28th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
28th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৮শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 27th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. নিম্নলিখিত কোন মোবাইল কোম্পানি ৬০ বছরের মধ্যে এই প্রথমবার তাদের লোগো পরিবর্তন করেছে ?
(A) Nokia
(B) Samsung
(C) Motorola
(D) Sony
Nokia সম্পর্কিত তাদের লোগো পরিবর্তন করেছে । নতুন লোগোটি নোকিয়ার সিইও পেক্কা লুন্ডমার্ক লঞ্চ করেছেন। । [/spoiler]
২. ২০২৩ সালের ২৮শে ফেব্রুয়ারি ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের কততম মৃত্যু বার্ষিকী পালন করা হবে ?
(A) ৫০
(B) ৬০
(C) ৭০
(D) ৮০
ড. রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি। ২৮ ফেব্রুয়ারি, ১৯৬৩ সালে মারা যান ড. রাজেন্দ্র প্রসাদ। [/spoiler]
৩. ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্যারিসে অনুষ্ঠিত Best FIFA Football Awards এ ফিফা কর্তৃক পুরুষদের ফুটবলে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন কে ?
(A) নেইমার
(B) কাইলিয়ান এমবাপ্পে
(C) ক্রিস্টিয়ানো রোনালদো
(D) লিওনেল মেসি
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি প্যারিসে ফিফা সেরা ফুটবল পুরস্কারে পুরুষদের ফুটবলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
স্পেনের অ্যালেক্সিয়া পুটেলাস টানা দ্বিতীয় বছর সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
[/spoiler]৪. নাসার জেমস ওয়েব টেলিস্কোপ বিগ ব্যাং বিস্ফোরণের প্রায় ৫৪০ মিলিয়ন থেকে ৭৭০ মিলিয়ন বছর পরে আমাদের মিল্কিওয়ের মতো পরিপক্ক কতগুলি বড় গ্যালাক্সি খুঁজে পেয়েছে?
(A) ৬
(B) ৭
(C) ৮
(D) ৯
এই টেলিস্কোপ যে তথ্য পাঠিয়ে তাতে মিল্কিওয়ে বা আকাশগঙ্গার মতন আরও ৬টি মিল্কিওয়ের হদিস পাওয়া গিয়েছে।
James Webb টেলিস্কোপ বর্তমানে মহাকাশের বৃহত্তম অপটিক্যাল টেলিস্কোপ এবং এটি হাবল স্পেস টেলিস্কোপের থেকেও অনেক বেশি দূরের বস্তু দেখতে পায়।
[/spoiler]৫. সম্প্রতি নাসার বিজ্ঞান প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?
(A) অ্যালাইন অ্যাসপেক্ট
(B) নিকোলা ফক্স
(C) ডেভিড বাল্টিমোর
(D) অ্যালেন বার্ড
নিকোলা ফক্স সম্প্রতি নাসার বিজ্ঞান প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন| তিনি প্রথম মহিলা হিসেবে এই পদ অলংকৃত করবেন । [/spoiler]
৬. জর্জিয়া মেলোনি ২শরা মার্চ ২০২৩ থেকে দুই দিনের ভারত সফরে আসতে চলেছেন । তিনি কোন দেশের প্রধানমন্ত্রী?
(A) জার্মানি
(B) ফ্রান্স
(C) ইতালি
(D) স্পেন
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চতুর্থ রাইসিনা ডায়ালগ, ২০২৩ -এ প্রধান অতিথি এবং মূল বক্তা । [/spoiler]
৭. নিচের কোন ভারতীয় নৌ জাহাজটি ২৭শে ফেব্রুয়ারী ২০২৩ এ একটি সরকারী সফরে শ্রীলঙ্কার পোর্ট কলম্বোতে পৌঁছেছিল?
(A) আইএনএস সর্যু
(B) আইএনএস সুভদ্রা
(C) আইএনএস সুবর্ণা
(D) আইএনএস সুকন্যা
আইএনএস সুকন্যা সম্প্রতি অফিসিয়াল সরকারী সফরে শ্রীলঙ্কার পোর্ট কলম্বোতে গিয়েছিলো। এই নৌজাহাজটি ১০৭ মিটার লম্বা এবং এতে ১০৬ জন কর্মরত । [/spoiler]
৮. প্রতিবছর কোন দিনটিতে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় ?
(A) ফেব্রুয়ারি ২৫
(B) ফেব্রুয়ারি ২৬
(C) ফেব্রুয়ারি ২৭
(D) ফেব্রুয়ারি ২৮
- প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি ভারতে জাতীয় বিজ্ঞান দিবস (National Science Day) পালন করা হয়।
- ১৯৮৬ সালে, তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর অধীনে ভারত সরকার “রমন প্রভাব” আবিষ্কারের ঘোষণাকে স্মরণ করে ২৮শে ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে মনোনীত করা হয়।
- ২০২৩ সালে এই দিবসের থিম – Global Science for Global Wellbeing
৯. FICCI-এর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) শৈলেশ পাঠক
(B) অরুণ কুমার
(C) জয়ন্ত সিনহা
(D) অজয় সিং পারমার
ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI) প্রাক্তন আইএএস অফিসার শৈলেশ পাঠককে তার নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত করেছে। [/spoiler]
To check our latest Posts - Click Here