এমি অ্যাওয়ার্ড ২০২১ জয়ীদের তালিকা
Emmy Awards 2021 full winners list
এমি অ্যাওয়ার্ড ২০২১ জয়ীদের তালিকা
সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ঘোষণা করা হল ৭৩ তম এমি অ্যাওয়ার্ড ২০২১ (Emmy Awards) এর বিজয়ীদের নাম। টেলিভিশন বা ওয়েব সিরিজের শ্রেষ্ঠকে বেছে নেওয়ার জন্য দেওয়া হয় এমি অ্যাওয়ার্ডস। কোরোনার প্রকোপে গত বছর ভার্চুয়ালি দেওয়া হয়েছিল এই অ্যাওয়ার্ড। এবছর প্যান্ডেমিকের স্রোত নিম্নমুখী হওয়ায় আড়ম্বর করে এমি অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হল। সেড্রিক দ্য এন্টারটেইনার আয়োজিত এই অনুষ্ঠানটি এলএ লাইভের ইভেন্ট ডেকে অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিয়েছে ব্রিটিশ রাজপরিবারের কাহিনী নিয়ে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ক্রাউন’।
দেখে নেওয়া যাক এমি অ্যাওয়ার্ড ২০২১ -এর মূল বিভাগে বিজয়ীদের তালিকা :
বিভাগ | বিজয়ীর নাম |
সেরা ড্রামা সিরিজ | দ্য ক্রাউন |
সেরা কমিডি সিরিজ | টেড লাসো |
সেরা মিনি সিরিজ | দ্য কুইন্স গ্যাম্বিট |
সেরা অভিনেতা (ড্রামা) | জোশ ও’কনর, দ্য ক্রাউন |
সেরা অভিনেত্রী (ড্রামা) | অলিভিয়া কলম্যান, দ্য ক্রাউন |
সেরা অভিনেতা (কমেডি) | জেসন সুদেকিস, টেড লাসো |
সেরা অভিনেত্রী (কমেডি) | জিন স্মার্ট, হ্যাকস |
সেরা সাপোর্টিং অ্যাক্টর (কমেডি) | ব্রেট গোল্ডস্টেইন, টেড লাসো |
সেরা সাপোর্টিং অ্যাক্ট্রেস (কমেডি) | হান্না ওয়েডিংহাম, টেড লাসো |
সেরা সাপোর্টিং অ্যাক্টর (ড্রামা) | টোবিয়াস মেনজিস, দ্য ক্রাউন |
সেরা সাপোর্টিং অ্যাক্ট্রেস (ড্রামা) | গিলিয়ান অ্যান্ডারসন, দ্য ক্রাউন |
সেরা অভিনেতা (মিনি সিরিজ) | ইভান ম্যাকগ্রেগর, হ্যালস্টন |
সেরা অভিনেত্রী (মিনি সিরিজ) | কেট উইন্সলেট, মেয়ার অফ ইস্টটাউন |
সেরা সাপোর্টিং অ্যাক্ট্রেস (মিনি সিরিজ) | জুলিয়ান নিকলসন, ময়ার অফ ইস্টটাউন |
সেরা সাপোর্টিং অ্যাক্টর (মিনি সিরিজ) | ইভান পিটার্স, মেয়ার অফ ইস্টটাউন |
সেরা পরিচালক (ড্রামা) | জেসিকা হবস, দ্য ক্রাউন |
সেরা পরিচালক (কমেডি) | লুসিয়া অ্যানিয়েলো, হ্যাকস |
সেরা পরিচালক (মিনি সিরিজ) | স্কট ফ্র্যাঙ্ক, দ্য কুইন্স গ্যাম্বিট |
আরো দেখে নাও : ৬৩তম রমন ম্যাগসেসে পুরস্কার ২০২১ – বিজয়ীদের তালিকা
বাংলার জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার ২০২১ । ৬৬তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস – PDF
২০২১ সালে পুলিৎজার পুরস্কার পেলেন মেঘা রাজাগোপালান
অ্যাকাডেমি পুরস্কার (অস্কার ) ২০২১ -পিডিএফ
13th – 15th September Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
ICC দশকের সেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড।The ICC Awards of the Decade
চ্যাম্পিয়নস লিগ(Champions League) চ্যাম্পিয়ন হল চেলসি
10th – 12th September Current Affairs Quiz 2021 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
To check our latest Posts - Click Here
download korar jonno kono korun