Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4.6/5 - (56 votes)

4th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 3rd February Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশ আন্তর্জাতিক সৌর জোটের সর্বশেষ সদস্য হয়েছে?

(A) কঙ্গো
(B) ঘানা
(C) কোমোরোস
(D) শ্রীলংকা

উত্তর
(A) কঙ্গো

 • ভারত ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কঙ্গো প্রজাতন্ত্রকে আন্তর্জাতিক সৌর জোটে (ISA) স্বাগত জানিয়েছে।
 • কঙ্গো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত রেমন্ড সার্জ বেল ভারতীয় কর্মকর্তাদের উপস্থিতিতে আন্তর্জাতিক সৌর জোট ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষর করেছেন।

২. মর্গ্যান স্ট্যানলি ইন্ডিয়ার নতুন দেশপ্রধান হিসেবে কে নিযুক্ত হলেন?

(A) সঞ্জয় শাহ
(B) নীরব মেহতা
(C) অরুণ কোহলি
(D) রিদম দেশাই

উত্তর
(C) অরুণ কোহলি

 • মর্গ্যান স্ট্যানলি কোম্পানি অরুণ কোহলিকে ভারতের নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেছেন।

মর্গ্যান স্ট্যানলি :

 • CEO : জেমস পি গোরম্যান
 • সদর দপ্তর: নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র

৩. সম্প্রতি, একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, কে.ভি. তিরুমলেশ প্রয়াত হয়েছেন। তিনি কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন?

(A) শাস্ত্রীয় নৃত্য
(B) রাজনীতি
(C) খেলাধুলা
(D) লেখা

উত্তর
(D) লেখা

 • প্রখ্যাত কন্নড় লেখক এবং সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত কে.ভি. তিরুমলেশ সম্প্রতি হায়দ্রাবাদে প্রয়াত হয়েছেন।
 • কন্নড় ভাষায় অক্ষয় কাব্য (২০১০) কবিতার সংকলনের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

৪. পারমাণবিক টারবাইনের জন্য গুরুত্বপূর্ণ ঘূর্ণায়মান যন্ত্রাংশ সরবরাহ করার জন্য প্রথম ভারতীয় কোম্পানি হিসেবে অনুমোদন পেলো কোন কোম্পানি?

(A) টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি
(B) ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং কোম্পানি
(C) লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড
(D) আজাদ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড

উত্তর
(D) আজাদ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড

 • আজাদ ইঞ্জিনিয়ারিং হল ভারতের পারমাণবিক টারবাইনের যন্ত্রাংশের প্রথম সরবরাহকারী।
 • এটি পারমাণবিক টারবাইনের যন্ত্রাংশ সরবরাহের জন্য জেনারেল ইলেকট্রিক (GE) স্টিম পাওয়ারের সাথে একটি দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে।

৫. কোন দেশ সম্প্রতি তার নোট থেকে ব্রিটিশ রাজতন্ত্র অপসারণের ঘোষণা করেছে?

(A) মিশর
(B) অস্ট্রেলিয়া
(C) কেনিয়া
(D) ফিজি

উত্তর
(B) অস্ট্রেলিয়া

 • অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে এটি তার ব্যাঙ্কনোট থেকে ব্রিটিশ রাজকে মুছে ফেলবে।
 • প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি ৫ ডলারের নোট থেকে সরিয়ে দেবে অস্ট্রেলিয়া।

৬. বিশ্ব ক্যান্সার দিবস কোন দিনটিতে পালিত হয়?

(A) ৪ঠা ফেব্রুয়ারি
(B) ২১শে এপ্রিল
(C) ৮ই মার্চ
(D) ১লা ডিসেম্বর

উত্তর
(A) ৪ঠা ফেব্রুয়ারি

 • বিশ্ব ক্যান্সার দিবস হল একটি আন্তর্জাতিক দিবস যা ৪ঠা ফেব্রুয়ারি ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত হয়।
 • বিশ্ব ক্যান্সার দিবস ২০০৮ সালে চালু হয়েছিল।
 • ২০২৩ সালের থিম হল “Close the care Gap: Uniting our voices and taking action”।

৭. কোন দেশের প্রধান বিচারপতিকে ভারতের সুপ্রিম কোর্টের ৭৩তম বার্ষিকীতে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল?

(A) মায়ানমার
(B) ইন্দোনেশিয়া
(C) বাংলাদেশ
(D) সিঙ্গাপুর

উত্তর
(D) সিঙ্গাপুর

 • সিঙ্গাপুরের প্রধান বিচারপতি সুন্দরেশ মেনন ভারতের সুপ্রিম কোর্টের ৭৩ তম প্রতিষ্ঠা দিবসের জন্য বক্তৃতা দিয়েছেন৷
 • বিচারপতি সুন্দরেশ মেনন ২০১২ সাল থেকে সিঙ্গাপুরের চতুর্থ প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
 • ভারতের সুপ্রিম কোর্ট ২৮শে জানুয়ারী, ১৯৫০-এ ভারতের ফেডারেল কোর্টের স্থলাভিষিক্ত হয়।
 • বিচারপতি হরিলাল জেকিসুন্দাস কানিয়া ছিলেন ভারতের প্রথম প্রধান বিচারপতি।

৮. মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত ইসলাম নগর গ্রামের নাম পরিবর্তন করে জগদীশপুর রাখা হয়েছে?

(A) রাজগড়
(B) মোরেনা
(C) বিদিশা
(D) ভোপাল

উত্তর
(D) ভোপাল

 • ইসলাম নগর গ্রামটি ভোপাল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত এবং একটি দুর্গের জন্য বিখ্যাত।
 • একজন আফগান সৈনিক দোস্ত মোহাম্মদ খান ১৭২৪ সালে  ভোপাল প্রতিষ্ঠা করেছিল এবং এরপর জগদীশপুরে তার রাজধানী স্থাপন করে এর নামকরণ করেছিলেন ইসলাম নগর।
 • রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নামও পরিবর্তন করে রাখা হয়েছে অমৃত উদ্যান।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button
error: Alert: Content is protected !!

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker