Daily Current Affairs in BengaliCurrent Affairs

7th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

7th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৭ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 28th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ২৩তম কমনওয়েলথ আইন সম্মেলন কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে?

(A) গোয়া
(B) বিহার
(C) ওড়িশা
(D) মহারাষ্ট্র

[spoiler title=’উত্তর ‘ ] (A) গোয়া

  • ২৩তম কমনওয়েলথ আইন সম্মেলন ৬ই মার্চ ২০২৩ এ গোয়ার পাঞ্জিতে উদ্বোধন করেছিলেন গোয়ার গভর্নর পি.এস. শ্রীধরন পিল্লাই।
[/spoiler]

২. ২৮তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস (CGA) হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) আস্থা সাক্সেনা খাতওয়ানি
(B) সোমা রায় বর্মণ
(C) গিরিশ চন্দ্র মুর্মু
(D) সঞ্জীব শঙ্কর দুবে

[spoiler title=’উত্তর ‘ ] (D) সঞ্জীব শঙ্কর দুবে

  • সঞ্জীব শঙ্কর দুবে ২৮তম কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস (CGA) হিসাবে ৬ই মার্চ ২০২৩-এ দায়িত্ব গ্রহণ করেন।
  • CGA হিসাবে দায়িত্ব নেওয়ার আগে, শ্রী দুবে অতিরিক্ত কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস ছিলেন।
  • CGA হল কেন্দ্রীয় সরকারের হিসাব সংক্রান্ত বিষয়ের ‘প্রধান উপদেষ্টা’।
[/spoiler]

৩. ‘গুড গভর্নেন্স কনফারেন্স’ নিচের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?

(A) দিল্লী
(B) ফরিদাবাদ
(C) ভোপাল
(D) জয়পুর

[spoiler title=’উত্তর ‘ ] (C) ভোপাল

  • কর্মী, জনঅভিযোগ এবং পেনশনের প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং মধ্যপ্রদেশের ভোপালে ৬ই মার্চ ২০২৩ এ দুদিনের আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেছেন।
[/spoiler]

৪. ‘ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন’-এর তৃতীয় অধিবেশন কোন শহরে অনুষ্ঠিত হবে?

(A) লাদাখ
(B) শিলং
(C) নতুন দিল্লি
(D) শ্রীনগর

[spoiler title=’উত্তর ‘ ] (C) নতুন দিল্লি

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ই মার্চ ২০২৩ এ নয়াদিল্লিতে National Platform for Disaster Risk Reduction এর তৃতীয় অধিবেশনের উদ্বোধন করবেন।
  • ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন ২০২৩ এর থিম হল ‘building local resilience in the face of climate change’।
[/spoiler]

৫. ACI-ASQ পুরষ্কার ২০২২ অনুযায়ী কোন বিমানবন্দরকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সেরা বিমানবন্দরের মর্যাদা দেওয়া হয়েছে?

(A) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর
(B) তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর
(C) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর
(D) ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর

[spoiler title=’উত্তর ‘ ] (B) তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর

  • ৬ই মার্চ ২০২৩ এ এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (ACI) কর্তৃক ঘোষিত ASQ পুরস্কার ২০২২ অনুসারে তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সেরা রেটিং দেওয়া হয়েছে।
  • এটি এশিয়া-প্যাসিফিক ক্যাটাগরিতে অনূর্ধ্ব-২ মিলিয়ন যাত্রীর সেরা বিমানবন্দর হিসেবে বিবেচিত হয়েছে।
[/spoiler]

৬. “India’s Struggle for Independence – Gandhian Era” বইটির লেখক কে?

(A) ভি. রামাসুব্রামানিয়ান
(B) অভিষেক মনু সিংহভি
(C) তরুণ গগৈ
(D) P. জ্যোতিমণি

[spoiler title=’উত্তর ‘ ] (D) P. জ্যোতিমণি

  • ৫ই মার্চ ২০২৩-এ সুপ্রিম কোর্টের বিচারক বিচারপতি ভি. রামাসুব্রামানিয়ান এই বইটি প্রকাশ করেছেন।
  • বইটি লিখেছেন মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারক পি. জ্যোতিমনি।
[/spoiler]

৭. কোন রাজ্য সরকার ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবকদের জন্য ২৫০০ টাকা বেকার ভাতা ঘোষণা করেছে?

(A) ছত্তিশগড়
(B) ওড়িশা
(C) ঝাড়খণ্ড
(D) বিহার

[spoiler title=’উত্তর ‘ ] (A) ছত্তিশগড়

  • ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ৬ই মার্চ ২০২৩-এ রাজ্য বিধানসভায় পরবর্তী আর্থিক বছরের বাজেট পেশ করেছিলেন।
  • ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবকদের ২৫০০ টাকা বেকারত্ব ভাতা দেওয়া হবে, যাদের পারিবারিক আয় ২.৫ লাখ টাকার কম।
  • অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা ৬৫০০ থেকে বাড়িয়ে ১০ হাজার করা হয়েছে।
[/spoiler]

৮. আট্টুকাল পোঙ্গালা উৎসব কোন রাজ্যে পালিত হয়?

(A) তামিলনাড়ু
(B) কেরালা
(C) অন্ধ্র প্রদেশ
(D) কর্ণাটক

[spoiler title=’উত্তর ‘ ] (B) কেরালা

  • কেরালায়, তিরুবনন্তপুরমের রাজধানী শহরে ৭ই মার্চ ২০২৩-এ “আতুকাল পোঙ্গালা”-এর জন্য বিশ্বের অন্যতম বৃহত্তম মহিলাদের সমাবেশ উদযাপন করা হয়েছে।
  • এই অনুষ্ঠানটি ২০০৯ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে কারণ এক দিনে ২.৫ মিলিয়ন লোক এতে অংশ নিয়েছিল।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button