Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23rd January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে জানুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (23rd January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কয়লা খাত সম্পর্কিত Key Performance Indicators (KPIs) শেয়ার করার জন্য কে সম্প্রতি “কয়লা দর্পণ” নামে একটি পোর্টাল চালু করেছেন?

(A) অরুণ এ রস
(B) অমরনাথ গুপ্ত
(C) অনিল কুমার জৈন
(D) রমেশ জৈন

[spoiler title=”উত্তর : “] (C) অনিল কুমার জৈন

  • পোর্টালটিকে আরও ব্যবহারবান্ধব করার জন্য কর্মকর্তারা পরামর্শ/ভিউ দিয়েছেন পোর্টালটির উদ্বোধনী অনুষ্ঠানে।
  • পোর্টালটি কয়লা মন্ত্রকের ওয়েবসাইটের (https://coal.gov.in) মাধ্যমে সাধারণ জনগণ এক্সেস করতে পারে।
[/spoiler]

২. কোন রাজ্যে ককবরক ভাষার বিকাশ উদযাপনের জন্য ককবরক দিবস পালিত হয়?

(A) নাগাল্যান্ড
(B) মেঘালয়
(C) মিজোরাম
(D) ত্রিপুরা

[spoiler title=”উত্তর : “] (D) ত্রিপুরা

  • ১৯শে জানুয়ারী ২০২২ এ ৪৪ তম ককবরক দিবস পালিত হয়েছিল।
  • ককবরক ত্রিপুরার সরকারী ভাষা।
  • ১৯৭৯ সালের এই দিনটিতে ককবরক ভাষাকে সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল।
[/spoiler]

৩. কোন দেশের বিজ্ঞানীরা একটি Artificial Intelligence (AI) ভিত্তিক টেস্টের আবির্ভাব করেছেন যা X-ray ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে সঠিকভাবে COVID-19 নির্ণয় করতে পারে?

(A) আয়ারল্যান্ড
(B) স্কটল্যান্ড
(C) সুইডেন
(D) ইসরায়েল

[spoiler title=”উত্তর : “] (B) স্কটল্যান্ড

  • টেস্টিং প্ল্যাটফর্মটি University of the West of Scotland (UWS) এর গবেষকরা মিলে তৈরি করেছেন।
  • এই টেস্টটি প্রায় ৯৮% নির্ভুল প্রমাণিত হয়েছে।
[/spoiler]

৪. সুভাষ ভৌমিক সম্প্রতি প্রয়াত হলেন। তিনি নিচের কোন খেলার সাথে যুক্ত ছিলেন?

(A) ফুটবল
(B) বাস্কেটবল
(C) ব্যাডমিন্টন
(D) ক্রিকেট

[spoiler title=”উত্তর : “] (A) ফুটবল

  • প্রাক্তন ভারতীয় ফুটবলার সুভাষ ভৌমিক সম্প্রতি মারা গেলেন।ভারতের হয়ে ২৪টি ম্যাচে, মেরদেকা কাপে একটি হ্যাটট্রিক সহ তিনি মোট ৯টি গোল করেছেন।
  • ভারতীয় ফুটবল টীম ১৯৭০সালে যখন এশিয়ান গেমস এ ব্রোঞ্জ পদক জিতেছিল, তখন তিনি দলের অংশ ছিলেন।
  • তিনি তার ক্লাব ক্যারিয়ারে মোট ২৬টি ট্রফি জিতেছেন – যার মধ্যে ১৮টি মোহনবাগানেই।
  • তিনি কোচ হিসেবে ইস্টবেঙ্গলকে ASEAN ক্লাব কাপ জিততে সাহায্য করেছিলেন।
[/spoiler]

৫. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২২ সালের ফেব্রুয়ারিতে কোন শহরে ‘Statue of Equality’ নাম সহ রামানুজাচার্যের ২১৬ ফুটের একটি মূর্তি উন্মোচন করবেন?

(A) চেন্নাই
(B) লখনউ
(C) হায়দ্রাবাদ
(D) বেঙ্গালুরু

[spoiler title=”উত্তর : “] (C) হায়দ্রাবাদ

  • ১১ শতকের সাধক ও সমাজ সংস্কারক রামানুজাচার্যের ২১৬ ফুটের মূর্তিটি হায়দ্রাবাদের সামসাবাদ-এ ৪৫ একর কমপ্লেক্সে স্থাপন করা হবে।
  • স্বর্ণ, রৌপ্য, তামা, পিতল এবং দস্তা – পাঁচটি ধাতুর মিশ্রণে (পাঁচলোহা) মূর্তিটি তৈরি।
[/spoiler]

৬. কোন প্রতিষ্ঠান সম্প্রতি ভারতের ২০২১ সালের জলবায়ু রিপোর্ট প্রকাশ করেছে?

