21st February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
21st February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২১শে ফেব্রুয়ারি – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. মাতৃভাষার মহত্ব প্রচারের জন্য, কোন দিনটিকে প্রতিবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়?
(A) ২১শে ফেব্রুয়ারি
(B) ১৫ই ফেব্রুয়ারি
(C) ১৪ই ফেব্রুয়ারি
(D) ১৮ই ফেব্রুয়ারি
- UNESCO-এর সাধারণ সম্মেলন ১৯৯৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটির ঘোষণা করে
- এটি আনুষ্ঠানিকভাবে ২০০২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা স্বীকৃত হয়েছিল।
- দিবসটির উদ্দেশ্য হল বিশ্বের মানুষের ব্যবহৃত সকল ভাষার সংরক্ষণ ও সুরক্ষা প্রচার করা।
- ২০২২ এর থিম “Using technology for multilingual learning: Challenges and opportunities”।
২. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি ২০শে ফেব্রুয়ারি ২০২২-এ তার ৩৬তম পূর্ণ রাজ্য দিবস উদযাপন করলো?
(A) ত্রিপুরা
(B) মণিপুর
(C) নাগাল্যান্ড
(D) অরুণাচল প্রদেশ
- অরুণাচল প্রদেশকে ১৯৮৭ সালে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল, এইভাবে ভারতের ইউনিয়নের ২৪ তম রাজ্য হয়ে উঠেছিল অরুণাচল প্রদেশ।
- রাজ্যটি ভুটান, মায়ানমার এবং চীনের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে।
- মিজোরামও ১৯৮৬ সালে ভারতীয় সংবিধানের ৫৩তম সংশোধনীর পর ২০ ফেব্রুয়ারি, ১৯৮৭-এ রাজ্যের মর্যাদা লাভ করে এবং ভারতের ২৩তম রাজ্যে পরিণত হয়।
অরুণাচল প্রদেশ :
- মুখ্যমন্ত্রী : পেমা খান্দু
- রাজ্যপাল : বি ডি মিশ্রা
- রাজধানী : ইটানগর
৩. নিচের কোন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) দলটি ২০২২ সালের পুরো সিজন জুড়ে টীম ফ্যানদের সাথে জুড়ে থাকার জন্য Metaverse-এ একটি ভার্চুয়াল স্পেস তৈরি করেছে?
(A) দিল্লি ক্যাপিটালস
(B) গুজরাট টাইটানস
(C) চেন্নাই সুপার কিংস
(D) মুম্বাই ইন্ডিয়ান্স
- গুজরাট টাইটানস হল ২০২২ এর IPL সিজনের নতুন টীম।
- ২০২২ এর জন্য গুজরাট টাইটানসের ক্যাপ্টেন হার্দিক পান্ডে।
- ২০২২ এর আরো একটি নতুন টীম হল লখনৌ সুপারজায়ান্টস, এই টিমের ক্যাপ্টেন কে এল রাহুল।
৪. ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ (SEBI) দ্বারা গঠিত ‘বিনিয়োগ নীতি উপদেষ্টা কমিটি’-র (investment policy advisory committee) চেয়ারম্যান কে হলেন?
(A) মুকেশ আম্বানি
(B) রাকেশ ঝুনঝুনওয়া
(C) উর্জিত প্যাটেল
(D) এন আর নারায়ণ মূর্তি
- SEBI তার বিকল্প বিনিয়োগ নীতি উপদেষ্টা কমিটি পুনর্গঠন করেছে, এর সভাপতিত্ব করছেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এন আর নারায়ণ মূর্তি।
- এই কমিটির এখন ২০ জন সদস্য রয়েছে।
৫. নিচের কোন IIT ‘এগ্রোমেট অ্যাডভাইজরি সার্ভিসেস’ (AAS) এর প্রচারের জন্য সম্প্রতি ‘KISAN’-নামক মোবাইল অ্যাপ চালু করেছে?
