মাইকেল মধুসূদন দত্ত – অবদান ও সাহিত্য কর্ম
আজকে আমরা আলোচনা করবো মাইকেল মধুসূদন দত্ত – এর সংক্ষিপ্ত পরিচয়, গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম নিয়ে।
পরিচয়
- মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা।
- যশোর জেলার কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ রাজনারায়ণ দত্ত ও জাহ্নবী দেবী দম্পতির একমাত্র সন্তান মধুসূদন দত্ত যিনি বাংলা সাহিত্যের অন্যতম মহাকবি এবং বাংলা ভাষায় সনেট-এর জনক। রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের এক খ্যাতনামা উকিল।
- মাইকেল মধুসূদন বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য।
- তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা এবং মহাকাব্য মেঘনাদবধ কাব্যের রচয়িতা।
- বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরাঙ্গনা তিনিই রচনা করেছেন।
- বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা এই ব্যক্তিত্ব; ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি এবং নাট্যকার ও প্রহসন রচয়িতা।
- তাঁকে আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও অভিহিত করা হয়।
- অত্যন্ত নাটকীয় এবং বেদনাঘন জীবনাবসান হয়েছিল মহাকবির জীবনের।
- ১৮৭৩ সালের ২৯ জুন তিনি প্রয়াত হন।
কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali
সাহিত্য কর্ম
মাইকেল মধুসূদন দত্তের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের তালিকা নিচে দেওয়া রইলো।
নাটক ও প্রহসন –
- শর্মিষ্ঠা নাটক (১৮৫৯)
- একেই কি বলে সভ্যতা? (১৮৬০)
- বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)
- পদ্মাবতী নাটক (১৮৬০)
- কৃষ্ণকুমারী নাটক (১৮৬১)
- মায়া-কানন (১৮৭৪)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chatterjee Biography in Bengali
অনুবাদ গ্রন্থ –
- হেক্টর বধ (১৮৭১ )
কাব্য –
- তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০)
- মেঘনাদবধ কাব্য (১৮৬১)
- ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১)
- বীরাঙ্গনা কাব্য (১৮৬২)
- চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৫)
ডঃ বি আর আম্বেদকর জীবনী – প্রতিবেদন – রচনা – Dr. B.R. Ambedkar
ইংরেজি রচনাবলী
কাব্য –
- কালেক্টেড পোয়েমস
- দি অপ্সরি: আ স্টোরি
- ফ্রম হিন্দু মিথোলজি
- দ্য ক্যাপটিভ লেডি
- ভিশনস অফ দ্য পাস্ট
অনুবাদ নাটক –
- রত্নাবলী
- শর্মিষ্ঠা
- নীল দর্পণ অর দি ইন্ডিগো প্ল্যান্টিং মিরর
প্রবন্ধ সাহিত্য
- দি অ্যাংলো-স্যাক্সন অ্যান্ড দ্য হিন্দু
- অন পোয়েট্রি এটসেট্রা
- অ্যান এসে
অন্যান্য রচনা
- আ সাইনপসিস অফ দ্য রুক্মিণী হরণ নাটক
To check our latest Posts - Click Here