31st August Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩১শে আগস্ট – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 31st August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 30th August Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন মেট্রো রেল লন্ডন, মস্কো, বার্লিন, মিউনিখ এবং ইস্তাম্বুল মেট্রোর অভিজাত ক্লাবের সদস্য হতে চলেছে?
(A) কলকাতা
(B) দিল্লী
(C) মুম্বাই
(D) চেন্নাই
- কলকাতা মেট্রো রেলওয়ে লন্ডন, মস্কো, বার্লিন, মিউনিখ এবং ইস্তাম্বুল মেট্রোর অভিজাত ক্লাবের সদস্য হতে চলেছে। কারণ ওই পাঁচটি মেট্রোর মতো কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে কম্পোজিট অ্যালুমিনিয়ামের থার্ড লাইন ব্যবহার করা হবে।
- ভারতের প্রথম মেট্রো হল কলকাতা মেট্রো। যা ১৯৮৪ সালের ২০ অক্টোবর যাত্রা শুরু করেছিল।
২. সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কন্যা সুমঙ্গলার পরিমাণ ১৫,০০০ থেকে বাড়িয়ে কত করার ঘোষণা করেছেন ?
(A) ২০,০০০
(B) ২৫,০০০
(C) ৩০,০০০
(D) ৪০,০০০০
- মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনা’-এর অধীনে সুবিধাভোগীদের দেওয়া পরিমাণ বর্তমান ₹১৫,০০০ থেকে বাড়িয়ে ₹২৫,০০০ করার ঘোষণা করেছেন।
- বর্তমানে, কন্যা সন্তানের জন্ম উদযাপনের লক্ষ্যে এই প্রকল্পের অধীনে ৬টি পর্যায়ে সুবিধাভোগীদের ₹১৫,০০০ দেওয়া হয়।
- ২০২৪-২৫ সাল থেকে এই বৃদ্ধি কার্যকর হবে৷
- স্কিমটি ২৫শে অক্টোবর ২০১৯ তারিখে লখনউ, উত্তরপ্রদেশে চালু করা হয়েছিল।
৩. ২০২৩ সালে বিশ্ব সংস্কৃত দিবস কোন দিন পালিত হয়েছে ?
(A) ২৯ আগস্ট
(B) ৩০ আগস্ট
(C) ৩১ আগস্ট
(D) ২৮ আগস্ট
- বিশ্ব সংস্কৃত দিবস প্রতিবছর শ্রাবণপূর্ণিমায় পালিত হয়।
- ১৯৬৯ সালে প্রথম সংস্কৃত দিবস পালিত হয়েছিল।
৪. প্রজ্ঞান রোভার চাঁদের দক্ষিণ মেরুতে ____________ এর উপস্থিতি নিশ্চিত করেছে।
(A) নিয়ন
(B) সালফার
(C) হাইড্রোজেন
(D) আর্গন
- চাঁদের দক্ষিণ মেরুর কাছে একটি ইন-সিটু বৈজ্ঞানিক পরীক্ষায় ত চন্দ্রযান 3-এর প্রজ্ঞান রোভার চাঁদে সালফারের হদিস পেয়েছে ।
- সম্প্রতি এমনটাই ঘোষণা করেছে ISRO ।
৫. নিচের কোন সংগঠন ‘নভমিত্র (Nabhmitra)’ নির্মাণ করেছে?
(A) ISRO
(B) DRDO
(C) BEL
(D) HAL
- আহমেদাবাদে ISRO-এর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ‘নভমিত্র’ নামে একটি ডিভাইস সফলভাবে পরীক্ষা করেছে।
- এই ডিভাইসটি তৈরী করা হয়েছে জেলেদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে।
৬. কোন রাজ্যের চোকুয়া চাল সম্প্রতি GI ট্যাগ পেয়েছে ?
(A) সিকিম
(B) আসাম
(C) অরুণাচল প্রদেশ
(D) নাগাল্যান্ড
- ম্যাজিক রাইস নামে পরিচিত আসামের চোকুয়া চাল সম্প্রতি GI ট্যাগ পেয়েছে।
- এই ধানটি আসামের আহোম রাজবংশের সৈন্যদের প্রধান খাদ্য ছিল এবং এই অঞ্চলের বিভিন্ন অংশে বিশেষ করে ব্রহ্মপুত্র এলাকার আশেপাশে চাষ করা হয়।
৭. ‘Entrepreneur India’ দ্বারা কে ২০২৩ সালের উদীয়মান উদ্যোক্তা (Emerging Entrepreneur ) হিসাবে স্বীকৃত হয়েছে?
(A) আজিম প্রেমজি
(B) মনোজ বুবনা
(C) কুমার মঙ্গলম বিড়লা
(D) সুব্রত বাগচী
Nitrogen N7 এর CEO মনোজ বুবনা সম্প্রতি ‘Entrepreneur India’ দ্বারা ২০২৩ সালের উদীয়মান উদ্যোক্তা (Emerging Entrepreneur ) হিসাবে স্বীকৃতি পেয়েছেন ।
৮. সম্প্রতি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) অনিল কুমার লাহোতি
(B) ভি কে ত্রিপাঠী
(C) জয়া ভার্মা সিনহা
(D) বিনোদ কুমার যাদব
- রেলবোর্ডের নতুন মহিলা চেয়ারপার্সন তথা সিইও হলেন জয়া ভার্মা সিনহা।
- ১ সেপ্টেম্বর থেকে তিনি এই দায়িত্ব নিচ্ছেন।
- রেলের দীর্ঘ ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এর আগে কোনও মহিলা ওই উচ্চ পদে বসেননি।
- জয়া ভার্মা সিনহা বর্তমানে রেলওয়ে বোর্ডের (অপারেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট) সদস্য হিসাবে রয়েছেন।
- তিনি প্রায় ৩৫ বছর ইন্ডিয়ান রেলের সঙ্গে যুক্ত রয়েছেন।
৯. কোন আসাম-ভিত্তিক অনকোলজিস্ট ২০২৩ সালের রমন ম্যাগসেসে পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন ?
(A) রবি কান্নন
(B) দীপ জোশী
(C) বেজওয়াদা উইলসন
(D) হরিশ হান্ডে
- রমন ম্যাগসাইসাই পুরস্কার পাচ্ছেন অসমের চিকিৎসক রবি কান্নন।
- চলতি বছরে ‘এশিয়ার নোবেল’ নামে পরিচিত এই পুরস্কার পাচ্ছেন চিকিৎসক রবি কান্নান।
- স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে তাঁর বিশেষ এবং সামগ্রিক অবদানের জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
- ভারত থেকে এবার একমাত্র তাঁকেই এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে।
- ২০২০ সালে পদ্মশ্রী পান কাছাড় ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর রবি কান্নান।
- শিলচরের মানুষ সোসাইটি বানিয়ে চাঁদা তুলে গড়ে তুলেছেন কাছাড় ক্যান্সার হসপিটাল সোসাইটি।
১০. ডক্টর ভি জি প্যাটেল মেমোরিয়াল অ্যাওয়ার্ড-২০২৩-এ কাকে সম্মানিত করা হয়েছে ?
(A) কৌস্তভ মুখার্জি
(B) সত্যজিৎ মজুমদার
(C) অর্ণব দত্ত
(D) সপ্তর্ষি মজুমদার
টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (TISS) এর স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড লেবার স্টাডিজের ডিন মুম্বইয়ের অধ্যাপক সত্যজিৎ মজুমদার সম্প্রতি এই পুরস্কার পেয়েছেন।
To check our latest Posts - Click Here