একনজরে ফিফা বিশ্বকাপ ২০২২
টানটান উত্তেজনার মধ্যে সম্পন্ন হল কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২। একজনরে দেখে নেওয়া যাক ফিফা বিশ্বকাপ ২০২২ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
Table of Contents
আয়োজক দেশ | কাতার |
সময় | ১৮ ই নভেম্বর ২০২২ – ১৮ ই ডিসেম্বর ২০২২ |
অংশগ্রহণকারী দল সংখ্যা | ৩২ |
গ্রুপ | ৮ টি |
মোট ম্যাচ | ৬৪ টি |
ম্যাসকট | লায়েব (La’eeb) |
অফিশিয়াল বল | Adidas Al Rihla |
অফিশিয়াল গান | Hayya Hayya (ত্রিনিদাদ কার্ডোনা, ডেভিডো এবং আয়েশা ) |
উদ্বোধনী ম্যাচ আল | বাইত স্টেডিয়াম, কাতার |
ফাইনাল ম্যাচ | লুসাইল আইকনিক স্টেডিয়াম, কাতার |
চ্যাম্পিয়ন | আর্জেন্টিনা |
রানার্স আপ | ফ্রান্স |
তৃতীয় স্থান | ক্রোয়েশিয়া |
চতুর্থ স্থান | মরক্কো |
দেখে নাও : ফিফা বিশ্বকাপ আয়োজক ও বিজেতাদের তালিকা – List of FIFA Hosts and Winners in Bengali :
প্রথম বারের জন্য পুরুষদের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশ : কাতার ।
সংখ্যায় ফিফা বিশ্বকাপ ২০২২
- ৬৪ : মোট ম্যাচ ।
- ১৭২ : মোট গোল ।
- ২৩ : মোট পেনাল্টি ।
- ২ : মোট হ্যাটট্রিক , ( গনসালো রামোস , পর্তুগাল । কিলিয়ান এমবাপে, ফ্রান্স )
- ২ : নিজস্ব গোল ।
- ৮ : সর্বোচ্চ গোল স্কোরার । (কিলিয়ান এমবাপে, ফ্রান্স )
- ৫ : সর্বোচ্চ ম্যান অফ দা ম্যাচ বিজেতা , লিওনেল মেসি (আর্জেন্টিনা ).
- ৮ : ২০২২ সালে ফিফা ওয়ার্ল্ডকাপে গ্রুপ পর্যায়ের খেলায় ড্র হওয়া ম্যাচের সংখ্যা । (রেকর্ড)
- $ ২২০ বিলিয়ন : মোট খরচ ।
দেখে নাও : ফিফা বিশ্বকাপজয়ী দলের তালিকা 2022 – PDF
ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২ এর কিছু রেকর্ড সমূহ
লিওনেল মেসি (আর্জেন্টিনা) : প্রথম খেলোয়াড় যিনি দুটি বিশ্বকাপে সেরা ফুটবলার (গোল্ডেন বল) পুরস্কার অর্জন করলেন ।
এর পাশাপাশি আর্জেন্টিনার লিওনেল মেসি একমাত্র খেলোয়াড় যিনি ৫ টি ভিন্ন বিশ্বকাপে গোলের জন্য অ্যাসিস্ট করেছেন ।
এছাড়াও, সর্বাধিক সংখ্যক বিশ্বকাপ ফুটবল ম্যাচ (২৬ টি), সর্বাধিক সংখ্যক বিশ্বকাপ ম্যাচে অধিনায়কত্ব (১৯ টি), সর্বাধিক গেম টাইম (২৩১৪ মিনিট), সর্বাধিক বার ম্যাচের সেরার শিরোপা (১১ বার) রেকর্ডগুলি নিজের নামে করেছেন লিওনেল মেসি ।
কিলিয়ান এমবাপে (ফ্রান্স) : দ্বিতীয় এবং কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনালে হ্যাটট্রিক করলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে । এর পূর্বে ১৯৬৬-তে ইংল্যান্ডের জিওফ হার্স্টের এই রেকর্ড ছিল।
ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) : পুরুষদের ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে পরপর পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়লেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো ।
দেখে নাও : বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেন্যু | Venue of Important International Games
পেপে (পর্তুগাল) : সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রি- কোয়াটার ফাইনালে গোল করে, প্রবীণতম খেলোয়াড় হিসেবে ফুটবল বিশ্বকাপে গোল করার নজির গড়লেন পর্তুগালের ৩৯ বছরের ফুটবলার পেপে ।
স্টেফানি ফ্রাপার্ট (Stephanie Frappart, France) : প্রথম মহিলা রেফারি হিসাবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়লেন ফরাসি রেফারি স্টেফানি ফ্রাপার্ট ।
মরক্কো : প্রথম আরব-আফ্রিকান দেশ হিসেবে ফিফা বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছালো মরক্কো ।
কাতার : প্রথম বারের জন্য ফিফা বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করলো কাতার । আয়োজক দেশ হওয়ার সুবাদে তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ।
কে কোন পুরস্কার পেলেন ?
চ্যাম্পিয়ন | আর্জেন্টিনা |
রানার্স | ফ্রান্স |
তৃতীয় | ক্রোয়েশিয়া |
চতুর্থ | মরক্কো |
গোল্ডেন বল (টুর্নামেন্টের সেরা ফুটবলার) | লিওনেল মেসি (আর্জেন্টিনা) |
গোল্ডেন বুট (টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা) | কিলিয়ান এমবাপে (ফ্রান্স) |
গোল্ডেন গ্লাভস (টুর্নামেন্টের সেরা গোলকিপার) | এমিলিনো মার্টিনেজ (আর্জেন্টিনা) |
টুর্নামেন্টের সেরা তরুণ উদীয়মান ফুটবলার) | এনজো ফার্নান্ডেজ (আর্জেন্টিনা) |
To check our latest Posts - Click Here