Daily Current Affairs in BengaliCurrent Affairs

31st May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

31st May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩১শে মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 31st May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটি প্রতি বছর ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ (WNTD) হিসাবে পালিত হয়?

(A) ২৮শে মে
(B) ৩১শে মে
(C) ২২শে মে
(D) ৩০শে মে

উত্তর :
(B) ৩১শে মে

 • তামাক সেবনের ফলে সৃষ্ট ক্ষতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতি বছর ৩১শে মে সারা বিশ্বে এই দিনটি পালিত হয়।
 • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলি প্রথম ১৯৮৭ সালে ৩১শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করতে সম্মত হয়েছিল।
 • ২০২২ সালের বিশ্ব তামাকমুক্ত দিবসের থিম “Protect The Environment”।তামাক সেবনের ফলে সৃষ্ট ক্ষতি সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতি বছর ৩১শে মে সারা বিশ্বে এই দিনটি পালিত হয়।
 • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলি প্রথম ১৯৮৭ সালে ৩১শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করতে সম্মত হয়েছিল।
 • ২০২২ সালের বিশ্ব তামাকমুক্ত দিবসের থিম “Protect The Environment”।

২. ৩১শে মে ২০২২ এ দক্ষিনেশ্বর কালীবাড়ির কত তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল?

(A) ১৩৫ তম
(B) ১৫৭ তম
(C) ১৫০ তম
(D) ১৬৭ তম

উত্তর :
(D) ১৬৭ তম

 • এই কালী মন্দিরটি উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটি শহরে হুগলি নদীর তীরে অবস্থিত।
 • ১৮৫৫ সালের ৩১শে মে রানী রাসমণি এই মন্দিরটি স্থাপন করেন।

৩. ২৯শে মে নিম্নোক্ত কোন রাজ্যে ৪৭ বছর বয়সী একজন লোক পশ্চিমী নীল জ্বরে মারা গেছেন?

(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) মহারাষ্ট্র
(D) গোয়া

উত্তর :
(B) কেরালা

 • পশ্চিমী নীল জ্বর (West Nile Fever) কিউলেক্স প্রজাতির মশা দ্বারা ছড়ায়।
 • WHO এর মতে এই রজার ফলে মানুষ মারাত্মক স্নায়বিক রোগে আক্রান্ত হতে পারে।

৪. সম্প্রতি কে UNICEF কর্তৃক ‘Immunisation Champion Award’ গ্রহণ করলেন?

(A) আর.জে. উমর
(B) সাতেন্দর মালিক
(C) যোগেশ্বর দত্ত
(D) মোহিত দাহিয়া

উত্তর :
(A) আর.জে. উমর

 • দক্ষিণ কাশ্মীরের রেডিও জকি উমর নিসার, মহারাষ্ট্রের মুম্বাইয়ে  UNICEF দ্বারা বার্ষিক Radio4Child 2022 Awards এ ’01 Best Content Award’ এবং ‘Immunization Champion Award’-এ ভূষিত হয়েছেন।

৫. কাকে সম্প্রতি MIFF 2022-এ ‘V Shantaram Lifetime Achievement Award’-দ্বারা ভূষিত করা হয়েছে?

(A) গৌরব সচদেবা
(B) প্রমোদ পারমার
(C) সঞ্জিত নারওয়েকর
(D) বিজয় কামথে

উত্তর :
(C) সঞ্জিত নারওয়েকর

 • মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার (MIFF 2022) এর ১৭ তম সংস্করণে বিশিষ্ট লেখক এবং ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা শ্রী সঞ্জিত নারওয়েকারকে তার চমৎকার বৈচিত্র্যময় এবং অনুপ্রেরণাদায়ক কাজের জন্য ‘ডক্টর ভি শান্তরাম লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার’ প্রদান করা হয়েছে।
 • কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সঞ্জিত নারওয়েকারকে নগদ ১০ লক্ষ টাকা, একটি সোনার শঙ্খ এবং একটি সম্মাননাপত্র সহ পুরস্কার প্রদান করেন।

৬. জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি কোন রাজ্যে ভারতের বৃহত্তম সোনার ভান্ডারের সন্ধান পেয়েছে?

(A) বিহার
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) উত্তর প্রদেশ

উত্তর :
(A) বিহার

 • জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সমীক্ষা অনুসারে, বিহারের জামুই জেলায় ৩৭.৬ টন খনিজ সমৃদ্ধ আকরিক সহ প্রায় ২২২.৮৮ মিলিয়ন টন সোনার মজুদ রয়েছে।

৭. RBI সমীক্ষা অনুসারে, কত টাকার নোট ভারতীয় গ্রাহকদের সবচেয়ে পছন্দের নোট?

(A) ৫০০ টাকার নোট
(B) ১০০ টাকার নোট
(C) ১০ টাকার নোট
(D) ২০০০ টাকার নোট

উত্তর :
(B) ১০০ টাকার নোট

 • ভারতীয় গ্রাহকরা সবচেয়ে বেশি পছন্দ করে ১০০ টাকার নোট এবং ২,০০০ টাকার নোট সবচেয়ে কম পছন্দ করে।
 • RBI এর ১১,০০০ উত্তরদাতাদের একটি বৈচিত্র্যপূর্ণ নমুনার রিপোর্টে এটি প্রকাশিত হয়েছে।
 • কয়েনগুলির মধ্যে, ৫ টাকার কয়েন সবচেয়ে পছন্দের এবং ১ টাকা সবচেয়ে কম পছন্দের৷


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button