কৃশকৃশা
১১কোকিলকোকিলা
১২ক্ষীণক্ষীণা
১৩চঞ্চলচঞ্চলা
১৪চপলচপলা
১৫জীবিতজীবিতা
১৬জ্যৈষ্ঠজ্যৈষ্ঠা
১৭তনয়তনয়া
১৮দরিদ্রদরিদ্রা
১৯দীনদীনা
২০দ্বিজদ্বিজা
২১দ্বিতীয়দ্বিতীয়া
২২ধাবমানধাবমানা
২৩নবীননবীনা
২৪নিপুণনিপুণা
২৫পরকীয়পরকীয়া
২৬পূজনীয়পূজনীয়া
২৭পূণ্যতরপুণ্যতরা
২৮প্রবীণপ্রবীণা
২৯প্রাচীনপ্রাচীনা
৩০প্রিয়প্রিয়া
৩১বৃদ্ধবৃদ্ধা
৩২বৈশ্যবৈশ্যা
৩৩মনোরমমনোরমা
৩৪মলিনমলিনা
৩৫মহাশয়মহাশয়া
৩৬মাতুলমাতুলা
৩৭মাননীয়মাননীয়া
৩৮মূর্খমূর্খা
৩৯মৃতমৃতা
৪০রুগ্নরুগ্না
৪১শারদীয়শারদীয়া
৪২শিক্ষিতশিক্ষিতা
৪৩শুভ্রশুভ্রা
৪৪শ্রীযুক্তশ্রীযুক্তা
৪৫সদস্যসদস্যা
৪৬সভ্যসভ্যা
৪৭সরলসরলা
৪৮সুশীলসুশীলা

ই, ঈ যোগে লিঙ্গান্তর

ই, ঈ যোগে লিঙ্গান্তর তালিকা দেওয়া রইলো।

নংপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
অভাগাঅভাগী
কাকাকাকি
কিশোরকিশোরী
কুকুরকুক্কুরী
কুমারকুমারী
খুড়াখুড়ি
খোকাখুকি
খ্যাতনামাখ্যাতনামী
গোপগোপী
১০চন্ডালচন্ডালী
১১চাচাচাচি
১২ছাগছাগি
১৩ছাত্রছাত্রী
১৪ছোঁড়াছুঁড়ি
১৫জ্যাঠাজেঠি
১৬তরুণতরুণী
১৭তাপসতাপসী
১৮দানবদানবী
১৯দেবদেবী
২০দৌহিত্রদৌহিত্রী
২১নটনটী
২২নদনদী
২৩নর্তকনর্তকী
২৪নাগনাগী
২৫নানানানী
২৬নানানানি
২৭পাগলাপাগলি
২৮পাত্রপাত্রী
২৯পিশাচপিশাচী
৩০পিসাপিসি
৩১পুত্রপুত্রী
৩২পেটুকপেটুকী
৩৩বলিয়ানবলিয়ানী
৩৪বিড়ালবিড়ালী
৩৫বিধাতাবিধাত্রী
৩৬বিহঙ্গবিহঙ্গী
৩৭বেটাবেটি
৩৮বৈষ্ণববৈষ্ণবী
৩৯ব্যাঘ্রব্যাঘ্রী
৪০ব্রাহ্মণব্রাহ্মণী
৪১ভাগিনাভাগ্নি
৪২ভেড়াভেড়ি
৪৩ময়ূরময়ূরী
৪৪মানবমানবী
৪৫মামামামি
৪৬মৃগমৃগী
৪৭মেসোমাসি
৪৮মোরগমুরগি
৪৯রাক্ষসরাক্ষসী
৫০শংকরশংকরী
৫১শঙ্করশঙ্করী
৫২শ্বশুরশাশুড়ি
৫৩সিংহসিংহী
৫৪সুন্দরসুন্দরী
৫৫হংসহংসী
৫৬হরিণহরিণী

