23rd July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
23rd July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৩শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd July Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন অভিনেতাকে সংযুক্ত আরব আমিরাতের (UAE) সরকার সম্প্রতি “গোল্ডেন ভিসা” প্রদান করেছে?
(A) অমিতাভ বচ্চন
(B) কমল হাসান
(C) রানা দাগ্গুবতী
(D) রজনীকান্ত
- সংযুক্ত আরব আমিরাত (UAE) ২১শে জুলাই ২০২২-এ তামিল চলচ্চিত্র শিল্পের অন্যতম শীর্ষ তারকা কমল হাসানকে মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন ভিসা’ প্রদান করেছে।
- UAE গোল্ডেন ভিসা হল একটি দীর্ঘমেয়াদী আবাসিক ভিসা ব্যবস্থা, যার মেয়াদ ৫ থেকে ১০ বছর।
২. আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH)-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) সাইফ আহমেদ
(B) ওয়ারেন স্মিথ
(C) ড্যারেন জেমস
(D) নরিন্দর বাত্রা
- ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন (FIH) ২০শে জুলাই ২০২২-এ ভারতীয় প্রেসিডেন্ট নরিন্দর বাত্রার পদত্যাগের পর মিশরের সাইফ আহমেদকে তার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করেছে।
- তিনি ১৯৬৮ সালে মিশরের জাতীয় দলের হয়ে খেলেছেন এবং আম্পায়ার হিসেবে হকির সাথে তার দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে।
- তিনি ২০০১ সাল থেকে FIH নির্বাহী বোর্ডের সদস্য।
৩. ভারতের প্রথম যাত্রীবাহী ড্রোনটির নাম কী?
(A) বরুণ
(B) পবন
(C) সারাস
(D) জটায়ু
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০শে জুলাই ২০২২ এ নয়াদিল্লিতে ভারতের প্রথম যাত্রীবাহী ড্রোন ‘বরুণ’-এর উন্মোচন করেছেন।
- ড্রোনটি ‘সাগর ডিফেন্স ইঞ্জিনিয়ারিং’ দ্বারা বিশেষভাবে ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে।
- এটি ১৩০ কেজি পর্যন্ত মানুষের পেলোড বহন করতে পারে এবং প্রায় ২৫ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে।
৪. সম্প্রতি ঘোষিত ৬৮তম National Film Awards এ কোন সিনেমাটি সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে?
(A) Tanhaji
(B) Soorarai Pottru
(C) Badhaai Do
(D) KGF Chapter-1
- তথ্য ও সম্প্রচার মন্ত্রক ২২শে জুলাই ২০২২ এ নয়াদিল্লিতে ৬৮তম ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০’-এর বিজয়ীদের ঘোষণা করেছে।
- সেরা ফিচার ফিল্ম: Soorarai Pottru
- সেরা অভিনেতা: Soorarai Pottru এর জন্য সুরিয়া এবং তানহাজির জন্য অজয় দেবগন।
- সেরা অভিনেত্রী: অপর্ণা বালামুরালি, Soorarai Pottru এর জন্য।
৫. দীনেশ গুণবর্ধন সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন?
(A) ভুটান
(B) শ্রীলংকা
(C) বাংলাদেশ
(D) নেপাল
- ২২শে জুলাই ২০২২-এ দীনেশ গুণবর্ধন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
- ছয়বারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে শ্রীলংকার নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার একদিন পরই তিনি নিযুক্ত হলেন।
৬. শ্রীলঙ্কার বদলে কোন দেশ Asia Cup 2022 হোস্ট করবে?
(A) ওমান
(B) অস্ট্রেলিয়া
(C) সংযুক্ত আরব আমিরাত
(D) দক্ষিণ আফ্রিকা
- BCCI এর সভাপতি সৌরভ গাঙ্গুলী ২১শে জুলাই, ২০২২-এ নিশ্চিত করেছেন যে এশিয়া কাপ ২০২২ শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তরিত হবে।
- ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কাতে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে টুর্নামেন্ট স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
৭. দক্ষিণ ভারতের কোন রাজ্যে সম্প্রতি আফ্রিকান সোয়াইন ফিভার রিপোর্ট করা হয়েছে?
(A) তেলেঙ্গানা
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) কর্ণাটক
- কেরালার ওয়েনাদ জেলার একটি খামারে আফ্রিকান সোয়াইন ফিভার রিপোর্ট করা হয়েছিল।
- এটি একটি অত্যন্ত সংক্রামক রোগ যার কোনো ভ্যাকসিন নেই৷ এর আগে উত্তর-পূর্ব রাজ্য আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং সিকিমে সোয়াইন ফিভার রিপোর্ট করা হয়েছিল।
৮. কোন দিনটিতে প্রতিবছর জাতীয় সম্প্রচার দিবস পালিত হয়?
(A) ২৩শে জুলাই
(B) ২৪শে জুলাই
(C) ২১শে জুলাই
(D) ২০শে জুলাই
- দিবসটির উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের জীবনে রেডিওর প্রভাব সম্পর্কে স্মরণ করিয়ে দেওয়া।
- আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও (AIR) হল ভারতের স্বদেশী জাতীয় রেডিও সম্প্রচার পরিষেবা যা সারা দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে বিভিন্ন অনুষ্ঠান পৌঁছে দেয়।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here