Daily Current Affairs in BengaliCurrent Affairs

27th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

27th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৭শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 26th February Current Affairs Quiz 2023 –  Bengali –  কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. উত্তর পূর্বের প্রথম কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট কোন রাজ্যে হতে চলেছে ?

(A) ত্রিপুরা
(B) মণিপুর
(C) আসাম
(D) নাগাল্যান্ড

[spoiler title=’উত্তর ‘ ] (C) আসাম
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ২৬শে ফেব্রুয়ারী ২০২৩ এ , আসামের কামরুপ জেলার সোনাপুরে উত্তর-পূর্ব ভারতের প্রথম সংকুচিত বায়োগ্যাস প্লান্ট প্রকল্পের উদ্বোধন করেন। [/spoiler]

২. সামরিক মহড়া Desert Flag VIII কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?

(A) ফ্রান্স
(B) ওমান
(C) ভারত
(D) সংযুক্ত আরব আমিরাত

[spoiler title=’উত্তর ‘ ] (D) সংযুক্ত আরব আমিরাত
ভারতীয় বায়ুসেনা এই সামরিক মহড়াতে অংশগ্রহণ করছে । [/spoiler]

৩. সরকার প্রথমবারের মতো সন্থ সেবালাল মহারাজ জয়ন্তী উদযাপন করছে। সন্থ সেবালাল মহারাজ কোন সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা ছিলেন?

(A) বানজারা
(B) ভীল
(C) সাঁওতাল
(D) কোল

[spoiler title=’উত্তর ‘ ] (A) বানজারা
বানজারা সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা সন্ত সেবালাল মহারাজের ২৮৪ তম জন্মবার্ষিকী পালন করা হবে। [/spoiler]

৪. সম্প্রতি ৪ দিনের ভ্রুমনে ভারতে আসা ফ্রেডরিক আন্দ্রে কোন দেশের যুবরাজ?

(A) সুইজারল্যান্ড
(B) ক্রোয়েশিয়া
(C) ডেনমার্ক
(D) নেদারল্যান্ডস

[spoiler title=’উত্তর ‘ ] (C) ডেনমার্ক

  • ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক আন্দ্রে হেনরিক ক্রিশ্চিয়ান এবং ক্রাউন প্রিন্সেস, মেরি এলিজাবেথ চারদিনের সফরে ২৬ ফেব্রুয়ারি ২৩ তারিখে ভারতে এসেছেন ।
  • গত বিশ বছরে এটি ডেনিশ রাজপরিবারের প্রথম ভারত সফর।
  • সফরকালে যুবরাজ ভারতের ভাইস প্রেসিডেন্ট ধনখার এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন।

 

[/spoiler]

৫. প্রথম কোন রাজ্যে, প্রাত্যহিক আচার-অনুষ্ঠান সম্পাদনের জন্য একটি মন্দিরে দেবতার উদ্দেশে রোবট হাতি উৎসর্গ করা হয়েছে ?

(A) হিমাচল প্রদেশ
(B) কেরালা
(C) রাজস্থান
(D) আসাম

[spoiler title=’উত্তর ‘ ] (B) কেরালা

  • কেরালার ত্রিশুর জেলার ইরিঞ্জাদাপল্লী শ্রী কৃষ্ণ মন্দিরকে এই রোবোটিক হাতি উপহার দিয়েছে পেটা ইন্ডিয়া ।
  • এই যান্ত্রিক হাতির উচ্চতা সাড়ে দশ ফুট এবং ওজন ৮০০ কেজি ।
  • হাতিতে চড়তে পারবেন চারজন।
  • হাতির মাথা, চোখ এবং কান সবই বৈদ্যুতিকভাবে চালিত হবে ।
[/spoiler]

৬. মহিলা ক্রিকেটে, কোন দেশ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠবারের মতো ICC T20 বিশ্বকাপ ট্রফি জিতে নিয়েছে ?

(A) পাকিস্তান
(B) শ্রীলংকা
(C) বাংলাদেশ
(D) অস্ট্রেলিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (D) অস্ট্রেলিয়া

ফাইনাল ম্যাচে, অস্ট্রেলিয়া কেপটাউনের এক ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে পরাজিত করে।

দেখে নাও : বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেন্যু তালিকা

[/spoiler]

৭. ১৪৫ টি বিমান যোদ্ধা নিয়ে গঠিত ভারতীয় বিমান বাহিনীর একটি দল কোন দেশে কোবরা ওয়ারিয়র অনুশীলনে অংশগ্রহণ করতে চলেছে ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) সংযুক্ত আরব আমিরাত
(C) ফ্রান্স
(D) যুক্তরাজ্য

[spoiler title=’উত্তর ‘ ] (D) যুক্তরাজ্য

এটি একটি বহুপাক্ষিক বিমান মহড়া যাতে ফিনল্যান্ড, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরও অংশগ্রহণ করছে।

দেখে নাও : কোন দেশের সাথে ভারতের সামরিক মহড়া কি নামে পরিচিত – Click Here 

[/spoiler]

৮. ২৭ ফেব্রুয়ারী ২০২৩ -এ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদ্ম আকৃতির টার্মিনাল সহ কোন বিমানবন্দর উদ্বোধন করেছেন ?

(A) বেরেলি বিমানবন্দর
(B) সারান বিমানবন্দর
(C) শিবমোগা বিমানবন্দর
(D) ধুবরি বিমানবন্দর

[spoiler title=’উত্তর ‘ ] (C) শিবমোগা বিমানবন্দর

  • কর্ণাটকে ঝাঁ চকচকে এক বিমানবন্দর উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi )।
  • আজ পদ্ম আকৃতির শিবমোগা বিমানবন্দরের উদ্বোধন করলেন তিনি।
  • প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং প্রহ্লাদ জোশীর মতো কেন্দ্রের মন্ত্রীরা।
[/spoiler]

৯. ইউএস চেম্বার্স অফ কমার্স দ্বারা প্রকাশিত আন্তর্জাতিক আইপি সূচকে ৫৫টি শীর্ষস্থানীয় বিশ্ব অর্থনীতির মধ্যে ভারতের স্থান কত?

(A) ৪০
(B) ৪৫
(C) ৪২
(D) ৫৫

[spoiler title=’উত্তর ‘ ] (C) ৪২
US Chambers of Commerce দ্বারা প্রকাশিত Intellectual property (IP) ইনডেক্সে ভারতের স্থান ৪২তম । [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button