13th October Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৩ই অক্টোবর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 12th October Current Affairs Quiz 2023 – Bengali
১. ২০২৩ সালে ১১তম সুলতান অফ জোহর কাপের কোথায় অনুষ্ঠিত হবে?
(A) নতুন দীল্লি, ভারত
(B) লাহোর, পাকিস্তান
(C) জোহর, মালয়েশিয়া
(D) সিডনি, অস্ট্রেলিয়া
- ১১তম সুলতান অফ জোহর কাপের মালয়েশিয়ার জোহরে অনুষ্ঠিত হবে।
- হকি ইন্ডিয়া ২০ সদস্যের ভারতীয় জুনিয়র পুরুষদের হকি দল ঘোষণা করেছে যারা এই ১১তম সুলতান জোহর কাপে অংশগ্রহণ করবে।
২. দ্বিতীয়বারের মতো IOC অধিবেশনের আয়োজক ভারত। এই ইভেন্টের আগে ভারতে প্রথম IOC অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল?
(A) ১৯৮০ সালে
(B) ১৯৮৩ সালে
(C) ১৯৮৫ সালে
(D) ১৯৯১ সালে
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪১তম আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) অধিবেশন ১৪ই অক্টোবর ২০২৩-এ মুম্বাইতে উদ্বোধন করবেন।
- ভারত দ্বিতীয়বার আইওসি অধিবেশনের আয়োজন করছে। এর আগে ১৯৮৩ সালে নয়াদিল্লিতে ভারত প্রথমবারের জন্য IOC অধিবেশন আয়োজন করেছিল।
৩. ফোর্বসের “বিশ্বের সেরা নিয়োগকর্তা ২০২৩” তালিকায় একমাত্র ভারতীয় PSU হিসেবে স্থান পেয়েছে কোন সংস্থা ?
(A) BHEL
(B) Coal India
(C) Indian Oil Corporation
(D) NTPC Limited
- ভারতের বৃহত্তম এনার্জি উদ্পাদক সংস্থা NTPC Limited, ফোর্বস দ্বারা “বিশ্বের সেরা নিয়োগকর্তা ২০২৩” এর তালিকায় স্বীকৃতি পেয়েছে।
- এনটিপিসি বিশ্বের শীর্ষ ৭০০টি কোম্পানির মধ্যে ২৬১ তম স্থানে রয়েছে।
৪. নিচের কোন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (CPSE) অর্থ মন্ত্রক দ্বারা সম্প্রতি ‘নবরত্ন’ মর্যাদা পেয়েছে ?
(A) Steel Authority of India Limited (SAIL)
(B) Airports Authority of India (AAI)
(C) RITES Ltd
(D) Indian Railway Catering and Tourism Corporation (IRCTC)
- RITES লিমিটেড, রেল মন্ত্রকের অধীনে একটি কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ (CPSE) যেটি অর্থ মন্ত্রক কর্তৃক সম্প্রতি ‘নবরত্ন’ মর্যাদা পেয়েছে।
- এর সাথে, RITES ভারতের ১৬ তম নবরত্ন CPSE হয়ে উঠেছে।
৫. নিচের কোন ব্যক্তি রাজনৈতিক নেতৃত্বের জন্য দলীপ সিং সউন্ড পুরস্কারে ভূষিত হয়েছেন?
(A) নিকি হ্যালি
(B) বিবেক রামাস্বামী
(C) আর কৃষ্ণমূর্তি
(D) হর্ষ বর্ধন সিং
ভারতীয়-আমেরিকান কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তিকে রাজনৈতিক নেতৃত্বের জন্য দলিপ সিং সউন্ড পুরস্কার প্রদান করা হয়েছে।
৬. IOC সম্প্রতি ‘সনদ লঙ্ঘনের’ জন্য কোন দেশের অলিম্পিক কমিটিকে সাসপেন্ড করেছে ?
(A) ইউক্রেন
(B) রাশিয়া
(C) উত্তর কোরিয়া
(D) প্যালেস্তাইন
আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের (IOC) নির্বাহী বোর্ড “সনদ লঙ্ঘনের” জন্য অবিলম্বে রাশিয়ান অলিম্পিক কমিটি (ROC) কে সাসপেন্ড করার কথা সম্প্রতি ঘোষনা করেছে।
৭. পুরুষদের ওয়ার্ল্ড অ্যাথলিট অফ ইয়ারের জন্য ১১জন মনোনীতদের মধ্যে ভারতের কে রয়েছেন ?
