5th November Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৫ই নভেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th November Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 4th November Current Affairs Quiz 2023 – Bengali
১. কোন কোম্পানির সাথে SBI লাইফস্টাইল-কেন্দ্রিক ক্রেডিট কার্ড চালু করার জন্য সম্প্রতি চুক্তি করেছে?
(A) HDFC Bank
(B) Yes Bank
(C) Reliance Retail
(D) LIC
SBI লাইফস্টাইল-কেন্দ্রিক ক্রেডিট কার্ড চালু করার জন্য সম্প্রতি Reliance Retail এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে ।
২. সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন?
(A) সবরীমালা মন্দির ট্রাস্ট
(B) শ্রী জগন্নাথ মন্দির ট্রাস্ট
(C) ইসকন ট্রাস্ট
(D) সোমনাথ ট্রাস্ট
- শ্রী সোমনাথ ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেয়াদ পাঁচ বছর বাড়ানো হয়েছে।
- তৎকালীন চেয়ারম্যান এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেশুভাই প্যাটেলের মৃত্যুর পর ২০২১ সালের জানুয়ারিতে মোদীকে ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল।
৩. ভারতে ইলেকট্রনিক ব্যাঙ্ক গ্যারান্টি প্ল্যাটফর্ম দেওয়া প্রথম বিদেশী ব্যাঙ্ক হল –
(A) Standard Chartered
(B) Citi Bank
(C) DBS Bank
(D) HSBC Bank
HSBC ইন্ডিয়া, ট্রেড ফাইন্যান্সের ডিজিটাইজেশনের সুবিধার্থে ইলেকট্রনিক ব্যাঙ্ক গ্যারান্টি (E-BG) পরিষেবা চালু করেছে।
৪. কোন রাজ্য “ডাঃ পুনীত রাজকুমার হৃদয় জ্যোতি যোজনা” চালু করেছে?
(A) কর্ণাটক
(B) তামিলনাড়ু
(C) তেলেঙ্গানা
(D) কেরালা
হঠাৎ হার্ট অ্যাটাক এবং কার্ডিয়াক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের অবিলম্বে সহায়তা প্রদানের জন্য কর্ণাটক স্বাস্থ্য বিভাগ ডাঃ পুনীত রাজকুমার হৃদয় জ্যোতি যোজনা শুরু করেছে।
৫. ভারত কোন দেশ থেকে সম্প্রতি ‘S-400 এয়ার ডিফেন্স মিসাইল স্কোয়াড্রন’ কিনেছে?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ফ্রান্স
(C) ইসরাইল
(D) রাশিয়া
ভারত রাশিয়ার কাছ থেকে সম্প্রতি ‘S-400 এয়ার ডিফেন্স মিসাইল স্কোয়াড্রন’ কিনেছে । ভারত তিনটি ‘S-400 এয়ার ডিফেন্স মিসাইল স্কোয়াড্রন’ পাকিস্তান ও চীন সীমান্তে স্থাপনা করেছে ।
৬. কালাদান মাল্টি-মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট (KMTTP) কলকাতা সমুদ্রবন্দরকে কোন দেশের সাথে সংযুক্ত করতে চলেছে ?
(A) মায়ানমার
(B) কম্বোডিয়া
(C) থাইল্যান্ড
(D) বাংলাদেশ
কালাদান মাল্টি-মোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট (KMTTP) এর লক্ষ্য সমুদ্রপথে মায়ানমারের রাখাইন রাজ্যের সিত্তওয়ে সমুদ্রবন্দরের সাথে কলকাতার সমুদ্রবন্দরকে সংযুক্ত করা।
৭. কোন ইউরোপীয় দেশ ২০২৪ থেকে তার ‘গোল্ডেন ভিসা উদ্যোগ’ বন্ধ করার ঘোষণা করেছে ?
(A) ডেনমার্ক
(B) ফ্রান্স
(C) নেদারল্যান্ড
(D) বেলজিয়াম
নেদারল্যান্ড ২০১৩ সালে ডাচ গোল্ডেন ভিসা উদ্যোগ চালু করেছিল। সম্প্রতি নেদারল্যান্ড ঘোষণা করেছে যে ২০২৪ থেকে নেদারল্যান্ড এই ভিসা উদ্যোগ বন্ধ করতে চলেছে ।
৮. ভারতের প্রথম ল্যাভেন্ডার ফার্মটি কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চলে নির্মিত হয়েছে?
(A) উত্তরাখণ্ড
(B) সিকিম
(C) জম্মু ও কাশ্মীর
(D) হিমাচল প্রদেশ
জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার চাল্লা গ্রামে ভারতের প্রথম ল্যাভেন্ডার ফার্ম তৈরি হচ্ছে। এটি কৃষি উৎপাদন ও কৃষক কল্যাণ বিভাগের মালিকানাধীন দুই হেক্টর জমি জুড়ে বিস্তৃত।
৯. বিশ্ব সুনামি সচেতনতা দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) নভেম্বর ৪
(B) নভেম্বর ৫
(C) নভেম্বর ৬
(D) নভেম্বর ৭
২০১৫ সালে ৫ নভেম্বর দিনটিকে বিশ্ব সুনামি সচেতনতা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ।
To check our latest Posts - Click Here