Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

14th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 13th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে?

(A) চেন্নাই
(B) লন্ডন
(C) মেলবোর্ন
(D) মুম্বাই

উত্তর
(B) লন্ডন

  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ বর্ডার-গাভাস্কার ট্রফি টেস্টে ২-১ ব্যবধানে জয়লাভ করার পর ভারত ১৩ই মার্চ ২০২৩ এ ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২১-২৩ ফাইনালে পৌঁছে গেছে।
  • ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) WTC ফাইনাল ৭-১১ই জুন, ২০২৩ পর্যন্ত লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে।

২. দ্বিবার্ষিক অনুশীলন ‘লা পেরোস’ সম্প্রতি কোথায় শুরু হয়েছে?

(A) প্রশান্ত মহাসাগর
(B) যোধপুর
(C) ভারত মহাসাগর অঞ্চল
(D) আটলান্টিক মহাসাগর

উত্তর
(C) ভারত মহাসাগর অঞ্চল

  • বহুপাক্ষিক সামুদ্রিক মহড়া ‘লা পেরোস’-এর তৃতীয় সংস্করণ ১৩ই মার্চ ২০২৩ এ ভারত মহাসাগর অঞ্চলে শুরু হয়েছিল।
  • মহড়ায় রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনী, ফরাসি নৌবাহিনী, ভারতীয় নৌবাহিনী, জাপানী নৌবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কর্মী, জাহাজ এবং হেলিকপ্টার অংশগ্রহণ করে।
  • এটি ফরাসি নৌবাহিনী দ্বারা পরিচালিত হয় এবং এর লক্ষ্য সামুদ্রিক ডোমেনে সচেতনতা বৃদ্ধি করা।

৩. নিচের কোন খেলোয়াড় ফেব্রুয়ারি মাসের ICC সেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে?

(A) হরমনপ্রীত কৌর
(B) অ্যালিসা হিলি
(C) স্মৃতি মান্ধানা
(D) অ্যাশলে গার্ডনার

উত্তর
(D) অ্যাশলে গার্ডনার

  • ইংল্যান্ডের হ্যারি ব্রুককে ICC পুরুষদের ফেব্রুয়ারী মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।
  • দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৩-এ তার পারফরম্যান্সের জন্য অ্যাশলে গার্ডনারকে এই পুরস্কার দেওয়া হয়।

৪. কে তার ১২তম ম্যাচে দ্রুততম ৫০ উইকেট নেওয়া বোলার হয়েছেন?

(A) ভুবনেশ্বর কুমার
(B) আরশদীপ সিং
(C) অক্ষর প্যাটেল
(D) রবীন্দ্র জাদেজা

উত্তর
(C) অক্ষর প্যাটেল

  • অক্ষর প্যাটেল ভারতের হয়ে সবচেয়ে কম বলে ৫০ উইকেট নেওয়া বোলার হয়েছেন।
  • এর আগে ভারতের হয়ে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল জসপ্রিত বুমরাহর নামে।

৫. G20 ফ্লাওয়ার ফেস্টিভ্যাল কোন শহরে আয়োজিত হচ্ছে?

(A) লক্ষ্ণৌ
(B) নয়াদিল্লি
(C) গুয়াহাটি
(D) মুম্বাই

উত্তর
(B) নয়াদিল্লি

  • ১১ই মার্চ থেকে নয়াদিল্লির কনট প্লাজায় G20 ফ্লাওয়ার ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে।
  • এর উদ্দেশ্য হল G20 অংশগ্রহণকারী এবং অতিথি দেশগুলির বৈচিত্র্যের উপর জোর দেওয়া।
  • সেন্ট্রাল পার্কে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব।

৬. কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দ্বারা চালিত বিশ্বের প্রথম রেডিও প্ল্যাটফর্মের নাম কী?

(A) AIRadio
(B) রেডিও বিং
(C) RadioGPT
(D) রেডিও যান

উত্তর
(C) RadioGPT

  • RadioGPT হল বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত রেডিও প্ল্যাটফর্ম।
  • Ohio-ভিত্তিক মিডিয়া কোম্পানি Futuri দ্বারা তৈরি এই AI, এটি স্থানীয় বাজারের প্রবণতা সনাক্ত করতে এবং রেডিও সম্প্রচারের জন্য স্ক্রিপ্ট তৈরি করতে AI প্রযুক্তি ব্যবহার করে।
  • Spotify, DJ নামে একটি অনুরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করেছে।

৭. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল বিভিন্ন এলাকায় শহরের উন্নয়নের নির্দেশনা দেওয়ার জন্য ‘Master Plan for 2041’ প্রকাশ করেছে?

(A) কর্ণাটক
(B) পশ্চিমবঙ্গ
(C) ওড়িশা
(D) নয়াদিল্লি

উত্তর
(D) নয়াদিল্লি

  • দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA) দিল্লি-২০৪১ (MPD) এর জন্য মাস্টার প্ল্যানের একটি খসড়া প্রকাশ করেছে, যার লক্ষ্য হল বিভিন্ন ক্ষেত্রে শহরের উন্নয়নকে নির্দেশিত করা।
  • দিল্লির জন্য এটি চতুর্থ মাস্টার প্ল্যান।

৮. কোথায় ‘ভিক্ষুকমুক্ত শহর’ নামে একটি নতুন উদ্যোগ শুরু হয়েছে?

(A) মুম্বাই
(B) দিল্লী
(C) কলকাতা
(D) নাগপুর

উত্তর
(D) নাগপুর

  • মহারাষ্ট্রের নাগপুরে “ভিক্ষুকমুক্ত শহর” নামে পরিচিত একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে।
  • নাগপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (NMC) সমাজকল্যাণ বিভাগ এবং নাগপুর সিটি পুলিশ একসাথে এই প্রকল্পে করে করছে।
  • গৃহহীন ভিক্ষুকদের আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button