7th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
7th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৭ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 28th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. ২৩তম কমনওয়েলথ আইন সম্মেলন কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে?
(A) গোয়া
(B) বিহার
(C) ওড়িশা
(D) মহারাষ্ট্র
- ২৩তম কমনওয়েলথ আইন সম্মেলন ৬ই মার্চ ২০২৩ এ গোয়ার পাঞ্জিতে উদ্বোধন করেছিলেন গোয়ার গভর্নর পি.এস. শ্রীধরন পিল্লাই।
২. ২৮তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস (CGA) হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) আস্থা সাক্সেনা খাতওয়ানি
(B) সোমা রায় বর্মণ
(C) গিরিশ চন্দ্র মুর্মু
(D) সঞ্জীব শঙ্কর দুবে
- সঞ্জীব শঙ্কর দুবে ২৮তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস (CGA) হিসাবে ৬ই মার্চ ২০২৩-এ দায়িত্ব গ্রহণ করেন।
- CGA হিসাবে দায়িত্ব নেওয়ার আগে, শ্রী দুবে অতিরিক্ত কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস ছিলেন।
- CGA হল কেন্দ্রীয় সরকারের হিসাব সংক্রান্ত বিষয়ের ‘প্রধান উপদেষ্টা’।
৩. ‘গুড গভর্নেন্স কনফারেন্স’ নিচের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
(A) দিল্লী
(B) ফরিদাবাদ
(C) ভোপাল
(D) জয়পুর
- কর্মী, জনঅভিযোগ এবং পেনশনের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং মধ্যপ্রদেশের ভোপালে ৬ই মার্চ ২০২৩ এ দুদিনের আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেছেন।
৪. ‘ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’-এর তৃতীয় অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হবে?
(A) লাদাখ
(B) শিলং
(C) নতুন দিল্লি
(D) শ্রীনগর
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ই মার্চ ২০২৩ এ নয়াদিল্লিতে National Platform for Disaster Risk Reduction এর তৃতীয় অধিবেশনের উদ্বোধন করবেন।
- ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন ২০২৩ এর থিম হল ‘building local resilience in the face of climate change’।
৫. ACI-ASQ পুরষ্কার ২০২২ অনুযায়ী কোন বিমানবন্দরকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সেরা বিমানবন্দরের মর্যাদা দেওয়া হয়েছে?
(A) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর
(B) তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর
(C) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর
(D) ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর
- ৬ই মার্চ ২০২৩ এ এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (ACI) কর্তৃক ঘোষিত ASQ পুরস্কার ২০২২ অনুসারে তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা রেটিং দেওয়া হয়েছে।
- এটি এশিয়া-প্যাসিফিক ক্যাটাগরিতে অনূর্ধ্ব-২ মিলিয়ন যাত্রীর সেরা বিমানবন্দর হিসেবে বিবেচিত হয়েছে।
৬. “India’s Struggle for Independence – Gandhian Era” বইটির লেখক কে?
(A) ভি. রামাসুব্রামানিয়ান
(B) অভিষেক মনু সিংহভি
(C) তরুণ গগৈ
(D) P. জ্যোতিমণি
- ৫ই মার্চ ২০২৩-এ সুপ্রিম কোর্টের বিচারক বিচারপতি ভি. রামাসুব্রামানিয়ান এই বইটি প্রকাশ করেছেন।
- বইটি লিখেছেন মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারক পি. জ্যোতিমনি।
৭. কোন রাজ্য সরকার ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবকদের জন্য ২৫০০ টাকা বেকার ভাতা ঘোষণা করেছে?
(A) ছত্তিশগড়
(B) ওড়িশা
(C) ঝাড়খণ্ড
(D) বিহার
- ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৬ই মার্চ ২০২৩-এ রাজ্য বিধানসভায় পরবর্তী আর্থিক বছরের বাজেট পেশ করেছিলেন।
- ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবকদের ২৫০০ টাকা বেকারত্ব ভাতা দেওয়া হবে, যাদের পারিবারিক আয় ২.৫ লাখ টাকার কম।
- অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা ৬৫০০ থেকে বাড়িয়ে ১০ হাজার করা হয়েছে।
৮. আট্টুকাল পোঙ্গালা উৎসব কোন রাজ্যে পালিত হয়?
(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) অন্ধ্র প্রদেশ
(D) কর্ণাটক
- কেরালায়, তিরুবনন্তপুরমের রাজধানী শহরে ৭ই মার্চ ২০২৩-এ “আতুকাল পোঙ্গালা”-এর জন্য বিশ্বের অন্যতম বৃহত্তম মহিলাদের সমাবেশ উদযাপন করা হয়েছে।
- এই অনুষ্ঠানটি ২০০৯ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে কারণ এক দিনে ২.৫ মিলিয়ন লোক এতে অংশ নিয়েছিল।
To check our latest Posts - Click Here