Daily Current Affairs in BengaliCurrent Affairs

22nd May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

22nd May Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২শে মে  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd May Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কাকে সম্প্রতি Paytm-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে পুনরায় নিযুক্ত করা হয়েছে?

(A) বিজয় শেখর শর্মা
(B) অলকেশ কুমার শর্মা
(C) সিন্ধু গঙ্গাধরন
(D) জ্ঞানেশ ভারতী

উত্তর :
(A) বিজয় শেখর শর্মা

  • Paytm-এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মাকে Paytm-এর ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে পুনঃনিযুক্ত করা হয়েছে।
  • তিনি ১৯শে ডিসেম্বর ২০২২ থেকে পাঁচ বছরের জন্য পুণঃনিযুক্ত হয়েছেন।
  • কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার (CFO) মধুর দেওরাকে ২০শে মে, ২০২২ থেকে পাঁচ বছরের জন্য অতিরিক্ত ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

২. নিচের কোন শহরে সম্প্রতি আগুন নেভানোর জন্য রোবট নিযুক্ত করা হয়েছে?

(A) দিল্লী
(B) বেঙ্গালুরু
(C) কলকাতা
(D) মুম্বাই

উত্তর :
(A) দিল্লী

  • দিল্লি সরকার শহরে আগুন নেভানোর জন্য রোবট নিযুক্ত করেছে যা সরু রাস্তা, গুদাম, বেসমেন্ট, সিঁড়ি এবং জঙ্গলে আগুন নেভাতে সক্ষম হবে এবং তেল এবং রাসায়নিক ট্যাঙ্কার এবং কারখানার মতো জায়গায় প্রবেশ করতে পারবে।
  • রোবটগুলি প্রতি মিনিটে ২,৪০০ লিটার হারে উচ্চ গতিতে জল নির্গমন করতে সক্ষম হবে।

৩. ভারতীয় পুরুষদের কম্পাউন্ড দলের কারা সম্প্রতি দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে অনুষ্ঠিত ‘Archery World Cup 2022 Stage-Two’-তে স্বর্ণপদক জিতেছে?

(A) অভিষেক ভার্মা, রাহুল ব্যানার্জি ও রজত চৌহান
(B) অভিষেক ভার্মা, আমান সাইনি এবং রজত চৌহান
(C) অতনু দাস, রাহুল ব্যানার্জি এবং চেরুকুরি লেনিন
(D) অতনু দাস, রাহুল ব্যানার্জি এবং রজত চৌহান

উত্তর :
(B) অভিষেক ভার্মা, আমান সাইনি এবং রজত চৌহান

  • ভারতীয় পুরুষদের কম্পাউন্ড দল ২০শে মে ২০২২-এ দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে আর্চারি ওয়ার্ল্ড কাপ ২০২২ এ স্বর্ণপদক জিতেছে।
  • অভিষেক ভার্মা, আমান সাইনি, এবং রজত চৌহান ফাইনালে আদ্রিয়েন গন্তিয়ার, জিন ফিলিপ বুলচ এবং কেন্টিন বারারকে পরাজিত করেছেন।
  • অবনীত কৌর, মুসকান কিরার এবং প্রিয়া গুর্জারের ভারতীয় মহিলা কম্পাউন্ড দলও একটি ব্রোঞ্জ পদক জিতেছে।

৪. কোন ভারতীয় রাজ্য সম্প্রতি BA.4 Omicron ভেরিয়েন্টের প্রথম কেস রিপোর্ট করেছে?

(A) রাজস্থান
(B) তামিলনাড়ু
(C) তেলেঙ্গানা
(D) কেরালা

উত্তর :
(C) তেলেঙ্গানা

  • তেলঙ্গানার হায়দ্রাবাদে BA.4 ভ্যারিয়েন্টের প্রথম কেস নিশ্চিত হয়েছে।
  • খবরটি ১৯শে মে, ২০২২-এ COVID-19 জিনোমিক সার্ভিল্যান্স প্রোগ্রাম থেকে প্রকাশিত হয়েছিল।

৫. কোন দিনটিতে প্রতিবছর “International Day for Biological Diversity” পালিত হয়?

(A) ২০শে মে
(B) ১৯শে মে
(C) ২১শে মে
(D) ২২শে মে

উত্তর :
(D) ২২শে মে

  • এই বছরের আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবসের থিম হল ‘Building a shared future for all life’।
  • “জৈব বৈচিত্র্যের জন্য আন্তর্জাতিক দিবস” হল জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ের প্রচারের জন্য জাতিসংঘ-অনুমোদিত একটি আন্তর্জাতিক দিবস।
  • দিনটি ২০০০ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত হয়।

৬. নিচের কোন ভারতীয় স্পেস টেলিস্কোপ ৫০০ টি ব্ল্যাক হোলের সৃষ্টি (birth of black holes) রেকর্ড করেছে?

(A) NuSTAR
(B) Aditya-L1
(C) AstroSat-2
(D) Astrosat

উত্তর :
(D) Astrosat

  • ভারতীয় টেলিস্কোপ Astrosat ২০শে মে ২০২২-অবধি পাঁচশত বারের মতো ব্ল্যাক হোলের জন্ম প্রত্যক্ষ করেছে।
  • ২০১৫ সালের ২৮শে সেপ্টেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে Astrosat উৎক্ষেপণ করা হয়েছিল।
  • এটি বিশ্বের সবচেয়ে সংবেদনশীল স্পেস টেলিস্কোপ।

৭. ২২শে মে কোন ভারতীয় পেহলওয়ানের ১৪৪তম জন্মদিবস উদযাপন হল?

(A) ভোলু পেহলওয়ান
(B) আসলাম পেহলওয়ান
(C) গোলাম মোহাম্মদ বকশ বাট
(D) দাড়া সিং

উত্তর :
(C) গোলাম মোহাম্মদ বকশ বাট

  • তিনি সাধারণত রুস্তম-ই-হিন্দ এবং ‘দ্য গ্রেট গামা’ নামে পরিচিত।
  • ব্রিটিশ ভারতের একজন পেহলওয়ানি কুস্তিগীর এবং একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন তিনি।
  • ২০ শতকের প্রথম দিকে, তিনি বিশ্বের একজন অপরাজেয় কুস্তি চ্যাম্পিয়ন ছিলেন।
  • কথায় প্রচলিত আছে তিনি ১২০০ কেজির পাথর চাগিয়ে ফেলতেন।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button