Daily Current Affairs in BengaliCurrent Affairs

24th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

24th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৪শে নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কে ল্যান্ড অ্যাডভেঞ্চার বিভাগে ২০২১ সালের ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’ পেয়েছে?

(A) অনুজ মেহরা
(B) নয়না ধাকাড
(C) রবি মেহতা
(D) সতীশ কুঞ্জ

[spoiler title=’উত্তর ‘ ] (B) নয়না ধাকাড

  • যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ২০২১ সালের জন্য ‘তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড’ (TNNAA) ঘোষণা করেছে।
  • ল্যান্ড অ্যাডভেঞ্চার বিভাগে মিসেস নায়না ধাকাড, ওয়াটার অ্যাডভেঞ্চারে শুভম ধনঞ্জয় এবং গ্রুপ ক্যাপ্টেন ভবানী সিং সামিয়ালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দেওয়া হয়েছে।
  • অ্যাডভেঞ্চার ক্ষেত্রে ব্যক্তিদের কৃতিত্বের স্বীকৃতি দিতে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়।
[/spoiler]

২. সম্প্রতি প্রকাশিত ‘Accidental Czar: The Life and Lies of Vladimir Putin’ বইটির লেখক কে?

(A) অ্যান্ড্রু এস ওয়েইস
(B) সারাহ ভন
(C) ডায়ান চেম্বারলেন
(D) জেনিস হ্যালেট

[spoiler title=’উত্তর ‘ ] (A) অ্যান্ড্রু এস ওয়েইস

  • বইটি প্রকাশিত হয়েছে নিউয়র্কের রোরিং ব্রুক প্রেস থেকে।
  • রাশিয়ার ১,০০০ বছরের ইতিহাসের প্রেক্ষাপটে পুতিনের লক্ষ্য ও ভীতির উপর ভিত্তি করে এই বইটি লেখা।
[/spoiler]

৩. ২৪শে নভেম্বর নিচের কোন শিখ গুরুর শাহাদাত পালন করা হয়?

(A) গুরু তেগ বাহাদুর
(B) গুরু অমরদাস সাহেব জি
(C) গুরু নানক দেব
(D) গুরু গোবিন্দ সিং

[spoiler title=’উত্তর ‘ ] (A) গুরু তেগ বাহাদুর

  • গুরু তেগ বাহাদুরের শহীদ দিবস প্রতি বছর ২৪শে নভেম্বর পালন করা হয়।
  • ১৬৭৫ সালের ২৪শে নভেম্বর তৎকালীন মুঘল শাসক ঔরঙ্গজেবের আদেশে গুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
  • তিনি শিখ ধর্মের দশ গুরুর মধ্যে নবম ছিলেন।
  • তিনি ১৬২১ সালে অমৃতসরে জন্মগ্রহণ করেন।
  • তিনি গুরু হরগোবিন্দের কনিষ্ঠ পুত্র ছিলেন।
[/spoiler]

৪. কোন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক সম্প্রতি প্রয়াত হলেন?

(A) শাব্বির আলী
(B) পি কে ব্যানার্জী
(C) গোস্থ পাল
(D) বাবু মণি

[spoiler title=’উত্তর ‘ ] (D) বাবু মণি

  • প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাবু মণি ২০শে নভেম্বর ২০২২-এ প্রয়াত হয়েছেন।
  • বাবু মণি ১৯৮০-এর দশকে ভারতীয় ফুটবল দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন।
  • তিনি ৫৫টি আন্তর্জাতিক ম্যাচে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন এবং ১৯৮৪ সালে AFC এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় দলের অংশ ছিলেন।
[/spoiler]

৫. নিম্নোক্তদের মধ্যে কে অবিলম্বে ম্যানচেস্টার ইউনাইটেড দল ছেড়ে দেবেন?

(A) পল পগবা
(B) নেইমার
(C) ক্রিস্টিয়ানো রোনাল্ডো
(D) করিম বেনজেমা

[spoiler title=’উত্তর ‘ ] (C) ক্রিস্টিয়ানো রোনাল্ডো

  • ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো অবিলম্বে দল ত্যাগ করবেন।
  • ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক।
  • রোনাল্ডো পাঁচটি ব্যালন ডি’অর পুরস্কার এবং চারটি ইউরোপীয় ‘গোল্ডেন সু’ জিতেছেন।
[/spoiler]

৬. সম্প্রতি কাকে Deloitte India-এর CEO- হিসাবে মনোনীত করা হয়েছে?

(A) কিশোর কুমার বাসা
(B) উমেশ মিশ্র
(C) রোমাল শেঠি
(D) সঞ্জীব চোপড়া

[spoiler title=’উত্তর ‘ ] (B) উমেশ মিশ্র

  • তিনি বর্তমান CEO এন ভেঙ্কটরামের স্থলাভিষিক্ত হবেন।
  • Deloitte এর সদর দপ্তর লন্ডনে।
  • এটি ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
  • Deloitte India ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দফতর মুম্বাইতে ছিল।
[/spoiler]

৭. শের বাহাদুর দেউবা টানা সপ্তম বারের মতো কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন?

(A) শ্রীলংকা
(B) ভুটান
(C) নেপাল
(D) বাংলাদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (C) নেপাল

  • নেপালে প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা নিজ জেলা ধানকুটা থেকে টানা সপ্তম বার নির্বাচিত হয়েছেন।
  • ২০১৫ সালে নেপালের সংবিধান জারির পর এটি ছিল দ্বিতীয় সাধারণ নির্বাচন।
[/spoiler]

৮. পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসাবে সম্প্রতি কাকে মনোনীত করা হয়েছে?

(A) অসীম মুনীর
(B) ফয়েজ হামিদ
(C) আজহার আব্বাস
(D) সাহির শামশাদ মির্জা

[spoiler title=’উত্তর ‘ ] (D) সাহির শামশাদ মির্জা

  • পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির।
  • পাকিস্তান :
  • রাজধানী : ইসলামাবাদ
  • প্রধানমন্ত্রী: শেহবাজ শরীফ
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button