7th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
7th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৭ই জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th July Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন ভারতীয় বংশোদ্ভূত CEO ২০২২ সালের আমেরিকার সবচেয়ে ধনী স্ব-নির্মিত মহিলাদের ফোর্বসের তালিকায় স্থান পেয়েছেন?
(A) ম্যাকেঞ্জি স্কট
(B) অঞ্জলি সুদ
(C) জয়শ্রী ভি উল্লাল
(D) জ্যাকলিন মার্স
- Arista Networks এর প্রেসিডেন্ট এবং CEO জয়শ্রী ভি উল্লাল ২০২২ সালের আমেরিকার সবচেয়ে ধনী স্ব-নির্মিত মহিলাদের ফোর্বসের তালিকায় তালিকাভুক্ত হয়েছেন।
- ১.৯ বিলিয়ন ডলারের সম্পদের সাথে, ভারতীয় বংশোদ্ভূত এই মহিলা ফোর্বসের তালিকায় ১৫ তম স্থানে রয়েছে।
- ABC Supply-এর সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডায়ান হেন্ড্রিকস এই তালিকায় শীর্ষে রয়েছেন।
২. কোন শিক্ষা সংস্থা পরীক্ষার জন্য সবচেয়ে বড় ডিজিটাল উদ্যোগ-‘পরিক্ষা সঙ্গম’ লঞ্চ করেছে?
(A) University Grants Commission
(B) Central Board of Secondary Education (CBSE)
(C) National Council Of Educational Research And Training(NCERT)
(D) National Council for Teacher Education (NCTE)
- এই পোর্টালের মাধ্যমে স্কুল, আঞ্চলিক অফিস এবং CBSE সদর দফতরের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে পরীক্ষা-সম্পর্কিত প্রক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করা হবে।
- এছাড়া এই ওয়েবসাইটের লিঙ্কের মাধ্যমে বোর্ড পরীক্ষার ফলাফলও দেখা যাবে।
৩. দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে (UNMISS) ফোর্স কমান্ডার হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) রবীন্দ্র বাবু
(B) মোহন সুব্রামানিয়ান
(C) সুরজ রানা
(D) সুরেশ তোমর
- ভারতের লেফটেন্যান্ট জেনারেল মোহন সুব্রামানিয়ানকে দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে (UNMISS) ফোর্স কমান্ডার হিসেবে নিযুক্ত করা হয়েছে।
- জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ৫ই জুলাই ২০২২-এ এই নিয়োগের ঘোষণা দেন।
- ভারতের লেফটেন্যান্ট জেনারেল শৈলেশ তিনাইকরের স্থলাভিষিক্ত হলেন তিনি।
- UNMISS দক্ষিণ সুদান জুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে।
৪. কোন IIT সম্প্রতি একটি নতুন ফাস্ট চার্জিং সোডিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করেছে?
(A) IIT মাদ্রাজ
(B) IIT খড়গপুর
(C) IIT মুম্বাই
(D) IIT দিল্লি
- IIT খড়গপুরের গবেষকরা ন্যানো-মেটেরিয়াল ব্যবহার করে সোডিয়াম-আয়ন (Na-ion) ভিত্তিক ব্যাটারি এবং সুপারক্যাপাসিটর তৈরি করেছেন যা খুব দ্রুত চার্জ করা যায়।
- এই ব্যাটারী প্রচলিত অন্যান্য ব্যাটারির তুলনায় সস্তা এবং শিল্প-স্তরের উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।
- এই গবেষণাটিতে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ দ্বারা অর্থায়ন করা হয়েছিল।
৫. কোন কোম্পানি সম্প্রতি ‘স্টার্টআপ স্কুল ইন্ডিয়া’ চালু করার কথা ঘোষণা করেছে?
