Daily Current Affairs in BengaliCurrent Affairs

2nd April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

2nd April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২রা মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কে নৌবাহিনীর উপপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন?

(A) সঞ্জয় মাহিন্দ্রু
(B) অজিত ঠাকুর
(C) সন্দীপ নাইথানি
(D) দীনেশ কে ত্রিপাঠী

[spoiler title=”উত্তর : “] (A) সঞ্জয় মাহিন্দ্রু

  • ভাইস অ্যাডমিরাল সঞ্জয় মাহিন্দ্রু নৌবাহিনীর উপপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে।
  • তিনি ২০১৮ সালে অতি বিশেষ সেবা পদক এবং ২০০২ সালে নৌসেনা পদক পেয়েছেন।
  • তিনি ভাইস অ্যাডমিরাল রবনীত সিংয়ের স্থলাভিষিক্ত হলেন।
[/spoiler]

২. সম্প্রতি কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এ ১৭১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট গ্রহণকারী হয়েছেন?

(A) SL মালিঙ্গা
(B) YS চাহাল
(C) ডোয়াইন ব্রাভো
(D) SP নারিন

[spoiler title=”উত্তর : “] (C) ডোয়াইন ব্রাভো

  • চেন্নাই সুপার কিংসের (CSK) অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) ১৭১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট গ্রহণকারী হয়েছেন।
  • ৩১শে মার্চ ২০২২ এ মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টদের বিরুদ্ধে ম্যাচের সময় ব্রাভো এই কৃতিত্ব অর্জন করেছিলেন।
  • এর আগে রেকর্ডটি ছিল শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গার যার নামে IPL এ ১৭০ উইকেট রয়েছে।
[/spoiler]

৩. সম্প্রতি কে ‘জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ (GSI)-এর ডিরেক্টর-জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) অরুণ গোয়েল
(B) কার্তিক বিহাযুত
(C) ওম প্রকাশ গুপ্ত
(D) ডাঃ এস রাজু

[spoiler title=”উত্তর : “] (D) ডাঃ এস রাজু

  • ডাঃ এস রাজু ১লা এপ্রিল ২০২২-এ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) এর মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  • তিনি শ্রী আর এস গারখালের স্থলাভিষিক্ত হন যিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন৷
[/spoiler]

৪. কে সম্প্রতি ‘ন্যাশনাল ডিফেন্স একাডেমী’ (NDA)-এর কমান্ড্যান্ট পদে নিযুক্ত হলেন?

(A) কপিল মোহন ধীর
(B) অজয় কোছার
(C) সি এস নাইডু
(D) আরতি সারিন

[spoiler title=”উত্তর : “] (B) অজয় কোছার

  • তিনি এয়ার মার্শাল সঞ্জীব কাপুরের স্থলাভিষিক্ত হয়েছেন।
  • ১লা এপ্রিল থেকে তিনি এই পদের অধকারী।
[/spoiler]

৫. “Crunch Time: Narendra Modi’s National Security Crises” বইটির লেখক কে?

(A) শ্রীরাম চাউলিয়া
(B) V. R. পঞ্চমুখী
(C) কৌশিক বসু
(D) তরুণ দাস

[spoiler title=”উত্তর : “] (A) শ্রীরাম চাউলিয়া

  • বইটি ৩১শে মার্চ প্রকাশ করেছিলেন বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি।
  • শ্রীরাম চাউলিয়া ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডিন।
[/spoiler]

৬. ‘Mahindra Manulife Mutual Fund এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অ্যান্টনি হেরেডিয়া
(B) স্টিভ উইলিয়ামস
(C) মিঃ রমেশ আইয়ার
(D) যতিন্দর পাল সিং

[spoiler title=”উত্তর : “] (A) অ্যান্টনি হেরেডিয়া

  • তিনি আশুতোষ বিষ্ণোইয়ের স্থলাভিষিক্ত হবেন।
[/spoiler]

৭. “The Tiger of Drass: Capt. Anuj Nayyar, 23, Kargil Hero” বইটির লেখক কে?

(A) মীনা নায়ার
(B) হিম্মত সিং শেখাওয়াত
(C) অভিনব কুমার
(D) A এবং B উভয়ই

[spoiler title=”উত্তর : “] (D) A এবং B উভয়ই

  • ৩১শে মার্চ ২০২২-এ, হার্পারকলিন্স ইন্ডিয়া মীনা নায়ার এবং হিম্মত সিং শেখাওয়াতের “The Tiger of Drass: Capt. Anuj Nayyar, 23, Kargil Hero” বইটি প্রকাশ করেছে।
  • ক্যাপ্টেন অনুজ নায়ারকে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে তার সাহসী বলিদানের জন্য ২০০০ সালে ভারতের ২য়-সর্বোচ্চ বীরত্বের পুরস্কার, মহা বীর চক্রে ভূষিত করা হয়েছিল।
[/spoiler]

৮. কোন রাজ্য সম্প্রতি ‘নিষিদ্ধকরণ এবং আবগারি সংশোধনী বিল, ২০২২’ [Prohibition and Excise (Amendment) Bill] পাস করেছে?

(A) গুজরাট
(B) বিহার
(C) রাজস্থান
(D) পাঞ্জাব

[spoiler title=”উত্তর : “] (B) বিহার

  • বিহার নিষিদ্ধকরণ এবং আবগারি আইন, ২০১৬ তে রাজ্যে মদের উৎপাদন, বাণিজ্য, পরিবহন, বিক্রয় এবং সেবন নিষিদ্ধ করার জন্য প্রণীত হয়েছিল।
  • বিল অনুসারে, গ্রেফতারকৃত মদ ব্যবসায়ীদের স্থাবর ও অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং ঘন ঘন মদ্যপানকারীদের জরিমানা করা হবে।
[/spoiler]

৯. সম্প্রতি কাকে Microland এর চিফ ইনফরমেশন অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) সুভাষ কুমার
(B) রবীন্দ্র কুমার
(C) জি সতীশ রেড্ডি
(D) গোপাল শর্মা

[spoiler title=”উত্তর : “] (D) গোপাল শর্মা

  • Microland, ভারতের নেতৃস্থানীয় ডিজিটাল IT ট্রান্সফরমেশন সংস্থা।
  • এই সংস্থার প্রতিষ্ঠাকাল ১৯৮৯ সাল।
  • সদর দফতর – বেঙ্গালুরু।
[/spoiler]

১০. কোন প্রতিষ্ঠান সম্প্রতি ‘স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট’ প্রকাশ করলো?

(A) UNICEF
(B) World Bank
(C) UNFPA
(D) IMF

[spoiler title=”উত্তর : “] (C) UNFPA

  • United Nations Population Fund (UNFPA) সম্প্রতি প্রকাশ করেছে ‘State of World Population: Seeing the Unseen: The case for action in the neglected crisis of unintended pregnancy’ রিপোর্ট।
  • প্রতিবেদন অনুসারে, সারা বিশ্বে প্রতি বছর মোট ১২১ মিলিয়ন গর্ভধারণের প্রায় অর্ধেকই অনিচ্ছাকৃত।
  • রিপোর্ট থেকে জানা যাচ্ছে বিশ্বব্যাপী, আনুমানিক ২৫৭ মিলিয়ন মহিলা যারা গর্ভাবস্থা এড়াতে চান তারা নিরাপদ এবং আধুনিক গর্ভনিরোধ পদ্ধতি ব্যবহার করছেন না।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button