4th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
4th April Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৪ঠা মার্চ – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th April Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ‘ন্যাশনাল ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২২’-এ মহিলাদের ৮৭ কেজি বিভাগে স্বর্ণপদক জিতেছে?
(A) অ্যান মারিয়া
(B) খুমুকছম সঞ্জিতা চানু
(C) সাইখোম মীরাবাই চানু
(D) কর্ণম মল্লেশ্বরী
- অ্যান মারিয়া সম্প্রতি জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ২৩১ কেজির জাতীয় রেকর্ড তৈরির সাথে মহিলাদের ৮৭ কেজি বিভাগে সোনার পদক জিতেছে।
- ভুবনেশ্বরের KIIT বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ফাইনাল অনুষ্ঠিত হয়।
- গুরদীপ সিং পুরুষদের ১০৯ কেজি+ বিভাগে স্বর্ণপদক জিতেছে।
২. নিম্নলিখিত কোন মন্ত্রী ৩রা এপ্রিল ২০২২-এ ছয়টি নতুন এবং বিরল ‘রেফারেন্স ম্যাটেরিয়াল’ (RMs) লঞ্চ করেছেন?
(A) পীযূষ গয়াল
(B) হরদীপ সিং পুরী
(C) অনুরাগ সিং ঠাকুর
(D) নিতিন গড়করি
- যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ৩রা এপ্রিল ২০২২-এ ছয়টি নতুন এবং বিরল রেফারেন্স ম্যাটেরিয়াল (RMs) চালু করেছেন।
- এগুলি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ-গুয়াহাটির সাথে ‘ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি’ দ্বারা তৈরি করা হয়েছে।
- anti-doping analysis development এর জন্য এগুলি লঞ্চ করা হয়েছে।
৩. কোন দেশ সম্প্রতি অনুষ্ঠিত ‘ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২২’-এ জয়ী হয়েছে?
(A) ইংল্যান্ড
(B) অস্ট্রেলিয়া
(C) ভারত
(D) পাকিস্তান
- ৩রা এপ্রিল ২০২২ এ অস্ট্রেলিয়া ২০২২ সালের ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপে বিজয়ী হয়েছে।
- এটি ছিল তাদের সপ্তম মহিলা বিশ্বকাপ।
- নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে ফাইনালে ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
- অ্যালিসা হিলি খেলার ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে সেঞ্চুরি করেন।
৪. কোন দিনটি প্রতিবছর ‘আন্তর্জাতিক খনি নিরাপত্তা দিবস’ হিসাবে পালিত হয়?
(A) ৪ঠা এপ্রিল
(B) ১০ই এপ্রিল
(C) ৩রা এপ্রিল
(D) ১লা এপ্রিল
- দিবসটি ৮ই ডিসেম্বর ২০০৫ এ জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ঘোষিত হয়েছিল।
- ২০২২ সালের এই দিবসটির থিম “Safe Ground, Safe Steps, Safe Home”।
৫. ভারতীয় কোস্ট গার্ড ইউনিট পুদুচেরি এবং কোন উপকূল বরাবর নজরদারি বৃদ্ধি করতে ইন্টারসেপ্টর বোট ‘C-436’ যোগ করেছে?
(A) ওড়িশা
(B) তামিলনাড়ু
(C) আন্দামান ও নিকোবর
(D) অন্ধ্র প্রদেশ
- ভারতীয় কোস্ট গার্ড ইউনিট কারাইকল এ ইন্টারসেপ্টর বোট ‘C-436’ যোগ করেছে।
- এর মাধ্যমে তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি হবে।
৬. নিম্নোক্ত কে বছরের সেরা অ্যালবামের জন্য সম্প্রতি ‘গ্র্যামিস অ্যাওয়ার্ড ২০২২’ জিতেছে?
(A) জন ব্যাটিস্ট
(B) সিল্ক সোনিক
(C) দোজা বিড়াল
(D) অলিভিয়া রদ্রিগো
- জন ব্যাটিস্ট ৬৪তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘We Are’-অ্যালবাম-এর জন্য বছরের সেরা অ্যালবাম সহ পাঁচটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন।
- এছাড়াও তিনি সেরা মিউজিক ভিডিও, সেরা আমেরিকান রুটস পারফরম্যান্স এবং সেরা আমেরিকান রুটস গানের জন্য অন্য গ্র্যামিস অ্যাওয়ার্ডগুলি জিতেছেন।
৭. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি কাকে দেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন?
(A) আরিফ আলভী
(B) ফয়সাল হোসেন
(C) গুলজার আহমেদ
(D) উমর আতা বন্দিয়াল
- পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি জানিয়ে ছিলেন যে ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানের সংবিধানের 224 A (4) অনুচ্ছেদের অধীনে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত ইমরান খান প্রধানমন্ত্রী হিসাবে বহাল থাকবেন।
- অবশেষে ইমরান খান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করলেন।
- প্রসঙ্গত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি পাকিস্তানের মন্ত্রীসভা ভেঙে দিয়েছেন।
৮. সম্প্রতি কে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৩৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড করলেন?
(A) বিরাট কোহলি
(B) এমএস ধোনি
(C) শিখর ধাওয়ান
(D) কেএল রাহুল
- রোহিত শর্মার পর মহেন্দ্র সিং ধোনি দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি ৩৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
- ৩রা এপ্রিল, ২০২২-এ ব্রেবোর্ন স্টেডিয়ামে খেলা চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস ম্যাচে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
- রোহিত শর্মা এখনো পর্যন্ত ৩৭২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
৯. কোন স্পেস স্টার্টআপ ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন’-এ প্রথম সম্পূর্ণ-বেসরকারী মহাকাশচারী মিশন চালু করতে চলেছে?
(A) LeoLabs
(B) GHGSat
(C) Axiom Space
(D) Orbital Insight
- Axiom Space ফ্লোরিডায় NASA-এর কেনেডি স্পেস সেন্টার থেকে SpaceX-এর Falcon 9 রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম সম্পূর্ণ-ব্যক্তিগত (all private) মহাকাশচারী মিশন (astronaut mission) লঞ্চ করতে চলেছে।
- মিশনটি ৬ই এপ্রিল, ২০২২-এ লঞ্চ করা হবে।
১০. সম্প্রতি কোন রাজ্যের রাজ্যসভার প্রথম মহিলা সদস্য হিসাবে এস ফাংগন কোনিয়াক-কে নির্বাচিত করা হল?
(A) পাঞ্জাব
(B) রাজস্থান
(C) উত্তর প্রদেশ
(D) নাগাল্যান্ড
- নাগাল্যান্ড থেকে রাজ্যসভার একমাত্র আসনে মহিলাকে প্রার্থী করেছে বিজেপি সরকার।
- নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী : নেইফিউ রিও।
- রাজধানী : কোহিমা।
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here