Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯শে জানুয়ারি  – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (19th January Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কে “Mrs World 2022”-খেতাব জিতলেন?

(A) নবদীপ কৌর
(B) শ্যালিন ফোর্ড
(C) ক্যান্ডিস আব্রাহামস
(D) জেনিফার লে

[spoiler title=”উত্তর : “] (B) শ্যালিন ফোর্ড

  • Mrs America জয়ী শ্যালিন ফোর্ড Mrs World 2022-এর বিজয়ী হয়েছেন।
  • তিনি ওহিওর গ্র্যানভিল-এর বাসিন্দা।
[/spoiler]

২. ইব্রাহিম বুবাকার কেইটা সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন?

(A) দক্ষিন আফ্রিকা
(B) নামিবিয়া
(C) মালি
(D) অ্যাঙ্গোলা

[spoiler title=”উত্তর : “] (C) মালি
তিনি সাধারণত মালিয়ানদের কাছে IBK নামে পরিচিত। ২০১৩ সাল থেকে ২০২০ সাল অবধি তিনি রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। [/spoiler]

৩. দুবাইতে আন্তর্জাতিক লোকশিল্প উৎসবে (International Folk Art Festival) সম্প্রতি কে স্বর্ণপদক জিতলেন?

(A) সুমিত ভালে
(B) বৈভাবী বণিক
(C) গীতা কাপুর
(D) চিত্রা বিশ্বেশ্বরন

[spoiler title=”উত্তর : “] (A) সুমিত ভালে

  • মহারাষ্ট্রের একজন তরুণ লাবনি নৃত্যশিল্পী, সুমিত ভালে, দুবাইতে আন্তর্জাতিক লোকশিল্প উৎসবে স্বর্ণপদক জিতেছেন।
  • তিনি মহারাষ্ট্রের ফুলবাড়ি জেলার পাথরির বাসিন্দা।
  • লাবনি মহারাষ্ট্রের একটি ঐতিহ্যবাহী নৃত্য।
[/spoiler]

৪. ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনা উপপ্রধান (Army Vice Chief) হিসেবে কাকে নিযুক্ত করা হল?

(A) মনোজ পান্ডে
(B) সুরজ পান্ডে
(C) বিবেক রানা
(D) সঞ্জীব থাপার

[spoiler title=”উত্তর : “] (A) মনোজ পান্ডে
তিনি লেফটেন্যান্ট জেনারেল সি.পি. মোহান্তির স্থলাভিষিক্ত হবেন যিনি ৩১শে জানুয়ারী, ২০২২-এ অবসর গ্রহণ করবেন। [/spoiler]

৫. নিচের মধ্যে কাকে সম্প্রতি Bombay Industries Association-এর নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) রবি শ্রীনেট
(B) নেভিল সংঘভি
(C) কুনাল রাই
(D) শচীন চৌহান

[spoiler title=”উত্তর : “] (B) নেভিল সংঘভি
তিনি সঞ্জয় শাহের স্থলাভিষিক্ত হবেন। [/spoiler]

৬. নিম্নলিখিতদের মধ্যে কাকে সম্প্রতি “এয়ার ইন্ডিয়া লিমিটেড”-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর (CMD) হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) রতন টাটা
(B) বিমল গুপ্ত
(C) সাইরাস মিস্ত্রি
(D) বিক্রম দেব

[spoiler title=”উত্তর : “] (D) বিক্রম দেব
তিনি রাজীব বানসালের স্থলাভিষিক্ত হলেন যিনি ২০২১ সালের সেপ্টেম্বরে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের (MoCA) সচিবের দায়িত্ব নেন। [/spoiler]

৭. ইউরোপীয় পার্লামেন্টের নতুন প্রধান হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে?

(A) রবার্টা মেটসোলা
(B) ম্যাগডালেনা অ্যান্ডারসন
(C) সানা মারিন
(D) অ্যাঞ্জেলা মার্কেল

[spoiler title=”উত্তর : “] (A) রবার্টা মেটসোলা

  • মাল্টিজ আইন প্রণেতা রবার্টা মেটসোলাকে ১৮ ই জানুয়ারী, ২০২২-এ ইউরোপীয় পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে ৷
  • তিনি আগের প্রেসিডেন্ট ডেভিড সাসোলির আকস্মিক মৃত্যুর পর  দায়িত্ব গ্রহণ করেন।
[/spoiler]

৮. NDRF (National Disaster Response Force)-এর উত্থাপন দিবস কবে পালন করা হয়?

(A) ১৬ই জানুয়ারি
(B) ১৯ই জানুয়ারি
(C) ১৫ই জানুয়ারি
(D) ১৭ই জানুয়ারী

[spoiler title=”উত্তর : “] (B) ১৯ই জানুয়ারি

  • ”NDRF উত্থাপন দিবস”টি ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF) দ্বারা প্রতি বছর ১৯ই জানুয়ারী পালন করা হয়।
  • ২০২২ সালে ১৭তম NDRF উত্থাপন দিবস পালিত হল।
[/spoiler]

৯. নতুন কোভিড নির্দেশিকা অনুসারে, কোভিড-19 রোগীদের কাশি ২-৩ সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকলে কোন রোগের জন্য পরীক্ষা করাতে হবে?

(A) AIDS
(B) ডায়াবেটিস
(C) ক্যান্সার
(D) যক্ষ্মা

[spoiler title=”উত্তর : “] (D) যক্ষ্মা

  • কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তার সংশোধিত ‘Clinical Guidance for Management of Adult COVID-19 Patients’-এ ২-৩ সপ্তাহের বেশি কাশি থাকলে এবং স্টেরয়েড ব্যবহার এড়িয়ে চললে যক্ষ্মা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে।
  • স্বাস্থ্য মন্ত্রক যক্ষ্মাকে ঝুঁকির একটি কারণ হিসাবে যুক্ত করেছে যা সম্ভাব্যভাবে গুরুতর রোগ এবং এমনকি COVID-19 রোগীদের মৃত্যুর কারণ হতে পারে।
[/spoiler]

১০. কোন ফুটবল খেলোয়াড় সম্প্রতি “Best FIFA Men’s Player Award” জিতলেন?

(A) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
(B) মারাদোনা
(C) রবার্ট লেভান্ডোভস্কি
(D) নেইমার

[spoiler title=”উত্তর : “] (C) রবার্ট লেভান্ডোভস্কি
রবার্ট লেভান্ডোস্কি একজন পোলিশ পেশাদার ফুটবলার যিনি Bundesliga club Bayern Munich-এর হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন এবং পোল্যান্ড-এর জাতীয় দলের ক্যাপ্টেন। [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button