(A) Google
(B) Meta
(C) Amazon
(D) Microsoft
- Google ৬ই জুলাই ২০২২-এ Google for Startup-এর উদ্যোগের অংশ হিসেবে ‘Startup School India’ চালু করার কথা ঘোষণা করেছে।
- এর লক্ষ্য হল ছোট ছোট শহরগুলির বিভিন্ন স্টার্টআপগুলিকে বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম করে তোলা।
- এখানে একটি নয়-সপ্তাহের ভার্চুয়াল প্রোগ্রাম হবে এবং এতে সমগ্র স্টার্টআপ ইকোসিস্টেম জুড়ে Google লিডার এবং সহযোগীদের মধ্যে কথোপকথন হবে।
৬. CERN এ লার্জ হ্যাড্রন কোলাইডার (LHC) এর সাথে কাজ করা বিজ্ঞানীরা সম্প্রতি কত্তগুলি নতুন সাবটমিক কণা আবিষ্কার করেছেন?
(A) ২
(B) ৫
(C) ৪
(D) ৩
- CERN এ লার্জ হ্যাড্রন কোলাইডার (LHC) এর সাথে কাজ করা বিজ্ঞানীরা তিনটি নতুন সাবটমিক কণা আবিষ্কার করেছেন যা আগে কখনো দেখা যায়নি।
- CERN-এ ২৭ কিলোমিটার দীর্ঘ এই লার্জ হ্যাড্রন কোলাইডার-ই হিগস বোসন কণা খুঁজে পেয়েছিল।
৭. নিচের কোন কোম্পানি ভোপাল এবং ইন্দোর মেট্রো রেল প্রকল্পের জন্য মেট্রো ট্রেন এবং বিভিন্ন সিস্টেম সরবরাহ করার জন্য ৩,২০০ কোটি টাকার একটি অর্ডার জিতেছে?
(A) Airbus Group
(B) Thales
(C) Alstom
(D) General Electric
- ফরাসি কোম্পানি Alstom ভোপাল এবং ইন্দোর মেট্রো রেল প্রকল্পের জন্য মেট্রো ট্রেন এবং বিভিন্ন সিস্টেম সরবরাহ করার জন্য ৩,২০০ কোটি টাকার একটি অর্ডার জিতেছে।
- মধ্যপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (MPMRCL) এই অর্ডারটি করেছে।
৮. কোন দুই ‘বাবা-মেয়ে’ সম্প্রতি ইন্ডিয়ান এয়ার ফোর্সে প্রথম একসাথে যুদ্ধ বিমান উড়িয়ে ইতিহাস তৈরি করেছেন?
(A) অরূপ রাহা ও নব্য রাহা
(B) দিলবাগ সিং ও সঙ্গীতা সিং
(C) সঞ্জয় শর্মা এবং অনন্যা শর্মা
(D) বিবেক রাম চৌধুরী এবং অবনী চৌধুরী
- ভারতীয় বায়ুসেনার ফাইটার পাইলট এয়ার কমোডর সঞ্জয় শর্মা এবং ফ্লাইং অফিসার অনন্যা শর্মা IAF-এ প্রথম বাবা এবং মেয়ে হয়ে একসাথে যুদ্ধ বিমান উড়িয়ে ইতিহাস তৈরি করেছেন।
- অনন্যাকে IAF এর ফ্লাইং ব্রাঞ্চের প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছিল এবং ২০২১ সালের ডিসেম্বরে ফাইটার পাইলট হিসাবে কমিশন করা হয়েছিল।
৯. স্বাধীনতা সংগ্রামী পি. গোপীনাথন নায়ার সম্প্রতি প্রয়াত হলেন, কোন বছরে তিনি পদ্মশ্রী পুরস্কার পান?
(A) ২০১৬
(B) ২০১৯
(C) ২০১৮
(D) ২০১৭
- স্বাধীনতা সংগ্রামী পি গোপীনাথন নায়ার সম্প্রতি প্রয়াত হলেন।
- তিনি ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এবং ভূদান ও গ্রামদান আন্দোলনে স্বাধীনতা কর্মী বিনোবা ভাবের সাথে কাজ করেছিলেন।
- তিনি ১১ বছর ‘গান্ধী সেবাগ্রাম আশ্রম’-এর সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here