Daily Current Affairs in BengaliCurrent Affairs

6th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

6th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৬ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 28th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. মৌগঞ্জ কোন রাজ্যের নতুন জেলা হিসেবে যুক্ত হয়েছে?

(A) ঝাড়খণ্ড
(B) রাজস্থান
(C) মধ্য প্রদেশ
(D) ওড়িশা

উত্তর
(C) মধ্য প্রদেশ

  • মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৪ঠা মার্চ, ২০২৩ এ রেওয়া জেলার তহসিল মৌগঞ্জকে রাজ্যের ৫৩তম জেলা করার ঘোষণা করেছেন।
  • এর চারটি তহসিল থাকবে – মৌগঞ্জ, হনুমানা, নাইগড়ী এবং দেবতালাব যার জনসংখ্যা ছয় লাখের বেশি।

২. কোন রাজ্য সন্তোষ ট্রফি ২০২৩ জিতেছে?

(A) মেঘালয়
(B) কেরালা
(C) মহারাষ্ট্র
(D) কর্ণাটক

উত্তর
(D) কর্ণাটক

  • ৪ঠা মার্চ রিয়াদের কিং ফাহদ আন্তর্জাতিক স্টেডিয়ামে “হিরো সন্তোষ ট্রফি” নামে পরিচিত ৭৬তম জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে কর্ণাটক মেঘালয়কে ৩-২ গোলে পরাজিত করেছে।
  • ১৯৬৮-৬৯ সালের পর এটি কর্ণাটকের জন্য প্রথম ট্রফি।

৩. কোন খেলোয়াড় ২০২২ সালের জন্য BBC ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার জিতেছে?

(A) কর্ণম মল্লেশ্বরী
(B) পি ভি সিন্ধু
(C) মীরাবাই চানু
(D) মেরি কম

উত্তর
(C) মীরাবাই চানু

  • ভারোত্তোলক মীরাবাই চানু ৫ই মার্চ BBC ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার পুরষ্কার জিতে নিয়েছেন।
  • টোকিও গেমসে, তিনি খেলায় রৌপ্য জয়ী প্রথম ভারতীয় হয়েছিলেন।
  • BBC প্যারা স্পোর্টসওম্যান অফ দ্য ইয়ার হলেন ভাবিনা প্যাটেল এবং প্রীতম সিওয়াচ বিবিসি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

৪. ‘India’s Vaccine Growth Story – From Cowpox to Vaccine Maitri’ বইটির লেখক কে?

(A) ধ্রুব নারায়ণ
(B) সজ্জন সিং যাদব
(C) আশীষ দুবে
(D) নীরজ মিশ্র

উত্তর
(B) সজ্জন সিং যাদব

  • কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া এই বইটি প্রকাশ করেছেন।
  • বইটির মোড়ক উন্মোচন করা হয় ২০২৩ সালের বিশ্ব বইমেলা, প্রগতি ময়দানে।
  • বইটির লেখক সজ্জন সিং যাদব ভারত সরকারের অতিরিক্ত সচিব।
  • বইটি COVID-19 ভ্যাকসিনের বিকাশ, উৎপাদন এবং বিতরণে ভারতের চিত্তাকর্ষক কৃতিত্বের বিস্তারিত বর্ণনা করে।

৫. নির্বাচনী গণতন্ত্র সূচক ২০২৩-এ ভারতের র‍্যাঙ্ক কত?

(A) ৫৩
(B) ১০৮
(C) ৩৪
(D)

উত্তর
(B) ১০৮

  • লিবারেল ডেমোক্রেসি ইনডেক্সে (LDI) ভারতের র‍্যাঙ্ক আরও একবার আতঙ্কজনকভাবে বেশি, এবং এটি ২০২২ সালে ১০০ তম স্থান থেকে এই বছর ১০৮ তম স্থানে নেমে এসেছে৷
  • এই সূচকে পাকিস্তানের স্থান ১১০।
  • প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button