Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯শে মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 14th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. “বিপিন: দ্য ম্যান বিহাইন্ড দ্য ইউনিফর্ম” শিরোনামের নতুন বইটির লেখক কে?

(A) আর. কৌশিক
(B) পবন সি. লাল
(C) মেঘনাদ দেশাই
(D) রচনা বিশত রাওয়াত

[spoiler title=’উত্তর ‘ ] (D) রচনা বিশত রাওয়াত

  • বইটি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে দায়িত্ব পালনকারী জেনারেল বিপিন রাওয়াতের জীবন, ব্যক্তিত্ব এবং নীতিগুলির উপর আলোকপাত করে।
  • ২০২১ সালে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি মর্মান্তিকভাবে প্রাণ হারান।
[/spoiler]

২. প্রখ্যাত ল্যান্স রেডিক সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন পেসার সাথে যুক্ত ছিলেন?

(A) ডাক্তার
(B) রাজনীতিবিদ
(C) অভিনেতা
(D) আইনজীবী

[spoiler title=’উত্তর ‘ ] (C) অভিনেতা

  • তিনি টেলিভিশন নাটক “The Wire” এ নন-ননসেন্স পুলিশ প্রধান হিসাবে তার কমান্ডিং উপস্থিতির জন্য এবং “জন উইক” অ্যাকশন-ফিল্ম সিরিজে তার সহায়ক অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।
[/spoiler]

৩. আন্তর্জাতিক আয়ুর্বেদ কনক্লেভ কোথায় উদ্বোধন করা হয়েছিল?

(A) পাটনা
(B) সুরাট
(C) কলকাতা
(D) হরিদ্বার

[spoiler title=’উত্তর ‘ ] (D) হরিদ্বার

  • ইভেন্টটি ১৯শে মার্চ শেষ হয়েছে।
  • সেমিনারে বক্তব্য রেখেছিলেন কেন্দ্রীয় পশুপালন, দুগ্ধ ও মৎস্য প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান।
  • পশুর চিকিৎসায় আয়ুর্বেদের ব্যবহার বৈধ করার উদ্যোগ নিয়েছে সরকার।
[/spoiler]

৪. Skytrax দ্বারা প্রকাশিত বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় কোন বিমানবন্দরটি শীর্ষে রয়েছে?

(A) মিউনিখ বিমানবন্দর
(B) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
(C) সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর
(D) জুরিখ বিমানবন্দর

[spoiler title=’উত্তর ‘ ] (C) সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর

  • ব্রিটিশ কনসালটেন্সি Skytrax সম্প্রতি বিশ্বের সেরা ১০টি বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে।
  • ২০২৩ সালের এই তালিকায় সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে প্রথম স্থান দেওয়া হয়েছে।
  • চাঙ্গি বিমানবন্দর দ্বাদশ বারের মতো বিশ্বের সেরা বিমানবন্দরের খেতাব পেয়েছে।
  • দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারত ও দক্ষিণ এশিয়ার সেরা বিমানবন্দরের পুরস্কার পেয়েছে।
[/spoiler]

৫. কোন ইন্দো-আমেরিকান সম্প্রতি মার্কিন বিমান বাহিনীর সহকারী সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) রবি চৌধুরী
(B) অরুণ সুব্রামানিয়ান
(C) বিবেক রামাস্বামী
(D) নীল মোহন

[spoiler title=’উত্তর ‘ ] (A) রবি চৌধুরী

  • তিনিই প্রথম ইন্দো-আমেরিকান যিনি এই পদে পৌঁছলেন।
  • বর্তমানে রবি একজন আমেরিকান ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন।
[/spoiler]

৬. ইন্টারন্যাশনাল পাবলিকেশন সেন্ট্রাল ব্যাঙ্কিং দ্বারা ‘গভর্নর অফ দ্য ইয়ার ২০২৩’ ভূষিত হলেন কে?

(A) রঘুরাম রাজন
(B) মহেশ কুমার জৈন
(C) শক্তিকান্ত দাস
(D) উর্জিত প্যাটেল

[spoiler title=’উত্তর ‘ ] (C) শক্তিকান্ত দাস

  • ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসকে ইন্টারন্যাশনাল পাবলিকেশন সেন্ট্রাল ব্যাঙ্কিং দ্বারা ‘গভর্নর অফ দ্য ইয়ার ২০২৩’ মনোনীত করা হয়েছে।
  • ইউক্রেনের যুদ্ধ, কোভিড মহামারী এবং মুদ্রাস্ফীতি সহ অনেক সংকটের সময়ে আর্থিক বাজার পরিচালনার জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
[/spoiler]

৭. ‘United Nations 2023 Water Conference’-এর আয়োজক কোন দেশ?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) যুক্তরাজ্য

[spoiler title=’উত্তর ‘ ] (A) মার্কিন যুক্তরাষ্ট্র

  • সম্মেলনটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
  • বিশ্বব্যাপী জল সংকট মোকাবেলায় বিশ্ব নিষ্পত্তিমূলক পদক্ষেপ নেওয়ার জন্য এর আয়োজন করা হয়েছে।
[/spoiler]

৮. ‘আল-মোহেদ-আল হিন্দি-২৩’ অনুশীলন ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে?

(A) সংযুক্ত আরব আমিরাত
(B) ওমান
(C) ইসরাইল
(D) সৌদি আরব

[spoiler title=’উত্তর ‘ ] (D) সৌদি আরব

  • এক্সারসাইজ আল-মোহেদ-আল হিন্দি-২৩ হল ভারত ও সৌদি আরবের নৌবাহিনীর মধ্যে একটি দ্বিপাক্ষিক মহড়া।
  • এটি চলতি বছরের মে মাসে সৌদি আরবের জুবাইলে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button