Daily Current Affairs in BengaliCurrent Affairs

3rd April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

3rd April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩রা মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কে লোকসভায় ‘The Indian Antarctic Bill 2022’ উত্থাপন করেছেন?

(A) জিতেন্দ্র সিং
(B) প্রমোদ সাওয়ান্ত
(C) ওম বিড়লা
(D) রাম নাথ কোবিন্দ

[spoiler title=”উত্তর : “] (A) জিতেন্দ্র সিং

  • কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ১লা এপ্রিল ২০২২-এ লোকসভায় ‘দ্য ইন্ডিয়ান অ্যান্টার্কটিক বিল ২০২২’ পেশ করেছিলেন।
  • এই বিলের লক্ষ্য হল অ্যান্টার্কটিকে ভারতের গবেষণা কার্যক্রমের জন্য একটি নিয়ন্ত্রক কাঠামো প্রদান করা এবং অ্যান্টার্কটিক ইকোসিস্টেমকে রক্ষা করা।
  • অ্যান্টার্কটিকায় ৪০টি স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে যার মধ্যে ভারতীয় দুটি মৈত্রী এবং ভারতী।
[/spoiler]

২. কোন রাজ্য সম্প্রতি ‘নন্দিনী ক্ষীরা সমৃদ্ধি সমবায় ব্যাঙ্ক’ স্থাপন করেছে?

(A) গোয়া
(B) কর্ণাটক
(C) তেলেঙ্গানা
(D) গুজরাট

[spoiler title=”উত্তর : “] (B) কর্ণাটক

  • কর্ণাটক সরকার ১লা এপ্রিল ২০২২-এ নন্দিনী ক্ষীরা সমৃদ্ধি সমবায় ব্যাঙ্ক স্থাপন করেছে।
  • এটি রাজ্যের নিজস্ব ব্যাংক প্রতিষ্ঠার জন্য একটি বিশেষ কর্মসূচি যা রাজ্যবাসীদের জন্য আরও বেশি আর্থিক সহায়তা প্রদান করবে এবং তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করবে।
  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই।
[/spoiler]

৩. সম্প্রতি কে PharmEasy এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন?

(A) শাহরুখ খান
(B) অক্ষয় কুমার
(C) সালমান খান
(D) আমির খান

[spoiler title=”উত্তর : “] (D) আমির খান

  • PharmEasy একটি অনলাইন ঔষধ সাপ্লাইকারী সংস্থা।
  • #GharBaitheBaitheTakeItEasy ক্যাম্পেইন এর উদ্দেশ্যে আমির খান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে।
[/spoiler]

৪. সম্প্রতি কে ‘আর্মি ট্রেনিং কমান্ড’ (ARTRAC), সিমলার দায়িত্ব গ্রহণ করেছেন?

(A) কপিল মোহন ধীর
(B) অনুপম কাপুর
(C) এস এস মহল
(D) সি এস নাইডু

[spoiler title=”উত্তর : “] (C) এস এস মহল

  • লেফটেন্যান্ট জেনারেল এসএস মহল ১লা এপ্রিল সিমলার আর্মি ট্রেনিং কমান্ড (ARTRAC) এর দায়িত্ব গ্রহণ করেন।
  • প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল রাজ শুক্লাকে ১লা মে ২০২০-তে ARTRAC প্রধান হিসাবে নিযুক্ত করা হয়েছিল এবং তাকে বাহিনীর প্রশিক্ষণের দিকগুলি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল।
  • আর্মি ট্রেনিং কমান্ড (ARTRAC) ১লা অক্টোবর ১৯৯১ সালে মধ্যপ্রদেশের মহুতে প্রতিষ্ঠিত হয়েছিল।
  • পরবর্তীতে এর সদরদপ্তর ৩১শে মার্চ, ১৯৯৩-এ শিমলাতে স্থানান্তরিত হয়।
[/spoiler]

৫. ২রা এপ্রিল ২০২২-এ, ভারত এবং নিম্নলিখিত কোন দেশ একটি অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলো?

(A) অস্ট্রেলিয়া
(B) রাশিয়া
(C) জাপান
(D) চীন

[spoiler title=”উত্তর : “] (A) অস্ট্রেলিয়া

  • বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী পীযূষ গোয়াল এবং অস্ট্রেলিয়ার বাণিজ্য মন্ত্রী মিঃ ড্যান তেহান ২রা এপ্রিল ২০২২-এ ভারত-অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন।
  • এর ফলে এই দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হওয়ার সম্ভাব্প্ন রয়েছে।
[/spoiler]

৬. নিচের কোনটি কাতারের FIFA বিশ্বকাপ ২০২২- এর অফিসিয়াল ম্যাসকট?

(A) Zabivaka
(B) Zakumi
(C) Fuleco
(D) La’eeb

[spoiler title=”উত্তর : “] (D) La’eeb

  • FIFA ওয়েবসাইট অনুসারে, আরবি শব্দ লা’ইব এর অর্থ ‘প্রচন্ড দক্ষ খেলোয়াড়’ (super-skilled player)।
[/spoiler]

৭. FIFA ওয়ার্ল্ড কাপ ২০২২ এর অফিসিয়াল ম্যাচের বলটির নাম কি?

(A) Bu Masao
(B) Al Rihla
(C) Bravo
(D) La’eeb q

[spoiler title=”উত্তর : “] (B) Al Rihla

  • আল রিহলা, কাতারে ২০২২ FIFA বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচের বলটি সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে।
  • Adidas দ্বারা FIFA বিশ্বকাপের জন্য তৈরি করা ১৪তম ফুটবল। উড়ন্ত অবস্থায় এই বলটির গতি অন্য ওয়ার্ল্ডকাপ বলের চেয়ে বেশি বলে দাবি করছে Adidas।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button