19th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
19th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৯শে জানুয়ারি – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (19th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি কে “Mrs World 2022”-খেতাব জিতলেন?
(A) নবদীপ কৌর
(B) শ্যালিন ফোর্ড
(C) ক্যান্ডিস আব্রাহামস
(D) জেনিফার লে
- Mrs America জয়ী শ্যালিন ফোর্ড Mrs World 2022-এর বিজয়ী হয়েছেন।
- তিনি ওহিওর গ্র্যানভিল-এর বাসিন্দা।
২. ইব্রাহিম বুবাকার কেইটা সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?
(A) দক্ষিন আফ্রিকা
(B) নামিবিয়া
(C) মালি
(D) অ্যাঙ্গোলা
তিনি সাধারণত মালিয়ানদের কাছে IBK নামে পরিচিত। ২০১৩ সাল থেকে ২০২০ সাল অবধি তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [/spoiler]
৩. দুবাইতে আন্তর্জাতিক লোকশিল্প উৎসবে (International Folk Art Festival) সম্প্রতি কে স্বর্ণপদক জিতলেন?
(A) সুমিত ভালে
(B) বৈভাবী বণিক
(C) গীতা কাপুর
(D) চিত্রা বিশ্বেশ্বরন
- মহারাষ্ট্রের একজন তরুণ লাবনি নৃত্যশিল্পী, সুমিত ভালে, দুবাইতে আন্তর্জাতিক লোকশিল্প উৎসবে স্বর্ণপদক জিতেছেন।
- তিনি মহারাষ্ট্রের ফুলবাড়ি জেলার পাথরির বাসিন্দা।
- লাবনি মহারাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী নৃত্য।
৪. ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনা উপপ্রধান (Army Vice Chief) হিসেবে কাকে নিযুক্ত করা হল?
(A) মনোজ পান্ডে
(B) সুরজ পান্ডে
(C) বিবেক রানা
(D) সঞ্জীব থাপার
তিনি লেফটেন্যান্ট জেনারেল সি.পি. মোহান্তির স্থলাভিষিক্ত হবেন যিনি ৩১শে জানুয়ারী, ২০২২-এ অবসর গ্রহণ করবেন। [/spoiler]
৫. নিচের মধ্যে কাকে সম্প্রতি Bombay Industries Association-এর নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) রবি শ্রীনেট
(B) নেভিল সংঘভি
(C) কুনাল রাই
(D) শচীন চৌহান
তিনি সঞ্জয় শাহের স্থলাভিষিক্ত হবেন। [/spoiler]
৬. নিম্নলিখিতদের মধ্যে কাকে সম্প্রতি “এয়ার ইন্ডিয়া লিমিটেড”-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসাবে নিযুক্ত করা হয়েছে?
(A) রতন টাটা
(B) বিমল গুপ্ত
(C) সাইরাস মিস্ত্রি
(D) বিক্রম দেব
তিনি রাজীব বানসালের স্থলাভিষিক্ত হলেন যিনি ২০২১ সালের সেপ্টেম্বরে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের (MoCA) সচিবের দায়িত্ব নেন। [/spoiler]
৭. ইউরোপীয় পার্লামেন্টের নতুন প্রধান হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে?
(A) রবার্টা মেটসোলা
(B) ম্যাগডালেনা অ্যান্ডারসন
(C) সানা মারিন
(D) অ্যাঞ্জেলা মার্কেল
- মাল্টিজ আইন প্রণেতা রবার্টা মেটসোলাকে ১৮ ই জানুয়ারী, ২০২২-এ ইউরোপীয় পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে ৷
- তিনি আগের প্রেসিডেন্ট ডেভিড সাসোলির আকস্মিক মৃত্যুর পর দায়িত্ব গ্রহণ করেন।
৮. NDRF (National Disaster Response Force)-এর উত্থাপন দিবস কবে পালন করা হয়?
(A) ১৬ই জানুয়ারি
(B) ১৯ই জানুয়ারি
(C) ১৫ই জানুয়ারি
(D) ১৭ই জানুয়ারী
- ”NDRF উত্থাপন দিবস”টি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) দ্বারা প্রতি বছর ১৯ই জানুয়ারী পালন করা হয়।
- ২০২২ সালে ১৭তম NDRF উত্থাপন দিবস পালিত হল।
৯. নতুন কোভিড নির্দেশিকা অনুসারে, কোভিড-19 রোগীদের কাশি ২-৩ সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকলে কোন রোগের জন্য পরীক্ষা করাতে হবে?
(A) AIDS
(B) ডায়াবেটিস
(C) ক্যান্সার
(D) যক্ষ্মা
- কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তার সংশোধিত ‘Clinical Guidance for Management of Adult COVID-19 Patients’-এ ২-৩ সপ্তাহের বেশি কাশি থাকলে এবং স্টেরয়েড ব্যবহার এড়িয়ে চললে যক্ষ্মা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে।
- স্বাস্থ্য মন্ত্রক যক্ষ্মাকে ঝুঁকির একটি কারণ হিসাবে যুক্ত করেছে যা সম্ভাব্যভাবে গুরুতর রোগ এবং এমনকি COVID-19 রোগীদের মৃত্যুর কারণ হতে পারে।
১০. কোন ফুটবল খেলোয়াড় সম্প্রতি “Best FIFA Men’s Player Award” জিতলেন?
(A) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
(B) মারাদোনা
(C) রবার্ট লেভান্ডোভস্কি
(D) নেইমার
রবার্ট লেভান্ডোস্কি একজন পোলিশ পেশাদার ফুটবলার যিনি Bundesliga club Bayern Munich-এর হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন এবং পোল্যান্ড-এর জাতীয় দলের ক্যাপ্টেন। [/spoiler]
To check our latest Posts - Click Here