Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা মার্চ  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th April Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ‘ন্যাশনাল ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২২’-এ মহিলাদের ৮৭ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে?

(A) অ্যান মারিয়া
(B) খুমুকছম সঞ্জিতা চানু
(C) সাইখোম মীরাবাই চানু
(D) কর্ণম মল্লেশ্বরী

[spoiler title=”উত্তর : “] (A) অ্যান মারিয়া

  • অ্যান মারিয়া সম্প্রতি জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ২৩১ কেজির জাতীয় রেকর্ড তৈরির সাথে মহিলাদের ৮৭ কেজি বিভাগে সোনার পদক জিতেছে।
  • ভুবনেশ্বরের KIIT বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।
  • গুরদীপ সিং পুরুষদের ১০৯ কেজি+ বিভাগে স্বর্ণপদক জিতেছে।
[/spoiler]

২. নিম্নলিখিত কোন মন্ত্রী ৩রা এপ্রিল ২০২২-এ ছয়টি নতুন এবং বিরল ‘রেফারেন্স ম্যাটেরিয়াল’ (RMs) লঞ্চ করেছেন?

(A) পীযূষ গয়াল
(B) হরদীপ সিং পুরী
(C) অনুরাগ সিং ঠাকুর
(D) নিতিন গড়করি

[spoiler title=”উত্তর : “] (C) অনুরাগ সিং ঠাকুর

  • যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ৩রা এপ্রিল ২০২২-এ ছয়টি নতুন এবং বিরল রেফারেন্স ম্যাটেরিয়াল (RMs) চালু করেছেন।
  • এগুলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-গুয়াহাটির সাথে ‘ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি’ দ্বারা তৈরি করা হয়েছে।
  • anti-doping analysis development এর জন্য এগুলি লঞ্চ করা হয়েছে।
[/spoiler]

৩. কোন দেশ সম্প্রতি অনুষ্ঠিত ‘ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২২’-এ জয়ী হয়েছে?

(A) ইংল্যান্ড
(B) অস্ট্রেলিয়া
(C) ভারত
(D) পাকিস্তান

[spoiler title=”উত্তর : “] (B) অস্ট্রেলিয়া

  • ৩রা এপ্রিল ২০২২ এ অস্ট্রেলিয়া ২০২২ সালের ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়েছে।
  • এটি ছিল তাদের সপ্তম মহিলা বিশ্বকাপ।
  • নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
  • অ্যালিসা হিলি খেলার ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করেন।
[/spoiler]

৪. কোন দিনটি প্রতিবছর ‘আন্তর্জাতিক খনি নিরাপত্তা দিবস’ হিসাবে পালিত হয়?

(A) ৪ঠা এপ্রিল
(B) ১০ই এপ্রিল
(C) ৩রা এপ্রিল
(D) ১লা এপ্রিল

[spoiler title=”উত্তর : “] (A) ৪ঠা এপ্রিল

  • দিবসটি ৮ই ডিসেম্বর ২০০৫ এ জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ঘোষিত হয়েছিল।
  • ২০২২ সালের এই দিবসটির থিম “Safe Ground, Safe Steps, Safe Home”।
[/spoiler]

৫. ভারতীয় কোস্ট গার্ড ইউনিট পুদুচেরি এবং কোন উপকূল বরাবর নজরদারি বৃদ্ধি করতে ইন্টারসেপ্টর বোট ‘C-436’ যোগ করেছে?

(A) ওড়িশা
(B) তামিলনাড়ু
(C) আন্দামান ও নিকোবর
(D) অন্ধ্র প্রদেশ

[spoiler title=”উত্তর : “] (B) তামিলনাড়ু

  • ভারতীয় কোস্ট গার্ড ইউনিট কারাইকল এ ইন্টারসেপ্টর বোট ‘C-436’ যোগ করেছে।
  • এর মাধ্যমে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি হবে।
[/spoiler]

৬. নিম্নোক্ত কে বছরের সেরা অ্যালবামের জন্য সম্প্রতি ‘গ্র্যামিস অ্যাওয়ার্ড ২০২২’ জিতেছে?

(A) জন ব্যাটিস্ট
(B) সিল্ক সোনিক
(C) দোজা বিড়াল
(D) অলিভিয়া রদ্রিগো

[spoiler title=”উত্তর : “] (A) জন ব্যাটিস্ট

  • জন ব্যাটিস্ট ৬৪তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘We Are’-অ্যালবাম-এর জন্য বছরের সেরা অ্যালবাম সহ পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন।
  • এছাড়াও তিনি সেরা মিউজিক ভিডিও, সেরা আমেরিকান রুটস পারফরম্যান্স এবং সেরা আমেরিকান রুটস গানের জন্য অন্য গ্র্যামিস অ্যাওয়ার্ডগুলি জিতেছেন।
[/spoiler]

৭. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি কাকে দেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন?

(A) আরিফ আলভী
(B) ফয়সাল হোসেন
(C) গুলজার আহমেদ
(D) উমর আতা বন্দিয়াল

[spoiler title=”উত্তর : “] (C) গুলজার আহমেদ

  • পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি জানিয়ে ছিলেন যে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের 224 A (4) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত ইমরান খান প্রধানমন্ত্রী হিসাবে বহাল থাকবেন।
  • অবশেষে ইমরান খান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন।
  • প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি পাকিস্তানের মন্ত্রীসভা ভেঙে দিয়েছেন।
[/spoiler]

৮. সম্প্রতি কে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড করলেন?

(A) বিরাট কোহলি
(B) এমএস ধোনি
(C) শিখর ধাওয়ান
(D) কেএল রাহুল

[spoiler title=”উত্তর : “] (B) এমএস ধোনি

  • রোহিত শর্মার পর মহেন্দ্র সিং ধোনি দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি ৩৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
  • ৩রা এপ্রিল, ২০২২-এ ব্রেবোর্ন স্টেডিয়ামে খেলা চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
  • রোহিত শর্মা এখনো পর্যন্ত ৩৭২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
[/spoiler]

৯. কোন স্পেস স্টার্টআপ ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’-এ প্রথম সম্পূর্ণ-বেসরকারী মহাকাশচারী মিশন চালু করতে চলেছে?

(A) LeoLabs
(B) GHGSat
(C) Axiom Space
(D) Orbital Insight

[spoiler title=”উত্তর : “] (C) Axiom Space

  • Axiom Space ফ্লোরিডায় NASA-এর কেনেডি স্পেস সেন্টার থেকে SpaceX-এর Falcon 9 রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম সম্পূর্ণ-ব্যক্তিগত (all private) মহাকাশচারী মিশন (astronaut mission) লঞ্চ করতে চলেছে।
  • মিশনটি ৬ই এপ্রিল, ২০২২-এ লঞ্চ করা হবে।
[/spoiler]

১০. সম্প্রতি কোন রাজ্যের রাজ্যসভার প্রথম মহিলা সদস্য হিসাবে এস ফাংগন কোনিয়াক-কে নির্বাচিত করা হল?

(A) পাঞ্জাব
(B) রাজস্থান
(C) উত্তর প্রদেশ
(D) নাগাল্যান্ড

[spoiler title=”উত্তর : “] (D) নাগাল্যান্ড

  • নাগাল্যান্ড থেকে রাজ্যসভার একমাত্র আসনে মহিলাকে প্রার্থী করেছে বিজেপি সরকার।
  • নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী : নেইফিউ রিও।
  • রাজধানী : কোহিমা।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button