(A) নীরজ চোপড়া
(B) অবিনাশ সাবলে
(C) দেবেন্দ্র ঝাঝারিয়া
(D) গুরবচন সিং রান্ধাওয়া
- টোকিও অলিম্পিক্সের জ্যাভলিন থ্রো চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে (Neeraj Chopra) ২০২৩ সালের বর্ষসেরা পুরুষ অ্যাথলিটের জন্য মনোনীত করেছে বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা।
- ২০২৩ সালে পুরুষদের বিশ্ব অ্যাথলিট অফ দ্য ইয়ারের জন্য বাছাই করা ১০ জন অ্যাথলিটের প্রত্যেকের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হবেন।
- ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কাউন্সিল (World Athletics Council) ও ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ফ্যামিলি (World Athletics Family) ই-মেইলে ভোট দেবে।
- এদিকে, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ভোট দিতে পারবেন ভক্তরা। আগামী ২৮ অক্টোবর বিশ্ব অ্যাথলিটদের ভোটগ্রহণ শেষ হবে।
৮. গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২৩ -এ ভারতের র্যাঙ্কিং কত?
(A) ১১১
(B) ১২৪
(C) ১১৫
(D) ১১৯
- ২০২২ সালে এই সূচকেই ১২১টি দেশের মধ্যে ভারত ছিল ১০৭ নম্বরে।
- চলতি বছরে বিশ্ব ক্ষুধা সূচকে ১২৫টি দেশের মধ্যে ১১১তম স্থানে নেমে এল ভারত।
- এ বার আরও চার ধাপ নীচে নামা ভারতকে টেক্কা দিয়েছে প্রতিবেশী পাকিস্তান (১০২), বাংলাদেশ (৮১), নেপাল (৬৯) এবং শ্রীলঙ্কা (৬০)।
- এবারে এই সূচকের শীর্ষে রয়েছে UAE ।
৯. জাতীয় চলচ্চিত্র দিবস ভারতের প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) অক্টোবর ১৩
(B) সেপ্টেম্বর ১৩
(C) নভেম্বর ১৩
(D) ডিসেম্বর ১৩
- ১৩ অক্টোবর দেশজুড়ে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে ‘মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’।
- ২০২২ সালে প্রথমবার ‘এমএআই’-এর তরফে ‘জাতীয় চলচ্চিত্র দিবস’ উদযাপন করা হয়।
১০. কে সত্যজিৎ রায় এক্সিলেন্স ইন ফিল্ম লাইফটাইম অ্যাওয়ার্ডে ভূষিত হতে চলেছেন ?
(A) জুলি অ্যান্ড্রুজ
(B) লিলি টমলিন
(C) মাইকেল ডগলাস
(D) এন্থনি হপকিন্স
- অস্কার পেয়েছিলেন বহু আগেই। এ দেশেও তাঁর অভিনয়ের অনুরাগীর সংখ্যাটা নেহাৎ কম নয়। এ বার সত্যজিতের নামাঙ্কিত পুরস্কার পাচ্ছেন অস্কারজয়ী হলিউড তারকা মাইকেল ডগলাস।
- ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। এই পুরস্কার নিতে ভারতে আসছেন এই হলিউড তারকা।
- হালফিলের ‘অ্যান্ট-ম্যান’ ফ্র্যাঞ্চাইজি সুপারহিরো ছবিতেও দেখা গিয়েছে এই দাপুটে অভিনেতাকে।
To check our latest Posts - Click Here