Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th & 5th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ও ৫ই সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th & 5th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  3rd September Current Affairs Quiz 2023 – Bengali


১. কে ‘ডায়াবেটোলজিস্ট অফ দ্য ইয়ার ২০২৩’ (‘Diabetologist of the Year 2023)পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) ডঃ নবনীত আগরওয়াল
(B) ডঃ বিকাশ পন্ত
(C) ডঃ অমে সোনাভানে
(D) ডঃ সুমিত সিংহানিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (A) ডঃ নবনীত আগরওয়াল
BeatO-এর চিফ ক্লিনিকাল অফিসার ডঃ নবনীত আগরওয়াল, তার ব্যতিক্রমী চিকিৎসা সেবা এবং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জীবন উন্নতির জন্য উৎসর্গের জন্য ‘ডায়াবেটোলজিস্ট অফ দ্য ইয়ার (জাতীয় বিজয়ী)-২০২৩’ পুরস্কারে ভূষিত হয়েছেন। [/spoiler]

২. নিচের কোন IIT বাতাসের কোয়ালিটি ভালো করার জন্য ‘CODE’ ডিভাইস তৈরী করেছে ?

(A) IIT যোধপুর
(B) IIT মান্ডি
(C) IIT বোম্বে
(D) IIT দিল্লি

[spoiler title=’উত্তর ‘ ] (A) IIT যোধপুর
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) যোধপুরের গবেষকদের একটি দল ভাল অভ্যন্তরীণ বায়ু মানের জন্য একটি অভিনব ডিভাইস তৈরি করেছে।
এই ডিভাইসটি এক ধরণের – Cold-plasma Detergent in Environment (CODE) ডিভাইস। [/spoiler]

৩. সম্প্রতি ১০০ টি-টোয়েন্টি উইকেট নেওয়া প্রথম মহিলা সহযোগী খেলোয়াড় কে?

(A) রশিদ খান
(B) নাটায়া বুচথাম
(C) জোফরা আর্চার
(D) হরমনপ্রীত কৌর

[spoiler title=’উত্তর ‘ ] (B) নাটায়া বুচথাম
থাইল্যান্ডের অলরাউন্ডার নাটায়া বুচথাম সম্প্রতি ১০০ টি-টোয়েন্টি উইকেট নেওয়া প্রথম মহিলা সহযোগী খেলোয়াড় হয়েছেন । [/spoiler]

৪. দিব্যাঙ্গ শিশুদের ক্ষমতায়নের জন্য হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সম্প্রতি কোন প্রকল্প চালু করেছেন ?

(A) SABAL Yojna
(B) Mukhya Mantri Sporting Abilities Scheme
(C) Rebuilding Aspirations Scheme
(D) DIVYAL Yojna

[spoiler title=’উত্তর ‘ ] (A) SABAL Yojna
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু হামিরপুর জেলার নাদৌন বিধানসভা কেন্দ্র থেকে Mukhya Mantri Sporting Abilities, Rebuilding Aspirations and Livelihood Scheme (SABAL) যোজনা চালু করেছেন। [/spoiler]

৫. সম্প্রতি কোন দেশে সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপে সবথেকে বেশি মৃত্যু হয়েছে ?

(A) বাংলাদেশ
(B) শ্রীলংকা
(C) পাকিস্তান
(D) ব্রাজিল

[spoiler title=’উত্তর ‘ ] (A) বাংলাদেশ
২রা সেপ্টেম্বর বাংলাদেশে একদিনে ২১ জন ডেঙ্গুতে প্রয়াত হয়েছেন। এটি একদিনে ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। [/spoiler]

৬. কোন রাজ্য সমস্ত রাজ্য জুড়ে বৈদ্যুতিক চার্জিং স্টেশনগুলি তৈরী করার জন্য পরিকল্পনা করেছে?

(A) উত্তরাখণ্ড
(B) মহারাষ্ট্র
(C) হিমাচল প্রদেশ
(D) তামিলনাড়ু

[spoiler title=’উত্তর ‘ ] (C) হিমাচল প্রদেশ
হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু রাজ্যে বৈদ্যুতিক গাড়ির (EVs) জন্য বৈদ্যুতিক চার্জিং স্টেশন তৈরী করার জন্য একটি পলিসি ঘোষণা করেছেন৷ [/spoiler]

৭. নিচের কোন দেশ বাংলাদেশের উন্নয়নে ১৯১ মিলিয়ন ইউরো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?

(A) ফ্রান্স
(B) জার্মানি
(C) চীন
(D) পাকিস্তান

[spoiler title=’উত্তর ‘ ] (B) জার্মানি
টেকসই উন্নয়ন প্রকল্প ও নারীর ক্ষমতায়নের জন্য জার্মানি বাংলাদেশকে ১৯১ মিলিয়ন ইউরো দেবে বলে সম্প্রতি ঘোষণা করেছে। [/spoiler]

৮. ২০২৩ সালের জাতীয় শিক্ষক দিবসের থিম কী?

