Daily Current Affairs in BengaliCurrent Affairs

1st September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

1st September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st September Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন শহরে, সম্প্রতি “World Health Summit for Pride of Homoeopathy”-এর প্রথম সংস্করণ অনুষ্ঠিত হয়েছে?

(A) দুবাই
(B) টোকিও
(C) ডাবলিন
(D) সাংহাই

উত্তর
(A) দুবাই

  • “World Health Summit for Pride of Homoeopathy”-এর প্রথম সংস্করণ দুবাইতে ২৯শে আগস্ট ২০২২ এ অনুষ্ঠিত হয়েছে।
  • এই শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য: “জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে সৃষ্ট রোগ”।
  • এটির আয়োজন করেছিল Burnett Homoeopathy Pvt Ltd।

২. কোন ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩,৫০০ রান করা প্রথম ব্যাটসম্যান হয়ে উঠলেন?

(A) রোহিত শর্মা
(B) মার্টিন গাপটিল
(C) বিরাট কোহলি
(D) বাবর আজম

উত্তর
(A) রোহিত শর্মা

  • ৩১শে আগস্ট ২০২২ এ দুবাইতে চলমান এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন রোহিত শর্মা এই কৃতিত্ব অর্জন করেছেন।
  • ৩৪৯৭ রান সহ দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং ৩,৩৪৩ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি ।

৩. অল ইন্ডিয়া রেডিওর নিউজ সার্ভিসেস বিভাগের মহাপরিচালক হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?

(A) ড.বসুধা গুপ্তা
(B) বিপাশা জয়সওয়াল
(C) রবীন্দ্র কোহলি
(D) সতীশ রেড্ডি

উত্তর
(A) ড.বসুধা গুপ্তা

  • সিনিয়র ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস অফিসার ডাঃ বাসুধা গুপ্তাকে অল ইন্ডিয়া রেডিওর নিউজ সার্ভিসেস বিভাগের মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি এন ভেনুধর রেড্ডির স্থলাভিষিক্ত হলেন, যিনি ৩১শে অগাস্ট ২০২২-এ পদত্যাগ করেছিলেন।
  • নিয়োগের আগে তিনি প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

৪. সঠিক খাদ্যাভ্যাস এবং পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর নিন্মোক্ত কোন সপ্তাহে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়?

(A) ৪-১১ই সেপ্টেম্বর
(B) ২১-২৮শে আগস্ট
(C) ১-৭ই সেপ্টেম্বর
(D) ২০-২৭শে আগস্ট

উত্তর
(C) ১-৭ই সেপ্টেম্বর

  • সঠিক খাদ্যাভ্যাস ও পুষ্টি সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১ থেকে ৭ই সেপ্টেম্বর জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়।
  • ভারত সরকার প্রথম ১৯৮২ সালে এই সপ্তাহব্যাপী প্রচারণা চালু করেছিল।
  • ‘Global Hunger Index Report 2021’ -এ ভারত ১১৬টি দেশের মধ্যে ১০১ তম স্থানে রয়েছে।

৫. ONGC-এর নতুন অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) ডাঃ অলকা মিত্তল
(B) রাজেশ কুমার শ্রীবাস্তব
(C) অনুরাগ শর্মা
(D) ওম প্রকাশ সিং

উত্তর
(B) রাজেশ কুমার শ্রীবাস্তব

  • রাজেশ কুমার শ্রীবাস্তবকে ONGC-এর নতুন অন্তর্বর্তী চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি অলকা মিত্তালের স্থলাভিষিক্ত হলেন, যিনি ৩১শে আগস্ট ২০২২ এ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন।
  • এর পাশাপাশি সরকার এম ভি আইয়ারকে GAIL-এর অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে।

৬. কোন রোগের বিরুদ্ধে ভারতের প্রথম ভ্যাকসিনটি সম্প্রতি লঞ্চ করা হয়েছে?

(A) ডায়াবেটিস মেলিটাস
(B) সার্ভিকাল ক্যান্সার
(C) যক্ষ্মা (টিবি)
(D) আলঝেইমার রোগ

উত্তর
(B) সার্ভিকাল ক্যান্সার

  • ভারত ১লা সেপ্টেম্বর, ২০২২-এ প্রথমবার সার্ভিকাল ক্যান্সারের বিরুদ্ধে তার প্রথম টিকা লঞ্চ কাছে।
  • এটি লঞ্চ করেছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং।

৭. সম্প্রতি কে শিক্ষার্থীদের জন্য ভারতের প্রথম ভার্চুয়াল স্কুল চালু করেছেন?

(A) অরবিন্দ কেজরিওয়াল
(B) জিতেন্দ্র সিং
(C) অমিত শাহ
(D) শিবরাজ সিং চৌহান

উত্তর
(A) অরবিন্দ কেজরিওয়াল

  • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৩১শে আগস্ট ২০২২-এ দেশের প্রথম ভার্চুয়াল স্কুল চালু করেছেন।
  • এই স্কুলে সারাদেশের শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।
  • স্কুলটি নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য।
  • সমস্ত ক্লাস হবে অনলাইনে এবং রেকর্ড করা লেকচারও অনলাইনে আপলোড করা হবে।

৮. নোবেল পিস প্রাইজ বিজয়ী কোন প্রাক্তন সোভিয়েত নেতা সম্প্রতি প্রয়াত হলেন?

(A) লিওনিড ব্রেজনেভ
(B) কনস্ট্যান্টিন চেরনেঙ্কো
(C) মিখাইল গর্বাচেভ
(D) নিকিতা ক্রুশ্চেভ

উত্তর
(C) মিখাইল গর্বাচেভ

  • প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ সম্প্রতি প্রয়াত হলেন।
  • তিনি ১৯৮৫ সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এবং দেশের প্রকৃত নেতা হন।
  • তিনি মার্কিন নেতা রোনাল্ড রিগানের সাথে ঐতিহাসিক পারমাণবিক অস্ত্র চুক্তির জন্য নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন।

৯. জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) জাপান
(B) অস্ট্রেলিয়া
(C) শ্রীলঙ্কা
(D) নেপাল

উত্তর
(D) নেপাল

  • পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রস্তাব অনুসারে ভারত সম্প্রতি নেপাল সরকারের সাথে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  • এই চুক্তির লক্ষ্য বন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button