27th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
27th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৭শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 26th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. উত্তর পূর্বের প্রথম কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট কোন রাজ্যে হতে চলেছে ?
(A) ত্রিপুরা
(B) মণিপুর
(C) আসাম
(D) নাগাল্যান্ড
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ২৬শে ফেব্রুয়ারী ২০২৩ এ , আসামের কামরুপ জেলার সোনাপুরে উত্তর-পূর্ব ভারতের প্রথম সংকুচিত বায়োগ্যাস প্লান্ট প্রকল্পের উদ্বোধন করেন। [/spoiler]
২. সামরিক মহড়া Desert Flag VIII কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?
(A) ফ্রান্স
(B) ওমান
(C) ভারত
(D) সংযুক্ত আরব আমিরাত
ভারতীয় বায়ুসেনা এই সামরিক মহড়াতে অংশগ্রহণ করছে । [/spoiler]
৩. সরকার প্রথমবারের মতো সন্থ সেবালাল মহারাজ জয়ন্তী উদযাপন করছে। সন্থ সেবালাল মহারাজ কোন সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা ছিলেন?
(A) বানজারা
(B) ভীল
(C) সাঁওতাল
(D) কোল
বানজারা সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা সন্ত সেবালাল মহারাজের ২৮৪ তম জন্মবার্ষিকী পালন করা হবে। [/spoiler]
৪. সম্প্রতি ৪ দিনের ভ্রুমনে ভারতে আসা ফ্রেডরিক আন্দ্রে কোন দেশের যুবরাজ?
(A) সুইজারল্যান্ড
(B) ক্রোয়েশিয়া
(C) ডেনমার্ক
(D) নেদারল্যান্ডস
- ডেনমার্কের ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক আন্দ্রে হেনরিক ক্রিশ্চিয়ান এবং ক্রাউন প্রিন্সেস, মেরি এলিজাবেথ চারদিনের সফরে ২৬ ফেব্রুয়ারি ২৩ তারিখে ভারতে এসেছেন ।
- গত বিশ বছরে এটি ডেনিশ রাজপরিবারের প্রথম ভারত সফর।
- সফরকালে যুবরাজ ভারতের ভাইস প্রেসিডেন্ট ধনখার এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করবেন।
[/spoiler]
৫. প্রথম কোন রাজ্যে, প্রাত্যহিক আচার-অনুষ্ঠান সম্পাদনের জন্য একটি মন্দিরে দেবতার উদ্দেশে রোবট হাতি উৎসর্গ করা হয়েছে ?
(A) হিমাচল প্রদেশ
(B) কেরালা
(C) রাজস্থান
(D) আসাম
- কেরালার ত্রিশুর জেলার ইরিঞ্জাদাপল্লী শ্রী কৃষ্ণ মন্দিরকে এই রোবোটিক হাতি উপহার দিয়েছে পেটা ইন্ডিয়া ।
- এই যান্ত্রিক হাতির উচ্চতা সাড়ে দশ ফুট এবং ওজন ৮০০ কেজি ।
- হাতিতে চড়তে পারবেন চারজন।
- হাতির মাথা, চোখ এবং কান সবই বৈদ্যুতিকভাবে চালিত হবে ।
৬. মহিলা ক্রিকেটে, কোন দেশ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠবারের মতো ICC T20 বিশ্বকাপ ট্রফি জিতে নিয়েছে ?
(A) পাকিস্তান
(B) শ্রীলংকা
(C) বাংলাদেশ
(D) অস্ট্রেলিয়া
ফাইনাল ম্যাচে, অস্ট্রেলিয়া কেপটাউনের এক ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে পরাজিত করে।
দেখে নাও : বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেন্যু তালিকা ।
[/spoiler]৭. ১৪৫ টি বিমান যোদ্ধা নিয়ে গঠিত ভারতীয় বিমান বাহিনীর একটি দল কোন দেশে কোবরা ওয়ারিয়র অনুশীলনে অংশগ্রহণ করতে চলেছে ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) সংযুক্ত আরব আমিরাত
(C) ফ্রান্স
(D) যুক্তরাজ্য
এটি একটি বহুপাক্ষিক বিমান মহড়া যাতে ফিনল্যান্ড, সুইডেন, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরও অংশগ্রহণ করছে।
দেখে নাও : কোন দেশের সাথে ভারতের সামরিক মহড়া কি নামে পরিচিত – Click Here
[/spoiler]৮. ২৭ ফেব্রুয়ারী ২০২৩ -এ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদ্ম আকৃতির টার্মিনাল সহ কোন বিমানবন্দর উদ্বোধন করেছেন ?
(A) বেরেলি বিমানবন্দর
(B) সারান বিমানবন্দর
(C) শিবমোগা বিমানবন্দর
(D) ধুবরি বিমানবন্দর
- কর্ণাটকে ঝাঁ চকচকে এক বিমানবন্দর উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi )।
- আজ পদ্ম আকৃতির শিবমোগা বিমানবন্দরের উদ্বোধন করলেন তিনি।
- প্রধানমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা এবং প্রহ্লাদ জোশীর মতো কেন্দ্রের মন্ত্রীরা।
৯. ইউএস চেম্বার্স অফ কমার্স দ্বারা প্রকাশিত আন্তর্জাতিক আইপি সূচকে ৫৫টি শীর্ষস্থানীয় বিশ্ব অর্থনীতির মধ্যে ভারতের স্থান কত?
(A) ৪০
(B) ৪৫
(C) ৪২
(D) ৫৫
US Chambers of Commerce দ্বারা প্রকাশিত Intellectual property (IP) ইনডেক্সে ভারতের স্থান ৪২তম । [/spoiler]
To check our latest Posts - Click Here