(A) Teachers at the heart of education recovery
(B) Empowering Educators for Educational Revival
(C) Revitalizing Learning: Putting Teachers First
(D) Recovery and Renewal: Teachers as Change Agents

[spoiler title=’উত্তর ‘ ] (A) Teachers at the heart of education recovery

প্রতিবছর ৫ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস পালন করা হয় ।

দেখে নাও : শিক্ষক দিবস সম্পর্কিত বিস্তারিত তথ্য

[/spoiler]

৯. Marut Drones দ্বারা নির্মিত কোন ড্রোনটিকে কৃষি ও ড্রোন পাইলট প্রশিক্ষণে ব্যবহারের জন্য ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) সার্টিফাই করেছে ?

(A) AG-321S
(B) DG-765S
(C) AG-365S
(D) MA-745D

[spoiler title=’উত্তর ‘ ] (C) AG-365S
Marut Drones দ্বারা নির্মিত AG-365S ড্রোনটিকে কৃষি ও ড্রোন পাইলট প্রশিক্ষণে ব্যবহারের জন্য ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) সার্টিফাই করেছে । ড্রোনগুলির ওজন ২৫ কেজির কম। [/spoiler]

১০. ভারতের লিডিং নবায়নযোগ্য শক্তি কোম্পানি Saatvik Solar কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগদান করেছেন –

(A) বিরাট কোহলি
(B) এমএস ধোনি
(C) শচীন টেন্ডুলকার
(D) রবীন্দ্র জাদেজা

[spoiler title=’উত্তর ‘ ] (D) রবীন্দ্র জাদেজা
Saatvik Solar কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজা । [/spoiler]

১১. কোন রাজ্য সম্প্রতি ‘গৃহ লক্ষ্মী প্রকল্প (Gruha Lakshmi scheme)’ চালু করেছে?

(A) কেরালা
(B) অন্ধ্র প্রদেশ
(C) কর্ণাটক
(D) ওড়িশা

[spoiler title=’উত্তর ‘ ] (C) কর্ণাটক

  • কর্ণাটক সরকার গৃহ লক্ষ্মী স্কিম চালু করেছে, যার লক্ষ্য রাজ্যের পরিবারের প্রধান মহিলাকে প্রতি মাসে ২,০০০ টাকা সহায়তা প্রদান করা।
  • রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খার্গ এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এই প্রকল্পটি চালু করেছেন।
  • এটি ভারতের সবচেয়ে বড় মানি ট্রান্সফার স্কিম বলে জানা গেছে। এই প্রকল্পের জন্য প্রায় ১.০৮ কোটি সুবিধাভোগী চিহ্নিত করা হয়েছে।
[/spoiler]

১২. কোন কোম্পানি ‘Share(dot)Market’ নামে একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে?

(A) Paytm
(B) CRED
(C) PhonePe
(D) BharatPe

[spoiler title=’উত্তর ‘ ] (C) PhonePe

  • PhonePe একটি নতুন অ্যাপ্লিকেশন ‘Share(dot)Market’ চালু করেছে।
  • এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ব্রোকিং ব্যবসায় প্রবেশ করতে চলেছে PhonePe।
[/spoiler]

১৩. সম্প্রতি খবরে আসা গ্যাবন কোন অঞ্চলে অবস্থিত?

(A) আফ্রিকা
(B) ইউরোপ
(C) অস্ট্রেলিয়া
(D) এশিয়া

[spoiler title=’উত্তর ‘ ] (A) আফ্রিকা

  • সম্প্রতি গ্যাবনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন আলি বঙ্গো
  • এর পরেই সেখানে ক্ষমতা দখল করল সেনাবাহিনী।
  • সেখানকার সদ্য পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট আলি বঙ্গোকে গৃহবন্দি করা হয়েছে বলে সেনার একাংশের তরফে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে।
[/spoiler]

১৪. এশিয়া কাপ ২০২৩ টুর্নামেন্টের আয়োজক দেশগুলি হল –

(A) ভারত ও বাংলাদেশ [
(B) পাকিস্তান ও আফগানিস্তান
(C) নেপাল ও বাংলাদেশ
(D) শ্রীলঙ্কা ও পাকিস্তান

[spoiler title=’উত্তর ‘ ] (D) শ্রীলঙ্কা ও পাকিস্তান

  • প্রতি দুই বছর অন্তর এশিয়া কাপ অনুষ্ঠিত হয়।
  • ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ২০২৩ এশিয়া কাপের আসর।
  • পাকিস্তান ও শ্রীলঙ্কা জুড়ে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
  • এশিয়া কাপের চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। বাকী সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
[/spoiler]

১৫. সম্প্রতি কোন রাজ্য স্থানীয় সংস্থাগুলিতে OBC কোটা বাড়িয়ে ২৭% করেছে?

(A) গুজরাট
(B) মধ্যপ্রদেশ
(C) আসাম
(D) ঝাড়খণ্ড

[spoiler title=’উত্তর ‘ ] (A) গুজরাট

  • গুজরাট সরকার রাজ্যের পঞ্চায়েত এবং শহুরে স্থানীয় সংস্থাগুলিতে অন্যান্য অনগ্রসর শ্রেণীর (OBC) জন্য সংরক্ষণ ১০% থেকে বাড়িয়ে ২৭% করেছে।
  • কে. এস. ঝাভেরি কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button