নি, নী, আনী যোগে লিঙ্গান্তর

নি, নী, আনী যোগে লিঙ্গান্তর তালিকা নিচে দেওয়া রইলো।

নংপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
অনাথঅনাথিনী
অভাগাঅভাগিনী
উন্মাদউন্মাদিনী
কাঙালকাঙালিনী
গোপগোপিনী
গোয়ালাগোয়ালিনী
চণ্ডালচন্ডালিনী
চন্দ্রচন্দ্রানী
চাকরচাকরানী
১০চাতকচাতকিনী
১১চৌধুরীচৌধুরানী
১২জেলেজেলিনি
১৩ঠাকুরঠাকুরানী
১৪ডাক্তারডাক্তারনি
১৫ধোপাধোপানি
১৬নাগনাগিনী
১৭নাতিনাতনি
১৮নাপিতনাপিতানী
১৯পণ্ডিতপণ্ডিতানি
২০পাগলপাগলিনী
২১প্রিয়দর্শীপ্রিয়দর্শিনী
২২বন্দিবন্দিনী
২৩বিদেশিবিদেশিনি
২৪বিহঙ্গবিহঙ্গিনী
২৫ব্রম্ভাব্রহ্মাণী
২৬ভবভবানী
২৭ভিখারিভিখারিনী
২৮ভুজঙ্গভুজঙ্গিনী
২৯মাতুলমাতুলানী
৩০মালিমালিনী
৩১মাস্টারমাস্টারনি
৩২মেথরমেথরানী
৩৩যোগীযোগিনী
৩৪রাজপুতরাজপুতানি
৩৫রুদ্ররুদ্রাণী
৩৬শয়তানশয়তানি
৩৭শিবশিবানী
৩৮শ্বেতাঙ্গশ্বেতাঙ্গিনী
৩৯সঙ্গীসঙ্গিনী
৪০সন্ন্যাসীসন্ন্যাসিনী
৪১সাপসাপিনী

ইনি ও ইনী যোগে লিঙ্গান্তর

ইনি ও ইনী যোগে লিঙ্গান্তর তালিকা দেওয়া রইলো।

নংপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
রজকরজকিনী
ডাকডাকিনী
বাঘবাঘিনী
সাপসাপিনি
পাগলপাগলিনী
হস্তীহস্তিনী
পদ্মপদ্মিনী
ভিখারিভিখারিনী
কাতালকাতালিনী
১০গয়লাগোয়ালিনী
১১বিদেশিবিদেশিনী

ইকা শব্দ যোগে লিঙ্গান্তর

ইকা শব্দ যোগে লিঙ্গান্তর তালিকা দেওয়া রইলো।

নংপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
অধ্যাপকঅধ্যাপিকা
অভিভাবকঅভিভাবিকা
গায়কগায়িকা
গ্রাহকগ্রাহিকা
ঘোষকঘোষিকা
চালকচালিকা
নায়কনায়িকা
পরিচালকপরিচালিকা
পাচকপাচিকা
১০পাঠকপাঠিকা
১১পালকপালিকা
১২প্রচারকপ্রচারিকা
১৩প্রেরকপ্রেরিকা
১৪বালকবালিকা
১৫বাহকবাহিকা
১৬লেখকলেখিকা
১৭শিক্ষকশিক্ষিকা
১৮শ্যালকশ্যালিকা
১৯সম্পাদকসম্পাদিকা
২০সাধকসাধিকা
২১সেবকসেবিকা
২২স্বেচ্ছাসেবকস্বেচ্ছাসেবিকা

ঋ-কারান্ত ঈ যোগে লিঙ্গান্তর

ঋ-কারান্ত ঈ যোগে লিঙ্গান্তর তালিকা দেওয়া রইলো।

নংপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
দাতাদাত্রী
অভিনেতাঅভিনেত্রী
নেতানেত্রী
পাত্রপাত্রী
ক্রেতাক্রেত্রী
হোতাহোত্রী
ভর্তাভর্ত্রী
শ্রোতাশ্রোত্রী
কর্তাকর্ত্রী
১০সবিতাসাবিত্রী
১১প্রণেতাপ্রণেত্রী

বতী, মতী যোগে লিঙ্গান্তর

বতী, মতী যোগে লিঙ্গান্তর তালিকা দেওয়া রইলো।

নংপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
ভগবানভগবতী
দয়াবানদয়াবতী
পুত্রবানপুত্রবতী
রুচিমানরুচিমতী
শক্তিমানশক্তিমতী
আয়ুষ্মানআয়ুষ্মতী
বুদ্ধিমানবুদ্ধিমতী
শ্ৰীমানশ্রীমতী
রুপবানরূপবতী

ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ইনী যোগে লিঙ্গান্তর

ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ইনী যোগে লিঙ্গান্তর তালিকা দেওয়া রইলো।

নংপুংলিঙ্গস্ত্রীলিঙ্গ
অনুগামীঅনুগামিনী
তেজস্বীতেজস্বিনী
পক্ষীপক্ষিণী
বিলাসীবিলাসিনী
রোগীরোগিণী
সন্ন্যাসীসন্ন্যাসিনী
মালীমালিনী
উদাসীউদাসিনী
মেধাবীমেধাবিনী
১০প্ৰতিযোগীপ্রতিযোগিনী
১১দুঃখদুঃখিনী
১২মায়াবীমায়াবিনী
১৩মানীমানিনী
১৪হস্তিহস্তিনী
১৫সহযোগীসহযোগিনী

লিঙ্গ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

লিঙ্গ কাকে বলে ?

যে চিহ্ন দিয়ে পুরুষ, স্ত্রী অথবা পুরুষ-স্ত্রী কোনোটিই নয়, কিংবা স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝায় তাকে লিঙ্গ বলে।

লিঙ্গ কয়প্রকার ও কি কি ?

লিঙ্গ চার প্রকার। এগুলি হল – পুংলিঙ্গ , স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ।

পুংলিঙ্গ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

শব্দের যে লক্ষণ দিয়ে শুধুমাত্র পুরুষ জাতীয় কোনো কিছুকে বোঝায় তাকে পুংলিঙ্গ বলে। যেমন – বাবা, মামা, কাকা, শিক্ষক প্রভৃতি।

স্ত্রীলিঙ্গ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

শব্দের যে লক্ষণ দিয়ে শুধুমাত্র স্ত্রী জাতীয় কোনো কিছুকে বোঝায় তাকে স্ত্রীলিঙ্গ বলে। যেমন – মা, মামী, শিক্ষিকা প্রভৃতি।

ক্লীবলিঙ্গ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

শব্দের যে লক্ষণ দিয়ে পুরুষ-স্ত্রী কোনো কিছুকে না বুঝিয়ে অপ্রাণীবাচক কোনো কিছুকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে। যেমন – টেবিল, চেয়ার প্রভৃতি।

উভয়লিঙ্গ কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

শব্দের যে লক্ষণ দিয়ে পুরুষ-স্ত্রী উভয়কেই বোঝায় বোঝায় তাকে উভয়লিঙ্গ বলে। যেমন – শিশু, সন্তান প্রভৃতি।

নিত্য পুংলিঙ্গ কাকে বলে ?

পুংলিঙ্গ শব্দ যাদের কোনো স্ত্রীলিঙ্গ হয়না তাদের নিত্য পুংলিঙ্গ বলে। যেমন অকৃতদার, বিপত্নীক, কাপুরুষ, পুরােহিত, মৃতদার, কৃতদার, কবিরাজ ইত্যাদি।

নিত্য স্ত্রীলিঙ্গ কাকে বলে ?

স্ত্রীলিঙ্গ শব্দ যাদের কোনো পুংলিঙ্গ হয়না তাদের নিত্য স্ত্রীলিঙ্গ বলে। যেমন বিধবা, সধবা, সতীন, ধাই, এয়াে, অবীরা, দুগ্ধবতী, গর্ভবতী ইত্যাদি।

এরকম আরও কিছু পোস্ট :

১০০০+ এক কথায় প্রকাশ – বাক্য সংকোচন – PDF – বাংলা ব্যাকরণ

৫৫০+ পদ পরিবর্তন তালিকা । পদান্তর । Pod Poriborton – PDF Download

৫৫০+ বিপরীতার্থক শব্দ তালিকা । বিপরীত শব্দ তালিকা – PDF

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।


Download Section

  • File Name: 880+ লিঙ্গ পরিবর্তন – সংজ্ঞা, শ্রেণীবিভাগ, নিয়ম উদাহরণ – বাংলা কুইজ
  • File Size: 4.2 MB
  • No. of Pages: 21
  • Format: PDF
  • Language: Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button