General Knowledge Notes in BengaliNotes

ফিফা বিশ্বকাপজয়ী দলের তালিকা 2022 – PDF

List of FIFA World Cup Winners | PDF

ফিফা বিশ্বকাপজয়ী দলের তালিকা – PDF

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ফিফা বিশ্বকাপজয়ী দলের তালিকা (List of FIFA World Cup Winners ) / ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা । তবে ফিফা বিশ্বকাপজয়ী দলের লিস্ট দেখে নেবার আগে আবার ফিফা সম্পর্কিত কিছু  প্রশ্ন ও উত্তর দেখে নিয়ে।

ফিফা (FIFA ) সম্পর্কিত কিছু  প্রশ্ন ও উত্তর

১. ফিফা (FIFA ) কথাটির পুরো অর্থ কি ?
Fédération Internationale de Football Association

২. ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ?
২১ মে, ১৯০৪ সালে

৩. ফিফার নীতিবাক্য কি?
For the Good of the Game

৪. প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
১৯৩০ সালে উরুগুয়েতে

৫. ফিফার সদর দপ্তর কোথায়?
সুইজারল্যান্ড

৬. ফুটবল বিশ্বকাপ কত সালে শুরু হয় ?
১৯৩০ সালে।

৭. বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত বছর পরপর?
৪ বছর

৮. বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলটি কে করেছেন?
লুসিয়ান লরেন্ট

৯. কোন দেশ সর্বোচ্চবার বিশ্বকাপ জিতেছে?
ব্রাজিল

১০. ফিফার বর্তমান সভাপতি কে ?
জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা

সালবিজয়ী দলরানার – আপআয়োজক দেশ
১৯৩০উরুগুয়েআর্জেন্টিনাউরুগুয়ে
১৯৩৪ইতালিচেকোস্লোভাকিয়াইতালি
১৯৩৮ইতালিহাঙ্গেরিফ্রান্স
১৯৫০উরুগুয়েব্রাজিলব্রাজিল
১৯৫৪পশ্চিম জার্মানিহাঙ্গেরিসুইজারল্যান্ড
১৯৫৮ব্রাজিলসুইডেনসুইডেন
১৯৬২ব্রাজিলচেকোস্লোভাকিয়াচিলি
১৯৬৬ইংল্যান্ডনেদারল্যান্ডসইংল্যান্ড
১৯৭০ব্রাজিলইতালিমেক্সিকো
১৯৭৪পশ্চিম জার্মানিনেদারল্যান্ডসপশ্চিম জার্মানি
১৯৭৮আর্জেন্টিনানেদারল্যান্ডসআর্জেন্টিনা
১৯৮২ইতালিপশ্চিম জার্মানিস্পেন
১৯৮৬আর্জেন্টিনাপশ্চিম জার্মানিমেক্সিকো
১৯৯০পশ্চিম জার্মানিআর্জেন্টিনাইতালি
১৯৯৪ব্রাজিলইতালিমার্কিন যুক্তরাষ্ট্র
১৯৯৮ফ্রান্সব্রাজিলফ্রান্স
২০০২ব্রাজিলজার্মানিজাপান/দক্ষিণ কোরিয়া
২০০৬ইতালিফ্রান্সজার্মানি
২০১০স্পেননেদারল্যান্ডসদক্ষিণ আফ্রিকা
২০১৪জার্মানিআর্জেন্টিনাব্রাজিল
২০১৮ফ্রান্সক্রোয়েশিয়ারাশিয়া
২০২২আর্জেন্টিনাফ্রান্সকাতার
List of FIFA World Cup Winners | PDF

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড নাও ।


Download Section:

  • File Name : ফিফা বিশ্বকাপজয়ী দলের তালিকা – PDF – বাংলা কুইজ
  • File Size: 2 MB
  • Format: PDF
  • No. of Pages: 03

আরও দেখে নাও :

বিভিন্ন খেলাধুলার মাঠের নাম PDF । Different Sports Ground Name

রোনাল্ডো স্পেশাল কুইজ –  Quiz on Cristiano Ronaldo

বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেনু | Venue of Important International Games

বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি


২০২২ সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

এবারের ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হচ্ছে।

জিয়ান্নি ইনফান্তিনো কোন দেশের নাগরিক ?

জিয়ান্নি ইনফান্তিনো ইতালীয় ও সুইস উভয় দেশের নাগরিক।

ফিফার সদস্য দেশ কয়টি?

বর্তমানে ফিফার মোট সদস্য দেশ ২০৯টি ।

বাংলাদেশ ফিফার কততম সদস্য ?

১৮৬ তম

২০২২ সালের ফিফা বিশ্বকাপ জিতে নিল কোন দেশ ?

আর্জেন্টিনা

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button