(A) NABARD
(B) Environment Ministry
(C) NITI Aayog
(D) India Meteorological Department

[spoiler title=”উত্তর : “] (D) India Meteorological Department

  • ইন্ডিয়া মেটেরোজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) সম্প্রতি তাদের ‘Climate of India during 2021’ রিপোর্টটি প্রকাশ করেছে। রিপোর্ট অনুসারে, ১৯০১ সালে দেশব্যাপী রেকর্ড শুরু হওয়ার পর থেকে ২০২১ ভারতে পঞ্চম উষ্ণতম বছর ছিল।
  • রিপোর্টটিতে আরো দেখা যায় যে দেশে গত বছর চরম আবহাওয়ার কারণে ১,৭৫০ জন প্রাণ হারিয়েছে এর মধ্যে মহারাষ্ট্র ৩৫০ জনের মৃত্যুর সহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য ছিল।
[/spoiler]

৭. ২৩শে জানুয়ারী ২০২২ এ নেতাজি সুভাষচন্দ্র বসুর কত তম জন্মবার্ষিকী উদযাপিত হল?

(A) ১২০ তম
(B) ১২৫ তম
(C) ১৫০ তম
(D) ১৩০ তম

[spoiler title=”উত্তর : “] (B) ১২৫ তম

  • নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয় ১৮৯৭ সালের ২৩শে জানুয়ারী।
  • সুভাষ চন্দ্র বসু ছিলেন একজন ভারতীয় জাতীয়তাবাদী যিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকে অস্বীকার করেছিলেন, এবং লড়াই-এর মাধ্যমে ব্রিটিশদের কাছ থেকে আমাদের দেশ ভারতবর্ষকে স্বাধীন করতে চেয়েছিলেন।
[/spoiler]

৮. ২১শে জানুয়ারী ২০২২-এ নিম্নলিখিত কোন রাজ্যগুলির ৫০ তম পূর্ণ রাজ্য দিবস (Statehood Day) পালিত হয়েছিল?

(A) ত্রিপুরা, মেঘালয় ও আসাম
(B) ত্রিপুরা, মেঘালয় ও মণিপুর
(C) মেঘালয়, নাগাল্যান্ড ও আসাম
(D) ত্রিপুরা, নাগাল্যান্ড ও আসাম

[spoiler title=”উত্তর : “] (B) ত্রিপুরা, মেঘালয় ও মণিপুর
এই দিনে, North East Reorganisation Act 1971 কার্যকর করা হয়েছিল এই তিনটি রাজ্যকে পূর্ণ রাজ্যের মর্যাদা প্রদান করে। [/spoiler]

৯. পরিকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করতে, কোন রাজ্য সম্প্রতি Infrastructure Financing Authority প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে?

(A) নাগাল্যান্ড
(B) মিজোরাম
(C) বিহার
(D) অরুণাচল প্রদেশ

[spoiler title=”উত্তর : “] (D) অরুণাচল প্রদেশ

অরুণাচল প্রদেশ:

  • লোকসভা আসন : ২।
  • রাজ্যসভার আসন : ১টি।
  • জেলার সংখ্যা : ২৫টি।
  • রাজ্য প্রাণী : গয়াল।
  • রাজ্য পাখি : গ্রেট হর্নবিল।
  • জাতীয় উদ্যান : মৌলিং জাতীয় উদ্যান, নামদাফা জাতীয় উদ্যান।
[/spoiler]

১০. বিনিয়োগ পরিষেবা সংস্থা Geojit Financial Services Ltd, কাকে সম্প্রতি তার নির্বাহী পরিচালক (Executive Director) হিসাবে নিযুক্ত করেছে?

(A) রাজীব আগরওয়াল
(B) টমাস জনসন
(C) জোসেফ গার্সিয়া
(D) জোন্স জর্জ

[spoiler title=”উত্তর : “] (D) জোন্স জর্জ
তিনি আগে কোম্পানির চিফ ডিজিটাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button