Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th December Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই ডিসেম্বর – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি (9th December Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 8th December Current Affairs Quiz 2023 – Bengali


১. কে রেকর্ড অষ্টম বারের জন্য ATM টেনিস র‌্যাঙ্কিংয়ে এক নম্বর খেলোয়াড় হিসেবে বছর শেষ করেছেন ?

(A) কার্লোস আলকারাজ
(B) নোভাক জোকোভিচ
(C) ড্যানিল মেদভেদেভ
(D) জনিক সিনার

[spoiler title=’উত্তর ‘ ] (B) নোভাক জোকোভিচ

  • নোভাক জকোভিচ সম্প্রতি অষ্টম বারের মতো এটিপি টেনিস র‌্যাঙ্কিংয়ে এক নম্বর খেলোয়াড় হিসেবে বছর শেষ করেছেন।
  • এরই সঙ্গে সঙ্গে তিনি রেকর্ড গড়ে ফেলেছেন। তিনি পুরুষদের এককে রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।
  • তিনি ২০২৩ সালে উইম্বলডনে রানার আপও ছিলেন।
[/spoiler]

২. ভারতের কোন রাজ্য সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum)-এর সভায় যোগ দিতে চলেছে ?

(A) মহারাষ্ট্র
(B) কর্ণাটক
(C) উত্তর প্রদেশ
(D) গুজরাট

[spoiler title=’উত্তর ‘ ] (B) কর্ণাটক
উত্তরপ্রদেশ সরকার, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অধীনে, অর্থনৈতিক উন্নয়নের জন্য নির্দিষ্ট সেক্টরগুলিতে মনোনিবেশ করছে। [/spoiler]

৩. সম্প্রতি পশ্চিম ইন্দোনেশিয়ায় কোন আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটে, যার ফলে হাইকারদের সাথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে?

(A) তাম্বোরা পর্বত
(B) মাউন্ট ব্রোমো
(C) মাউন্ট ব্যারন
(D) মাউন্ট মারাপি

[spoiler title=’উত্তর ‘ ] (D) মাউন্ট মারাপি
পশ্চিম ইন্দোনেশিয়ায় মাউন্ট মারাপি অগ্ন্যুৎপাতের ফলে হাইকারদের সাথে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। [/spoiler]

৪. কোন দেশ ২০২৩ সালের ডিসেম্বরে বার্ষিক GPAI শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে ?

(A) ভারত
(B) ফ্রান্স
(C) চীন
(D) মার্কিং যুক্তরাষ্ট্র

[spoiler title=’উত্তর ‘ ] (A) ভারত
ভারত ২০২৩ সালের ডিসেম্বরে বার্ষিক Global Partnership on Artificial Intelligence (GPAI) শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে । [/spoiler]

৫. প্রাকৃতিক চাষের উদ্যোগের জন্য কোন রাজ্য সরকার “দ্য আর্ট অফ লিভিং” এর সাথে পার্টনারশীপ করেছে ?

(A) মহারাষ্ট্র
(B) রাজস্থান
(C) কর্ণাটক
(D) গুজরাট

[spoiler title=’উত্তর ‘ ] (A) মহারাষ্ট্র
প্রাকৃতিক চাষের উদ্যোগের জন্য মহারাষ্ট্র রাজ্য সরকার “দ্য আর্ট অফ লিভিং” এর সাথে পার্টনারশীপ করেছে । [/spoiler]

৬. “গ্রিন রাইজিং (Green Rising)” উদ্যোগ চালু করতে ইউনিসেফ (UNICEF )-এর সাথে কোন দেশ সহযোগিতার হাত বাড়িয়েছে ?

(A) চীন
(B) দক্ষিন আফ্রিকা
(C) ব্রাজিল
(D) ভারত

[spoiler title=’উত্তর ‘ ] (D) ভারত
UNICEF ভারতের সাথে সহযোগিতায় দুবাইতে COP28 সামিটে “গ্রিন রাইজিং” উদ্যোগ চালু করবে যাতে জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ড চালানোর জন্য যুবকদের একত্রিত করা যায়। [/spoiler]

৭. কোন প্রকাশনা ফেডারেল ব্যাঙ্ককে “ব্যাঙ্ক অফ দ্য ইয়ার (ভারত)” খেতাব দিয়ে সম্মানিত করেছে?

(A) The Economist
(B) Bloomberg
(C) Forbes
(D) The Banker, Financial Times

[spoiler title=’উত্তর ‘ ] (D) The Banker, Financial Times
দ্য ব্যাঙ্কার, ফিনান্সিয়াল টাইমস কর্তৃক ফেডারেল ব্যাঙ্ককে “Bank of the Year (India)” খেতাব দেওয়া হয়েছে। [/spoiler]

৮. অনলজিৎ সিং-এর জায়গায় ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স (Max Life Insurance) -এর নতুন চেয়ারম্যান হতে চলেছেন –

(A) রাজীব আনন্দ
(B) রজত কুমার
(C) রাজনীশ কুমার
(D) কুমার মঙ্গলম বিড়লা

[spoiler title=’উত্তর ‘ ] (A) রাজীব আনন্দ
ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে অনলজিৎ সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন রাজীব আনন্দ। [/spoiler]

৯. S&P Global study অনুসারে বিশ্বের চতুর্থ বৃহত্তম বীমাকারী বীমা কোম্পানী হল –

(A) AIG
(B) LIC
(C) ICICI Prudential
(D) Bajaj Allianz

[spoiler title=’উত্তর ‘ ] (B) LIC
S&P Global study অনুসারে বিশ্বের চতুর্থ বৃহত্তম বীমাকারী বীমা কোম্পানী হল LIC । LIC এর আগে রয়েছে Allianz SE, China Life Insurance Company এবং Nippon Life Insurance Company । [/spoiler]

১০. কোন প্রতিষ্ঠান ভারত বিল পেমেন্টস (BBPS) তৈরি করেছে?

(A) NPCI
(B) SEBI
(C) RBI
(D) NASSCOM

[spoiler title=’উত্তর ‘ ] (A) NPCI
ভারতের ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI) দ্বারা নির্মিত প্ল্যাটফর্ম ভারত বিল পেমেন্টস (BBPS) প্লাটফর্ম । [/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button