Daily Current Affairs in BengaliCurrent Affairs

22nd December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

22nd December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 21st December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদ কর্তৃক প্রকাশিত Social Progress Index (SPI) অনুসারে, নিচের কোনটির দেশে সর্বোচ্চ SPI রয়েছে?

(A) পুদুচেরি
(B) দিল্লী
(C) লাদাখ
(D) চণ্ডীগড়

উত্তর
(A) পুদুচেরি

  • পুদুচেরিতে দেশের সর্বোচ্চ SPI স্কোর ৬৫.৯৯।
  • আইজল (মিজোরাম), সোলান (হিমাচল প্রদেশ) এবং সিমলা (হিমাচল প্রদেশ) হল শীর্ষ 3টি সেরা পারফর্মিং জেলা।

২. ৩৬তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ ২০২৩ কোন শহরে অনুষ্ঠিত হবে?

(A) মুম্বাই
(B) চেন্নাই
(C) নতুন দিল্লি
(D) পাটনা

উত্তর
(C) নতুন দিল্লি

  • ২৮শে মার্চ থেকে ২রা এপ্রিল ২০২৩ পর্যন্ত ৩৬তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।
  • নয়াদিল্লি সপ্তম বারের মতো এই চ্যাম্পিয়নশিপের আয়োজক হবে।

৩. কোন রাজ্যের উনাকোটির রক কাট ভাস্কর্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের দ্বারা UNESCO বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়েছে?

(A) গুজরাট
(B) মেঘালয়
(C) পাঞ্জাব
(D) ত্রিপুরা

উত্তর
(D) ত্রিপুরা

  • এছাড়াও ভাদনগর শহর এবং গুজরাটের মোধেরার সূর্য মন্দিরকেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির অস্থায়ী তালিকায় যুক্ত করা হয়েছে।
  • এই তিনটি সাইট যুক্ত করার সাথে সাথে, ভারতের ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থানের তালিকায় ৫২টি প্রস্তাব রয়েছে।

৪. প্রতিবছর কোন দিনটিতে জাতীয় গণিত দিবস পালিত হয়?

(A) ২১শে ডিসেম্বর
(B) ২৪শে ডিসেম্বর
(C) ২৩শে ডিসেম্বর
(D) ২২শে ডিসেম্বর

উত্তর
(D) ২২শে ডিসেম্বর

  • বিখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের জন্মবার্ষিকী স্মরণে প্রতি বছর ২২শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস পালিত হয়।
  • তিনি ১৮৮৭ সালে তামিলনাড়ুর ইরোডে জন্মগ্রহণ করেছিলেন।
  • ১৯১১ সালে, রামানুজন ইন্ডিয়ান ম্যাথমেটিকাল সোসাইটির জার্নালে তার প্রথম গবেষণাপত্র প্রকাশ করেছিলেন।
  • ‘১৭২৯’ কে রামানুজন সংখ্যা হিসাবে পরিচিত।
  •  তিনি ১৯১৮ সালে লন্ডনের রয়্যাল সোসাইটির একজন ফেলো নির্বাচিত হয়েছিলেন।

৫. রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখার উচ্চকক্ষে ভাইস চেয়ারপারসনের প্যানেলে সম্প্রতি কাকে মনোনীত করেছেন?

(A) অঞ্জু ববি জর্জ
(B) চকচকে আব্রাহাম
(C) পিটি উষা
(D) অভিনব বিন্দ্রা

উত্তর
(C) পিটি উষা

  • রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধানখর কিংবদন্তি প্রাক্তন ক্রীড়াবিদ এবং MP পিটি ঊষাকে ২১শে ডিসেম্বর ২০২২-এ উচ্চকক্ষের ভাইস চেয়ারপারসনের প্যানেলে মনোনীত করেছেন।
  • সম্প্রতি তিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছেন।

৬. দেশের প্রথম কার্বন-নিরপেক্ষ পাওয়ার এক্সচেঞ্জ হয়ে উঠলো কোনটি?

(A) Multi Commodity Exchange
(B) Indian Energy Exchange
(C) Power Exchange of India Ltd.
(D) Hindustan Power Exchange

উত্তর
(B) Indian Energy Exchange

  • ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ (IEX) সম্প্রতি দেশের প্রথম কার্বন-নিরপেক্ষ পাওয়ার এক্সচেঞ্জ হয়ে উঠেছে।
  • UNEP ২০২২ রিপোর্ট অনুযায়ী, গ্লোবাল ওয়ার্মিংকে ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ করতে ২০৩০ সালের মধ্যে গ্লোবাল গ্রিনহাউস গ্যাস (GHG) নির্গমন অবশ্যই ৪৫% কমানো দরকার।
  • ২০২১ সালে মোট বিশ্বব্যাপী GHG নির্গমন প্রায় ৫৩ GTCO2eq অনুমান করা হয়েছিল।

৭. ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ডস ২০২২-এ নিচের কোনটি প্ল্যাটিনাম আইকন জিতেছে?

(A) স্কিল ইন্ডিয়া মিশন
(B) উদয় স্কিম
(C) স্মার্ট সিটি মিশন
(D) AMRUT মিশন

উত্তর
(C) স্মার্ট সিটি মিশন

  • “DataSmart Cities: Empowering Cities through Data” উদ্যোগের জন্য পুরস্কৃত হয়েছে এই মিশন।
  • ন্যাশনাল স্মার্ট সিটিস মিশন হল ভারত সরকারের একটি শহুরে পুনর্নবীকরণ এবং পুনঃপ্রতিষ্ঠার কর্মসূচি যার লক্ষ্য দেশ জুড়ে স্মার্ট শহর গড়ে তোলা।
  • ২০১৫ সালে এই মিশন শুরু হয়েছিল।

৮. কোন রাজ্য সম্প্রতি ‘Regularisation of Unauthorised Development Bill’ পাশ করেছে?

(A) পাঞ্জাব
(B) গুজরাট
(C) কর্ণাটক
(D) ওড়িশা

উত্তর
(B) গুজরাট

গুজরাট:

  • মুখ্যমন্ত্রী – ভূপেন্দ্র প্যাটেল।
  • রাজ্যপাল – আচার্য দেবব্রত।
  • রাজধানী – গান্ধীনগর

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button