(A) IIT গুয়াহাটি
(B) IIT রুরকি
(C) IIT কানপুর
(D) IIT দিল্লি
- IIT রুরকি Agromet Advisory Services (AAS) এর বিস্তারের জন্য ‘KISAN’ মোবাইল অ্যাপ চালু করেছে।
- ১৯শে ফেব্রুয়ারী ২০২২-এ ‘গ্রামীণ কৃষি মৌসম সেবা’ (GKMS) প্রকল্পের অধীনে IIT রুরকির জলসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিভাগে একটি আঞ্চলিক কৃষকদের সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
- রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টারের (RRSC) সিনিয়র বিজ্ঞানী ডঃ খুশবু মির্জা “কিসান” অ্যাপটি তৈরি করেছেন৷
৬. ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২২’-এর দ্বারা নিম্নোক্তদের মধ্যে কে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন?
(A) কেন ঘোষ
(B) এস এস রাজামৌলি
(C) অনুরাগ কাশ্যপ
(D) বিশাল ভরদ্বাজ
- সেরা পরিচালকের পুরস্কার জিতে নিলেন কেন ঘোষ।
- চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য আশা পারেখকে পুরস্কৃত করা হয়।
- সমালোচকদের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সিদ্ধার্থ মালহোত্রা।
- পিপলস চয়েস সেরা অভিনেতা হলেন অভিমন্যু দাসানি এবং পিপলস চয়েস সেরা অভিনেত্রী হলেন রাধিকা মদন।
- টেলিভিশন সিরিজে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন শাহির শেখ।
- সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে ‘Another Round’ সিনেমাটি।
৭. নিম্নোক্তদের মধ্যে কে ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডস ২০২২’ দ্বারা সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন?
(A) বরুণ ধাওয়ান
(B) ধানুশ
(C) রণবীর সিং
(D) রাজকুমার রাও
- দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২২ মুম্বাইতে ২০ ফেব্রুয়ারি ২০২২-এ অনুষ্ঠিত হল।
- চলচ্চিত্র Pushpa: The Rise বর্ষসেরা চলচ্চিত্রের পুরস্কার (Film of the Year) জিতেছে।
- সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘শেরশাহ’।
- সেরা অভিনেত্রী হলেন কৃতি স্যানন।
- মনোজ বাজপেয়ী ওয়েব সিরিজে সেরা অভিনেতার খেতাব জিতেছেন।
- রাভিনা ট্যান্ডন ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী পুরস্কার জিতলেন।
- ‘অনুপমা’ বর্ষসেরা টেলিভিশন সিরিজের খেতাব জিতেছে।
৮. ‘কৃষি নেটওয়ার্ক’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) বিক্রান্ত ম্যাসি
(B) পঙ্কজ ত্রিপাঠী
(C) নওয়াজউদ্দিন সিদ্দিকী
(D) মনোজ বাজপেয়ী
- ‘কৃষি নেটওয়ার্ক’ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে।
- IIT খড়গপুরের প্রাক্তন ছাত্র আশিস মিশ্র এবং সিদ্ধান্ত ভোমিয়ার তৈরী অ্যাপটিতে বিভিন্ন বিষয়ে কৃষকদের তাদের সন্দেহ দূর করার জন্য প্রাসঙ্গিক তথ্য প্রদান করে।
৯. কে তার নতুন বই “How To Prevent The Next Pandemic” প্রকাশ করবেন?
(A) জেফ বেজোস
(B) পল অ্যালেন
(C) বিল গেটস
(D) এলন মাস্ক
- মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা এবং বিলিয়নিয়ার জনহিতৈষী বিল গেটস তার নতুন বই “How To Prevent The Next Pandemic” প্রকাশ করবেন।
- বইটি, আন্তর্জাতিকভাবে পেঙ্গুইন র্যান্ডম হাউস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নফ দ্বারা ৩রা মে, ২০২২-এ প্রকাশিত হবে।
- তার সর্বশেষ বইটি হল, “How to Avoid a Climate Disaster: The Solutions We Have and the Breakthroughs We Need”, যা ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল।
১০. US Green Building Council (USGBC)-এর বার্ষিক তালিকায় ২০২১ সালে LEED প্রত্যয়িত (certified) Green Building তৈরির জন্য বিশ্বে ভারতের স্থান কত?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
- এই তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে যথাক্রমে রয়েছে চীন ও কানাডা।
- LEED (Leadership in Energy and Environmental Design) হল বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সবুজ বিল্ডিং (Green Building) রেটিং সিস্টেম।
To check our latest Posts - Click Here