1st September Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১লা সেপ্টেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st September Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 31st August Current Affairs Quiz 2023- Bengali
Daily Current Affairs MCQ in Bengali
১. ক্রেতাদের জন্য দ্রুত এবং নিরাপদ অনলাইন চেকআউট অভিজ্ঞতা প্রদানের জন্য Truecaller নিচের কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে?
(A) PayTM
(B) GooglePay
(C) MobiKwik
(D) Razorpay
Truecaller ক্রেতাদের জন্য দ্রুত এবং নিরাপদ অনলাইন চেকআউট অভিজ্ঞতা প্রদানের জন্য সম্প্রতি Razorpay এর সাথে অংশীদারিত্ব করেছে ।
২. ক্রিকেট ব্রডকাস্টিংয়ের জন্য সম্প্রতি BCCI এর মিডিয়া রাইটস কে জিতেছে ?
(A) Sony Pictures Networks India
(B) Star India
(C) Viacom 18
(D) ESPN
Viacom18 সম্প্রতি BCCI টিভি এবং ডিজিটাল রাইটস কিনে নিয়েছে ৫,৯৬৩ কোটি টাকা দিয়ে
৩. ইউনিসেফ দ্বারা আয়োজিত Nutrition Month 2023 এর থিম কি ?
(A) Global Food Sustainability
(B) Nutrition Education for Children
(C) Physical Fitness for Everyone
(D) Healthy Diet Going Affordable for All
ইউনিসেফ ১ থেকে ৭ই সেপ্টেম্বর Nutrition Month 2023 পালন করছে । এর থিম Healthy Diet Going Affordable for All.
৪. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্য অক্টোবর মাসকে ‘হিন্দু হেরিটেজ মাস’ হিসেবে ঘোষণা করেছে?
(A) জর্জিয়া
(B) ফ্লোরিডা
(C) ক্যালিফোর্নিয়া
(D) আটলান্টা
- মার্কিন যুক্তরাষ্ট্রে হিন্দুত্বের জয়জয়কার।
- অক্টোবরকে Hindu Heritage Month বা হিন্দু ঐতিহ্যের মাস বলে ঘোষণা করল আমেরিকার অন্যতম অঙ্গরাজ্য জর্জিয়া।
৫. উত্তর-পূর্ব ভারতের কোন রাজ্য প্রথম আধার লিঙ্কড বার্থ রেজিস্ট্রেশন (ALBR) শুরু করেছে ?
(A) নাগাল্যান্ড
(B) মণিপুর
(C) আসাম
(D) ত্রিপুরা
নাগাল্যান্ড উত্তর-পূর্ব অঞ্চলের প্রথম রাজ্য হয়ে যেটি আধার লিঙ্কড বার্থ রেজিস্ট্রেশন (ALBR) শুরু করেছে।
৬. কোন দেশের হিন্দু সম্প্রদায় সম্প্রতি জনাই পূর্ণিমা পালন করেছে ?
(A) পাকিস্তান
(B) বাংলাদেশ
(C) নেপাল
(D) শ্রীলংকা
- নেপালের হিন্দু সম্প্রদায় সম্প্রতি জনাই পূর্ণিমা উদযাপন করছে।
- জনাই পূর্ণিমা, পূর্ণিমার দিনে উদযাপিত হয় যে সময় ভক্তরা পবিত্র নদী এবং পুকুরে স্নান করে।
৭. নিচের কোন দেশ সম্প্রতি গাই যাত্রা উৎসব পালন করেছে ?
(A) শ্রীলংকা
(B) মালদ্বীপ
(C) নেপাল
(D) ভুটান
নেপালে ভাদ্র মাসে গাই যাত্রা বা গরুর শোভাযাত্রা পালন করা হয়।
৮. ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ FIDE র্যাঙ্কিংয়ে নিচের কোন খেলোয়াড় ভারতের শীর্ষ দাবা খেলোয়াড় হিসেবে স্থান পেয়েছে?
(A) ডি গুকেশ
(B) কোনেরু হাম্পি
(C) রমেশবাবু প্রজ্ঞানন্ধ
(D) বিশ্বনাথন আনন্দ
- প্রায় ৪ দশক অর্থাৎ ৪০ বছরের কাছাকাছি সময় ধরে ভারতীয় দাবার মুখ ছিলেন কিংবদন্তি বিশ্বনাথান আনন্দ।
- সেই বিশ্বনাথান আনন্দ জমানার দীর্ঘ ৩৭ বছর বাদে অবসান ঘটল।
- ভারতের এক নম্বর দাবাড়ু হিসেবে দীর্ঘ সময় থাকার পরে এবার আনন্দকে সরিয়ে সেই জায়গা দখল করলেন ১৭ বছর বয়সি গ্রান্ডমাস্টার ডি গুকেশ।
৯. শিক্ষা মন্ত্রণালয় সাক্ষরতা সপ্তাহ পালন করছে –
(A) ১লা থেকে ৮ই সেপ্টেম্বর
(B) ১লা থেকে ৬ই সেপ্টেম্বর
(C) ১লা থেকে ৭ই সেপ্টেম্বর
(D) ১লা থেকে ৫ই সেপ্টেম্বর
১লা থেকে ৮ই সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় সাক্ষরতা সপ্তাহ পালন করছে ।
১০. আগস্ট ২০২৩ এ UPI প্ল্যাটফর্মে মোট লেনদেন প্রায়
(A) ৫ বিলিয়ন
(B) ৮ বিলিয়ন
(C) ৯ বিলিয়ন
(D) ১০ বিলিয়ন
ভারতের ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI), আগস্ট মাসে ১০ বিলিয়ন মাসিক লেনদেন অতিক্রম করেছে।
To check our latest Posts - Click Here