General Knowledge Notes in BengaliNotes
বিভিন্ন খেলাধুলার মাঠের নাম PDF । Different Sports Ground Name
Field or Ground Names Associated with Sports
বিভিন্ন খেলাধুলার মাঠের নাম PDF
প্রিয় পাঠকেরা, আজকে তোমাদের সাথে শেয়ার করবো বিভিন্ন খেলাধুলার মাঠের নাম ( Field or Ground Names Associated with Sports ) এর তালিকা। “কোন খেলার মাঠের নাম কি” বা “কোন ধরণের মাঠে কোন কোন খেলা হয়ে থাকে” এই টপিকটি থেকে মাঝে মধ্যেই বিভিন্ন ক্যুইজ প্রতিযোগিতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা গুলিতে প্রশ্ন এসেই থাকে।
বিভিন্ন খেলাধুলার মাঠের নামের তালিকা
ক্রমঃ | খেলা | মাঠের নাম |
---|---|---|
১ | টেনিস ব্যাডমিন্টন নেটবল হ্যান্ডবল ভলিবল স্কোয়াশ খো খো কবাডি | কোর্ট |
২ | পোলো ফুটবল হকি ক্রিকেট | ফিল্ড |
৩ | জুডো ক্যারাটে টেইকন্ডো | ম্যাট |
৪ | স্কেটিং বক্সিং | রিং |
৫ | কার্লিং আইস হকি | রিঙ্ক |
৬ | শুটিং তীরন্দাজি | রেঞ্জ |
৭ | বেসবল | ডায়মন্ড |
৮ | গল্ফ | কোর্স |
৯ | সুইমিং | পুল |
১০ | টেবিল টেনিস | বোর্ড |
১১ | ঘোড়া রেসিং | অ্যারেনা |
১২ | সাইকেল চালানো | ভেলোড্রোম |
১৩ | অ্যাথলেটিক্স | ট্র্যাক |
১৪ | বোলস | গ্রিনস |
বিভিন্ন খেলাধুলার মাঠের নামের প্রশ্ন ও উত্তর
আরো দেখে নাও :
- ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ তালিকা – কে কোন খেলার সাথে যুক্ত
- বিভিন্ন খেলায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দ – PDF
- বিভিন্ন খেলাধুলায় খেলোয়াড় সংখ্যা । প্রতি দলে খেলোয়াড় সংখ্যা
- বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি কাপ ও টুর্নামেন্টের তালিকা – PDF
Download Section
- File Name: বিভিন্ন খেলাধুলার মাঠের নাম PDF । Different Sports Ground Name
- No. of Pages: 03
- Format: PDF
- File Size: 1.2 MB
To check our latest Posts - Click Here