Daily Current Affairs in BengaliCurrent Affairs

30th September Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩০শে সেপ্টেম্বর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  29th September Current Affairs Quiz 2023 – Bengali


১. চলমান এশিয়ান গেমসে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে নিচের কোন ব্যক্তি সোনা জিতেছেন?

(A) পলক গুলিয়া
(B) এশা সিং
(C) কিশমালা তালাত
(D) মনু ভাকের

উত্তর
(A) পলক গুলিয়া
পলক গুলিয়া ও ইশা সিং ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টে জিতলেন যথাক্রমে সোনা ও রূপো।

২. চীনকে মোকাবেলা করার জন্য তাইওয়ানের প্রথম দেশীয়ভাবে তৈরি সাবমেরিনটি হল –

(A) নারহওয়াল
(B) প্লাঞ্জার
(C) থ্রেসার
(D) স্কেট

উত্তর
(A) নারহওয়াল

  • চীনের হুমকি মোকাবেলায় তাইওয়ান তাদের প্রথম দেশীয় তৈরি সাবমেরিন নারহুল চালু করেছে।
  • নতুন সাবমেরিনটি ইউএস-নির্মিত মার্ক ৪৮ হেভিওয়েট টর্পেডো দিয়ে সজ্জিত।

৩. আন্তর্জাতিক অনুবাদ দিবস (International Translation Day) ২০২৩ এর থিম হল –

(A) Translation and technology
(B) Translation and diversity
(C) Translation and education
(D) Translation unveils the many faces of humanity

উত্তর
(D) Translation unveils the many faces of humanity

  • প্রতি বছর ৩০শে সেপ্টেম্বর “আন্তর্জাতিক অনুবাদ দিবস” হিসাবে পালন করা হয়।
  • আন্তর্জাতিক অনুবাদক (এফআইটি) ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল । এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আন্তর্জাতিক ফেডারেশন অফ ট্রান্সভেটরস (ফিট) দ্বারা প্রচারিত হয় ।
  • ১৯৯১ সালে এফআইটি বিশ্বব্যাপী অনুবাদ সম্প্রদায়ের স্বীকৃতির জন্য আন্তর্জাতিক অনুবাদ দিবস উদযাপনের ধারণাটি চালু করে।

৪. ইন্ডিয়া স্মার্ট সিটিস কনক্লেভে সিটি অ্যাওয়ার্ড বিভাগে কোন শহর প্রথম হয়েছে ?

(A) আগ্রা
(B) বারাণসী
(C) লখনউ
(D) ইন্দোর

উত্তর
(B) বারাণসী

  • সেরা স্মার্ট সিটি পুরস্কার পেল (Smart Cities Conclave 2023) মধ্যপ্রদেশের ইন্দোর শহর।
  • দ্বিতীয় স্থান পেয়েছে গুজরাটের সুরাট শহর এবং তৃতীয় স্থান পেয়েছে আগ্রা।

৫. এশিয়ান গেমসে ভারতীয় মহিলা স্কোয়াশ দল নিচের কোন দল থেকে হেরে ব্রোঞ্জ পদক জিতেছে?

(A) নেদারল্যান্ডস
(B) হংকং
(C) অস্ট্রেলিয়া
(D) চাইনিজ তাইপেই

উত্তর
(B) হংকং

  • সম্প্রতি এশিয়ান গেমসের সেমিফাইনালে হংকংয়ের বিরুদ্ধে ১-২ হেরে জোৎস্না চিনপ্পা, তানভি খান্না এবং অনাহত সিং নিয়ে গঠিত ভারতীয় মহিলা স্কোয়াশ দল ব্রোঞ্জ জিতেছে।
  • ২০১০ সাল থেকে টিম ইভেন্টের প্রবর্তনের পর থেকে এশিয়ান গেমসের প্রতিটি সংস্করণে মহিলা স্কোয়াশ দল একটি করে পদক জিতেছে।

৬. হাংজুতে এশিয়ান গেমসে লিগ অফ লিজেন্ডস গেমের জন্য কতজন ভারতীয় ভারতের প্রতিনিধিত্ব করছে ?

(A)
(B)
(C)
(D)

উত্তর
(A)
ছয় জন লিগ অফ লিজেন্ডস গেমার হ্যাংজুতে ভারতের প্রতিনিধিত্ব করছে । লিগ অফ লিজেন্ডস একটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম ।

৭. SBI লাইফ ইন্স্যুরেন্সের MD এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) সন্দীপ বখশী
(B) অমিত ঝিংরান
(C) চন্দ্র শেখর ঘোষ
(D) এ কে গোয়েল

উত্তর
(B) অমিত ঝিংরান

  • SBI লাইফ ইন্স্যুরেন্স অমিত ঝিংরানকে নতুন CEO নিযুক্ত করেছে।
  • কোম্পানির বর্তমান এমডি এবং সিইও মহেশ কুমার শর্মাকে এসবিআই-তে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

৮. কোন স্থানে উমলিং লা ফ্যাশন শোটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ফ্যাশন শোর জন্য আগের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে ছাড়িয়ে গেছে?

(A) লাদাখ
(B) জম্মু ও কাশ্মীর
(C) অরুণাচল প্রদেশ
(D) সিকিম

উত্তর
(A) লাদাখ
সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় ফ্যাশন শো আয়োজিত হয়েছে লাদাখে।

৯. নিচের কোন দল ২০২৩ সালের কলকাতা ফুটবল লীগ জিতে নিয়েছে ?

(A) মোহনবাগান
(B) ইস্ট বেঙ্গল
(C) মোহামেডান এসসি
(D) ভবানীপুর এফসি

উত্তর
(C) মোহামেডান এসসি

  • কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচে মোহনবাগানকে ২-০ গোলে পরাস্ত করল মহামেডন।
  • প্রথমার্ধের দাপটে ম্যাচ পকেটে পুরল মহামেডান আর একসঙ্গে পরপর তিনবার কলকাতা লিগ জিতল মহামেডান।

১০. এশিয়ান গেমস ২০২২ এ কিরণ বালিয়ানের সেরা থ্রোতে ১৭.৩৬ মিটারের ব্রোঞ্জ পদক পাওয়ার আগে এশিয়ান গেমসে মহিলাদের শট পুট ইভেন্টে ভারত শেষবার পদক জিতেছিল কত বছর আগে ?

(A) ৭০
(B) ৭১
(C) ৭২
(D) ৭৩

উত্তর
(C) ৭২

  • এশিয়ান গেমসে (Asian Games) অ্যাথলেটিক্সে প্রথম পদক এল ভারতের ঝুলিতে। মহিলাদের শট পাটে ব্রোঞ্জ জিতলেন কিরণ বালিয়া।
  • মহিলাদের শট পাটের ফাইনালে ১৭.৩৬ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতলেন ভারতের কিরণ বালিয়া।
  • মহিলাদের শট পাটে ৭২ বছরের পর ভারত এশিয়ান গেমস পদক জিতেছে ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button