8th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
8th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৭ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 28th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী হলেন কে?
(A) কনরাড সাংমা
(B) সজ্জন সিং যাদব
(C) আশীষ দুবে
(D) গিরিশ চন্দ্র মুর্মু
- NPP প্রধান কনরাড সাংমা আবার মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন।
- তিনি এবার ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
- মেঘালয়ের রাজ্যপাল ফাগু চৌহান।
২. নিম্নোক্ত কে ৮তম জাতীয় ফটোগ্রাফি পুরস্কারে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন?
(A) শ্রী শশী কুমার রামচন্দ্রন
(B) মিসেস শিপ্রা দাস
(C) শ্রী সুদীপ্ত দাস
(D) দীপজ্যোতি বণিক
- কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. এল. মুরুগান ৮তম জাতীয় ফটোগ্রাফি পুরস্কারটি প্রদান করেছেন।
- এই ইভেন্টে, একটি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সহ মোট ১৩টি পুরস্কার প্রদান করা হয়েছে।
৩. নাগাল্যান্ডের প্রথম মহিলা মন্ত্রী হিসেবে কে শপথ নিলেন?
(A) রোজমেরি জুভিচু
(B) হেকানি জাখলু
(C) সালহাউতুওনো ক্রুসে
(D) হেকানি জখালু কেনসে
- সালহাউতুওনুও ক্রুসে নাগাল্যান্ড বিধানসভায় নির্বাচিত প্রথম মহিলা বিধায়ক হলেন।
- শিলংয়ে প্রধানমন্ত্রী মোদির উপস্থিতিতে তিনি নাগাল্যান্ডের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
৪. কমান্ড অ্যাপয়েন্টমেন্ট পাওয়া প্রথম মহিলা IAF অফিসার হলেন কে?
(A) অবনী চতুর্বেদী
(B) শাম মাহনা
(C) শিব চৌহান
(D) শালিজা ধামি
- সুপ্রিম কোর্টের রায়ের পর সশস্ত্র বাহিনী মহিলা অফিসারদের জন্য কমান্ড নিয়োগের পথ প্রশস্ত করেছে।
৫. কোন প্রতিষ্ঠান সম্প্রতি ‘অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম (ATAGS)’ ডিজাইন করেছে?
(A) HAL
(B) ISRO
(C) DRDO
(D) BEL
- ভারতীয় সেনাবাহিনী উচ্চ অঞ্চলের জন্য এই দেশীয় অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম (ATAGS) অধিগ্রহণের প্রস্তাব করেছে।
DRDO :
- প্রতিষ্ঠা : ১৯৫৮
- সেক্রেটারি : সমীর ভি কামাত
৬. প্রথম ইন্দো-আমেরিকান মহিলা হাসিয়াবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জেলা আদালতের বিচারপতির হিসাবে নিযুক্ত হলেন কে?
(A) তনয়া গুপ্তা
(B) মেলানি চন্দ্র
(C) ফাতিমা ফারহিন মির্জা
(D) তেজল মেহতা
- ইন্দো-আমেরিকান মহিলা বিচারক তেজল মেহতা মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস স্টেটের একটি জেলা আদালতের প্রথম বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন৷
- তিনি এই আদালতে আগে সহযোগী বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৭. ভারত কোন দেশের সাথে FRINJEX-23 নামক যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে?
(A) ফ্রান্স
(B) বেলজিয়াম
(C) জাপান
(D) জার্মানি
- FRINJEX-23 যৌথ সামরিক মহড়াটি ভারতীয় ও ফরাসি সেনাবাহিনীদের নতুন ধররনের প্রথম যৌথ সামরিক মহড়া।
- FRINJEX-23 কেরালার তিরুবনন্তপুরমের প্যাঙ্গোড মিলিটারি স্টেশনে অনুষ্ঠিত হবে।
৮. আন্তর্জাতিক মহিলা দিবসে সর্বভারতীয় মহিলা লোকশিল্প সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
(A) দিল্লী
(B) ব্যাঙ্গালুরু
(C) পুদুচেরি
(D) মুম্বাই
- ৮ই মার্চ, ২০২৩ এ, ভারত সরকার, সঙ্গীত নাটক আকাদেমি এবং মহারাষ্ট্র সরকারের ‘পি এল দেশপান্ডে মহারাষ্ট্র কলা একাডেমির’ সাথে যৌথভাবে, মুম্বাইয়ের প্রভাদেবীর রবীন্দ্র নাট্য মন্দিরে একটি সর্বভারতীয় মহিলা লোকশিল্প সম্মেলনের আটজন করেছিল।
To check our latest Posts - Click Here