Daily Current Affairs in BengaliCurrent Affairs

29 & 30 August Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৯শে আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  27 & 28th August Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bengali


১. NCERT-এর ক্লাস 7 এর ইংরেজি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত নতুন অধ্যায়টি হল –

(A) A Homage to our Brave Soldiers
(B) Heroes of the Nation
(C) A Tribute to Our Soldiers
(D) Remembering the Fallen

উত্তর
(A) A Homage to our Brave Soldiers

 • ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) স্কুলের বাচ্চাদের মধ্যে দেশপ্রেম, কর্তব্যের প্রতি ভক্তি এবং সাহস ও ত্যাগের মূল্যবোধ জাগিয়ে তোলার লক্ষ্যে ক্লাস 7 ইংরেজি পাঠ্যপুস্তকে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের একটি অধ্যায় অন্তর্ভুক্ত করেছে।
 • এই অধ্যায়টির নাম হল – ‘A Homage to our Brave Soldiers’ ।

২. ২০২৩ সালের জাতীয় ক্রীড়া দিবসের থিম কী?

(A) Sports for Excellence
(B) Celebrating Sports Legends
(C) Fitness for All
(D) Sports are an enabler to an inclusive and fit society

উত্তর
(D) Sports are an enabler to an inclusive and fit society

 • ২৯শে আগস্ট ভারতে পালন করা হয় জাতীয় ক্রীড়া দিবস (National Sports Day)। হকি কিংবদন্তি মেজর ধ্যান চাঁদ সিংহের (Dhyan Chand Singh) জন্মদিনকে স্মরণ করে এই দিন পালন করা হয়ে থাকে।
 • ২০১২ সাল থেকে এই দিনটি পালন হয়ে আসছে।
 • ২০২৩ সালে এই দিবসের থিম – Sports are an enabler to an inclusive and fit society ।

৩. কোন দেশ উদ্বোধনী মহিলা এশিয়ান হকি 5s বিশ্বকাপ বাছাইপর্ব জিতেছে?

(A) পাকিস্তান
(B) ভারত
(C) মালয়েশিয়া
(D) চীন

উত্তর
(B) ভারত

 • ফাইনালে থাইল্যান্ডকে ৭-২ ব্যবধানে হারিয়ে মহিলা এশিয়ান হকি 5s বিশ্বকাপ বাছাইপর্ব জিতেছে ভারত।
 • এই জয়ের সাথে, ভারত ২০২৪ সালে মাস্কাটে অনুষ্ঠিতব্য হকি 5s এর বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে।

৪. কোথায় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি বিশ্বের প্রথম ১০০% ইথানল-জ্বালানিযুক্ত গাড়ি চালু করেছেন?

(A) নতুন দিল্লি
(B) বেঙ্গালুরু
(C) মুম্বাই
(D) হায়দ্রাবাদ

উত্তর
(A) নতুন দিল্লি

 • কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি নয়াদিল্লিতে বিশ্বের প্রথম ১০০% ইথানল-জ্বালানিযুক্ত গাড়ি লঞ্চ করলেন৷
 • বিশ্বের প্রথম BS-VI (Stage-II), ইলেকট্রিফাইড ফ্লেক্স-ফুয়েল ভেহিকেল চালু করা হয়েছে, যা ইথানল-ভিত্তিক জ্বালানিতে সম্পূর্ণভাবে কাজ করতে পারে।

৫. ২০২৩-২৪ সালের প্রথম কোয়াটারে কোন রাজ্য FDI আকর্ষণে শীর্ষে রয়েছে ?

(A) উত্তর প্রদেশ
(B) তেলেঙ্গানা
(C) মহারাষ্ট্র
(D) কর্ণাটক

উত্তর
(C) মহারাষ্ট্র
২০২৩-২৪ সালের প্রথম কোয়াটারে মহারাষ্ট্র FDI আকর্ষণে শীর্ষে রয়েছে।

৬. মার্কিন যুক্তরাষ্ট্রের নিচের কোন অ্যাসেম্বলি জাতিগত বৈষম্য বিরোধী বিল পাস করে?

(A) ওহিও
(B) ক্যালিফোর্নিয়া
(C) ফ্লোরিডা
(D) টেক্সাস

উত্তর
(B) ক্যালিফোর্নিয়া
ক্যালিফোর্নিয়া স্টেট অ্যাসেম্বলি দ্বারা একটি জাত বৈষম্য বিরোধী বিল পাস করা হয়েছে যা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে এবং রাজ্য জুড়ে প্রান্তিক সম্প্রদায়ের জন্য সুরক্ষা জোরদার করতে চায়।

৭. বিশ্বের প্রথম জীবন্ত পরজীবী কৃমির ঘটনা ______ এক মহিলার মস্তিষ্কে পাওয়া গেছে ?

(A) অস্ট্রেলিয়ান
(B) ভারতীয়
(C) আফ্রিকান
(D) মার্কিন

উত্তর
(A) অস্ট্রেলিয়ান
একটি অস্ত্রোপচারের সময় ৬৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান মহিলার মস্তিষ্ক থেকে একটি আট সেন্টিমিটার জীবন্ত কৃমি বের করা হয়েছে।

৮. প্রিয়ান সাইন মিস আর্থ ইন্ডিয়া ২০২৩-এর শিরোপা জিতে নিয়েছেন। তিনি কোন রাজ্যের বাসিন্দা?

(A) উত্তর প্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) গুজরাট
(D) রাজস্থান

উত্তর
(D) রাজস্থান

 • সম্প্রতি নতুন দিল্লিতে আয়োজিত মিস ডিভাইন বিউটি ২০২৩ এর ফাইনালে প্রিয়ান সাইন মিস আর্থ ইন্ডিয়া ২০২৩ এর শিরোপা জিতে নিয়েছেন।
 • এই অনুষ্ঠানে প্রবীনা অঞ্জনা মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০২৩ নির্বাচিত হয়েছেন ।

৯. মিস ওয়ার্ল্ড ২০২৩ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?

(A) কাশ্মীর
(B) জম্মু
(C) অরুণাচল প্রদেশ
(D) লাদাখ

উত্তর
(A) কাশ্মীর

কাশ্মীরে ২০২৩ সালের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা (৭১ ) অনুষ্ঠিত হতে চলেছে ।

দেখে নাও : মিস ওয়ার্ল্ড বিজেতাদের তালিকা

১০. নিচের কোন শহরটি ভারতের প্রথম সোলার রুফ সাইক্লিং ট্র্যাক পেয়েছে ?

(A) বেঙ্গালুরু
(B) হায়দ্রাবাদ
(C) চেন্নাই
(D) জয়পুর

উত্তর
(B) হায়দ্রাবাদ
হায়দ্রাবাদ দেশের প্রথম সোলার রুফ সাইক্লিং ট্র্যাক পেতে চলেছে ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button