Daily Current Affairs in BengaliCurrent Affairs

11th October Current Affairs Quiz 2023 – Bengali

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১১ই অক্টোবর  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11th October Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 10th October Current Affairs Quiz 2023 – Bengali


১. কোন রাজ্য সরকার ১১০০ জন মহিলা বিট কনস্টেবলকে গোলাপী স্কুটার দিতে চলেছে ?

(A) মধ্য প্রদেশ
(B) তামিলনাড়ু
(C) কেরালা
(D) উত্তর প্রদেশ

[spoiler title=’উত্তর ‘ ] (D) উত্তর প্রদেশ

  • উত্তরপ্রদেশ সরকার সেফ সিটি প্রজেক্টের অধীনে ৩,০০০টি পিঙ্ক বুথ স্থাপন এবং মহিলা বীটদের গোলাপী স্কুটার দেওয়ার পরিকল্পনা করেছে৷
  • এর প্রথম পর্যায়ে ২০টি ধর্মীয় স্থানে গোলাপী বুথ নির্মাণ এবং ১৭টি পৌর কর্পোরেশনে ১১০০ জন মহিলা-বিট কনস্টেবলকে বৈদ্যুতিক দ্বি-চাকার স্কুটার প্রদান করা হবে ।
[/spoiler]

২. কোন জায়গায়, ভারত সরকার ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৩ আয়োজন করতে চলেছে ?

(A) নতুন দিল্লি
(B) লখনউ
(C) ইন্দোর
(D) জয়পুর

[spoiler title=’উত্তর ‘ ] (A) নতুন দিল্লি
বিশ্বব্যাপী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে একত্রিত করতে ভারত সরকার ৩-৫ই নভেম্বর নয়াদিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া ২০২৩ -এর আয়োজন করছে। [/spoiler]

৩. নিচের কোন রাজ্য সরকার ‘লেক লড়কি (Lek Ladki)’ প্রকল্প অনুমোদন করেছে?

(A) ওড়িশা
(B) পশ্চিমবঙ্গ
(C) মহারাষ্ট্র
(D) ঝাড়খণ্ড

[spoiler title=’উত্তর ‘ ] (D) ঝাড়খণ্ড

  • মহারাষ্ট্র সরকার ‘লেক লাডকি’ (প্রিয় কন্যা) প্রকল্প অনুমোদন করেছে। এটি হলুদ বা জাফরান রেশন কার্ডধারী পরিবারের জন্য প্রযোজ্য হবে।
  • মহারাষ্ট্রের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এই প্রকল্পের সূচনা ঘোষণা করেছিলেন। মেয়েরা এই স্কিমের অধীনে নগদ ৭৫ হাজার টাকা পাবে।
[/spoiler]

৪. অষ্টম ব্রিকস আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্মেলন (BRICS International Competition Conference) কোথায় অনুষ্ঠিত হবে ?

(A) নতুন দিল্লি
(B) ব্রাসিলিয়া
(C) জাকার্তা
(D) নিউইয়র্ক

[spoiler title=’উত্তর ‘ ] (A) নতুন দিল্লি
কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI) ১১-১৩ই অক্টোবর, নতুনদিল্লিতে অষ্টম BRICS আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্মেলনের আয়োজন করছে। [/spoiler]

৫. ২০২৩ সালের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস (International Day of the Girl Child)-এর থিম কী?

(A) Invest in Girls’ Rights: Our Leadership, Our Well-being
(B) Our time is now—our rights, our future
(C) Digital generation. Our generation
(D) My voice, our equal future

[spoiler title=’উত্তর ‘ ] (A) Invest in Girls’ Rights: Our Leadership, Our Well-being

  • আন্তর্জাতিক কন্যা শিশু দিবস প্রতিবছর ১১ই অক্টোবর পালন করা হয়ে থাকে।
  • জাতিসংঘের সাধারণ সভার মধ্যে কানাডায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনের প্রস্তাব রাখা হয় ।
  • ২০১১ সালের ১৯ ডিসেম্বর তারিখে এই প্রস্তাব রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত হয় ও ২০১২ সালের ১১ অক্টোবর তারিখে প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়।
[/spoiler]

৬. GCC সেটআপে বেঙ্গালুরুকে ছাড়িয়ে কোন শহর গ্লোবাল আইটি পরিষেবা পাওয়ার হাউস (Global IT Services Powerhouse) হিসাবে আবির্ভূত হয়েছে?

(A) কলকাতা
(B) মুম্বাই
(C) হায়দ্রাবাদ
(D) গুরুগ্রাম

[spoiler title=’উত্তর ‘ ] (C) হায়দ্রাবাদ
হায়দ্রাবাদ গ্লোবাল আইটি পরিষেবা পাওয়ার হাউস হিসাবে সম্প্রতি বেঙ্গালুরুকে ছাড়িয়ে গেছে [/spoiler]

৭. পবন সেহরাওয়াত কোন খেলার সঙ্গে যুক্ত?

(A) কাবাডি
(B) ক্রিকেট
(C) ফুটবল
(D) হকি

[spoiler title=’উত্তর ‘ ] (A) কাবাডি

  • এশিয়ান গেমসে সোনাজয়ী পবন সেরাওয়াত এ বার ঝড় তুললেন প্রো কবাডি লিগের নিলামে ।
  • প্রো কবাডি লিগের নবম সংস্করণে পবন সেরাওয়াতকে ২ কোটি ২৬ লক্ষ টাকা দিয়ে কিনেছিল তামিল তালাইভাস।
  • গত পিকেএলে পবনই ছিলেন সবচেয়ে দামি প্লেয়ার। এ বারও তিনিই প্রো কবাডি লিগের সবচেয়ে দামি প্লেয়ার।
[/spoiler]

৮. ২০২৩ সালে বিশ্ব দৃষ্টি দিবস (World Sight Day ) কবে পালন করা হবে ?

(A) ১১ই অক্টোবর
(B) ১২ই অক্টোবর
(C) ১৩ই অক্টোবর
(D) ১৪ই অক্টোবর

[spoiler title=’উত্তর ‘ ] (B) ১২ই অক্টোবর

  • প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়।
  • এ দিবসের মূল লক্ষ্য হলো অন্ধত্ব, দৃষ্টি প্রতিবন্ধকতা এবং চোখের যত্নের বিষয়ে বিশ্ব জনগোষ্ঠীকে সচেতন করে তোলা।
  • ২০২৩ সালে এই দিবসটি ১২ই অক্টোবর পালন করা হবে ।
[/spoiler]

৯. মন্ত্রিসভা সম্প্রতি একটি স্বায়ত্তশাসিত (autonomous) সংস্থা প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। এটি হল –

(A) Sabka Yuva Bharat
(B) Mera Yuva Bharat
(C) Aapka Yuva Bharat
(D) Hamara Yuva Bharat

[spoiler title=’উত্তর ‘ ] (B) Mera Yuva Bharat

  • প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত (মাই ভারত) গঠনে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
  • এর লক্ষ্য হল, প্রযুক্তির মাধ্যমে তরুণদের উন্নয়নে একটি সক্ষম ব্যবস্থা গড়ে তোলা, যুব সম্প্রদায়ের নেতৃত্বে দেশের বিকাশ ও আশা-আকাঙ্খা পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা এবং সরকারের সর্বস্তরে বিকশিত ভারত-এর ভাবনাকে ছড়িয়ে দেওয়া।
[/spoiler]

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button